জলছবি

জসীম উদ্দীন মুহম্মদ ৫ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার, ০১:৩১:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৪ মন্তব্য

মনের ভিতর কিলবিল করা শব্দেরা আশ্রয় খুঁজে পায় কবিতার খাতায়
বুকের নরম মিহি ঘাস গুলোর মতন
খরতাপ দগ্ধ সরু নালার জলের মতন
সাগরের মায়াবী নীল জলের মন্দিরে খুঁজে বেড়ায় আবেহায়াত !

আমিও তেমনি কনকনে শীতের জবুতবু রাতে
খুঁজে পেয়েছি তোমার উষ্ণ পরশ ! লাল গালিচার উষ্ণ সংবর্ধনা !
তাপিত হৃদয়ের যাপিত জীবন ছিল সিন্ডিকেটের চার দেয়ালে বন্দী !
এবার শব্দেরা মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে উড়ুক
মাটির পৃথিবী থেকে ঐ আকাশের নীল শামিয়ানায়
কিছু রক্ত চুক্সুর শ্যেন দৃষ্টি মিশে যাক যাযাবর সময়ের স্রোতে !

তোমার রাখী বন্ধনে আবদ্ধ করে নিরন্তর এঁকে যাও স্বপ্নের জলছবি
তোমার খোলা বাতায়নে সত্য,সুন্দরের ফুল গুলো প্রস্ফুটিত হউক
শীতের সোনালী রাতের নক্ষত্রের মতন
ঘাসের ডগার উপর জমে থাকা চিকচিক করা বিন্দু বিন্দু শিশিরের মতন !
আমি আছি তোমার পাশাপাশি
অহর্নিশি ছায়ার মতন !

৫৩১জন ৫৩১জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ