কতটা ভালবাসলে ভালবাসা হয়!

মনির হোসেন মমি ৮ নভেম্বর ২০১৪, শনিবার, ১১:২৬:২৪পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

প্রিয়

কতটা দিনের তপৎসায়

কতটা আমবর্ষা পেরুলে

কতটা চোখের জলে সাগর গড়ালে

তুমি আমার হবে।

প্রিয়

কতটা মাস পেরুলে বছর হয়

কতটা দিন পেরুলে মাস হয়

কতটা মৌসুমে তুমি জেগে রও

ততটা দিন মাস বর্ষ অপেক্ষায় আমি রবো।

প্রিয়

কতটা ভালোবাসলে

কতটা আদরেঁ সোহাগে আলিঙ্গনে

কতটা রাম-সীতার পরীক্ষা দিলে

তুমি শুধু আমারি হবে।

প্রিয়

কতটা মনে মনের মিলনে

কতটা হৃদয়ে ভালবাসার তাপে সিদ্ধ হলে

কতটা প্রেম ক্ষেতের উর্ব্বর ফসল ফলালে

তুমি… তুমি বলে ডাকবে আমায়।

প্রিয়

কতটা ভাবাবে আমায়

কতটা কাদাবে আমায়,রাখবে দূরে

কতটা দূরত্ত্বের সীমানা অতিক্রম করলে

ভালবাসবে আমায়,

জানি,আমি সবই বুঝি…

হবে না আমার হয়তো হবে কারো

প্রিয়

দোহায় তোমায়! যার হৃদয়েই নোঙ্গর তুলো

আমার এ পুড়া হৃদয় থাকবে না যখন ধরণীতে আর

বিলীন হবে কোন চিরস্হায়ী জগতে

তখন তুমি পড় তোমার নতুন শাড়ীখানা।

প্রিয়

  কতটা কষ্টে শেষ চরণগুলো লিখছি

কতটা অভিমানে অকালে ধরণীকে পর করছি

কতটা অতৃপ্তের মাঝে ভালবাসাকে খোজেছি,

বুঝবে,

তুমি বুঝবে অন্তরকেও কাদাবে,

তখন অনুতপ্ত হয়ে,করো না করুনা আমায়।

১৩৯৫জন ১৩৯৫জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ