তোমাকে দিয়ে যাই পথের দিশা ,যে পথের নাম সুদূর
যেতে যেতে, যেতে যেতে তোমাকে দেখাই আলোছায়া,
তোমাকে দিয়ে যাই জলের ঘ্রাণ, উড়বার আকাশ
চলে যাবার পথের কণ্টকে বিছিয়ে দেই একবুক মায়া।
তোমাকে দিয়ে যাই মেঘের মতন নরম ঘুম
লাল চোখে আমি লিখি সুদীর্ঘ রাত্রির ইতিহাস; ঘুমহীন।
ওষ্ঠের বিষ তৃষ্ণা সযতনে লুকাই আড়ালে,
তোমাতেই আকন্ঠ ডুবে থাকি, দিনরাত রাতদিন।
ঝাউয়ের চুড়ায় মোহন রোদ্দুর
বুকের ভেতর শিষ দেয় সুতানালী সাপ,
থমধরা বিকেলে মোচড়ায় বুক
নিজের মুখোমুখি হতে বড় ভয়,
আয়নার ওপাশ চিৎকার করে বলে
এই ভাবে চলে যাওয়া বড় পাপ হে, খুব বেশী পাপ।
ফটুক – আমি অধমের তোলা ঘাসফুল 🙂
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পাপ আছে, আছে পূন্য,থাকুক।
সাদা চোখেই রাত্রি বা দিনের হিসাব নিয়ে নেব।
ফটোগ্রাফীতে মন দিন।
সাইদ মিলটন
পাপ পুন্য থাকুক পাপ পুন্যের জায়গায়
কবি পাপ পুন্য নিয়ে মাথা ঘামাবেনা
কবির কোন নিয়ম মানতে নেই, কবির নিয়ম কবির ব্যক্তিগত
রুদ্র আমিন
অনেক কিছুই দেখি বুঝেছেন ? তবে কেন অবুঝ সেজে, বটবৃক্ষ তলে রোদ্দুর আশায়, গত কিছুটা সময়, আড়ালে নয় প্রকাশ্যে হোক জয়, সত্যের; মিথ্যে যত সে প্রকাশ্যেই ধবংস হোক।
সাইদ মিলটন
ধ্বংসযজ্ঞ শেষের সোনালী ভোরের জন্য অপেক্ষায় থাকি, ঘাসের মতো বুকপাতা অপেক্ষা 🙂
বন্য
সুন্দর কবিতা। একবুক মায়া, লাল চোখে আমি লিখি সুদীর্ঘ রাত্রির ইতিহাস, ঝাউয়ের চুড়ায় মোহন রোদ্দুর
এমন শব্দ অথবা বাক্য মুগ্ধতা সৃষ্টি করে, তৃপ্তি আসে, বোধটুকুও বেশ হয়েছে। শুভকামনা।
সাইদ মিলটন
বন্য !!!!
বুকে বন্যতা পুষে গৃহস্থ্য হয়ে বাচি, শূন্য ইস্টিশনে বসে থাকি মানুষ দেখার আশায়
আমার কোথাও যাবার নেই হে, কোথাও যাবার নেই।
তাই উদ্ভ্রান্ত বসে থাকি হাজার দুয়ারে ।
আপনার নিকটা জব্বর পছন্দ হইছে 🙂
বন্য
ঠিকই বলছেন সকল বন্যরা আজ মানুষী বেশে ঘুরি মানুষের খোঁজে। একই খোঁজে ট্রেনের পর ট্রেন চলে যায় জংশন পরে থাকে, আসবে বলে মানুষ বন্যরণ্যে।
কৃন্তনিকা
“তোমাকে দিয়ে যাই পথের দিশা ,যে পথের নাম সুদূর
যেতে যেতে, যেতে যেতে তোমাকে দেখাই আলোছায়া,
তোমাকে দিয়ে যাই জলের ঘ্রাণ, উড়বার আকাশ
চলে যাবার পথের কণ্টকে বিছিয়ে দেই একবুক মায়া।”
ভালো লেগেছে অনেক…
সাইদ মিলটন
খুশী হলাম 🙂
নীলাঞ্জনা নীলা
এভাবে চলে যাওয়া আসলেই পাপ। মুগ্ধ হলাম কবি। পথের নাম সুদূর ……………
সাইদ মিলটন
হ, যেই পথ ধরে ক্রমশ পর হয় মানুষ সেই পথরে আর কি নামে ডাকি ?
কৃষ্ণমানব
খুব অল্পের মাঝে অনেক কিছু তুলে ধরেছেন …
এরকম আরো কবিতার প্রত্যাশায় রহিলাম !
সাইদ মিলটন
থ্যাঙ্কু থ্যাঙ্কু 🙂
কৃষ্ণমানব
স্বাগতম 🙂 ।
ওয়েলকাম :p :v
নাটোর শূন্য কিলোমিটার
এতো সুন্দর ক্যারে 🙂
সাইদ মিলটন
আপনি সুন্দর করে পড়েছেন বলেই 😀
নুসরাত মৌরিন
খুব বেশি সুন্দর।লাইনে লাইনে সুন্দর,শব্দে শব্দে সুন্দর…
এত সুন্দর কবিতা একবার পড়ে মন ভরে না,কয়েকবার পড়লাম তাই। ভীষন ভালো…। 🙂
সাইদ মিলটন
এমন মন্তব্যের উত্তরে কি লিখতে হয় বুঝতে পারছিনা 🙂 যাইহোক অজস্র শুভকামনা
জিসান শা ইকরাম
এমন লেখায় হৃদয় ছিন্ন ভিন্ন হয় 🙁
সাইদ মিলটন
দাদা 🙂
ব্লগার সজীব
প্রথম দুই প্যারায় থাকা যায় না ভাইয়া ?
সাইদ মিলটন
দেই কোনকথা নেই মুখে শুধু চুপচাপ বসে থাকা, ছিলো যার যার ব্যথা তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে রাখা