লীলাবতী আপু এবং শুন্য শুন্যালয় আপূদের ভিন দেশীয় দুটি ভিন্ন ভিন্ন উৎসবের ছবি ব্লগ দেখলাম টমেটো এবং ফুলের উৎসবভালই লাগল মন্দ নয় সাথে দু’জনের রসিকতাও দেখলাম আনন্দিত হলাম…….শ্রদ্ধেয় দু’বোনের মতন ছবি তুলতে পারি না আমি,এমন কি কোন দামী DSLR ক্যামেরাও নয় তা ছাড়া ছবি তোলার যে অভিজ্ঞতা লাগে তাও আমার নেই।

প্রকৃতির মায়ায় অন্তরের টানে যখন যেখানে যাই যা ভাল লাগে তাই মোবাইলের ক্যামেরা ক্লিক করি।

-{@শীত লক্ষ্যা নদী ঐ পাড়ে রয়েছে হরিপুর ভাসমান বিদ্যুত কেন্দ্র যা গত ক্ষমতায় আওয়ামিলীগ সরকার বাস্তবায়ন করেছিল।

-{@অপরূপ শীত লক্ষ্যা…..ও নদীরে একটি কথা সূধাই শুধু তোমারে…………..যার নেই ভাঙ্গন নেই কোন তীব্র স্রোত।

-{@হঠাৎ চোখেঁ পড়া উড়ন্ত পাখি……. আমি নীর হারা পাখি আমি…..সন্ধ্যা ঘনিয়ে এলে দল বেধে ঘরে ফেরা।

-{@মন মাঝি তোর বৈঠা নে রে আমি আর বাইতে পারলাম.……চির সবুজ বাংলার স্বরনীয় গান।

-{@ নীল আকাশেরঁ নীচে আমি রাস্তায় চলেছি একা…………………….।

-{@ঐ আকাশকেঁ স্বাক্ষী ঐ বাতাসকে স্বাক্ষী রেখে………………দেখেছি বহু রূপ তোমারি মাঝে।

-{@ শরৎতের আকাশঁ ষড় ঋতুর একটি……শরৎ বাবু খোলা চিঠি দিলাম তোমার….

-{@ঘুম ঘুম রাত জ্বলে জোনাকী……………………………

-{@শরৎতের আকাশেরঁ চমকতা….

 

-{@চিরন্তন বাংলার রূপ……………………………………………………………………….

-{@মন আমার হারিয়ে যেতে নেই মান…..চলো ঘুরে আসি

-{@কত কিছুতো ছিল বলার বলতে পারি না….. চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি…..জনতা সংগ্রাম চলবে……

-{@এই সুন্দর সর্নালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু…………………

-{@আমার সারাটা দিন মেঘলা আকাশঁ বৃষ্টি তোমাকে দিলাম……………………

-{@ও আমার দেশের মাটি তোমার……………………… ১৯৭১ ত্রিশ লক্ষ রক্ত ঝড়া বাংলাদেশ।

-{@ঐ দূর…..দূর দূরান্তে মন মনান্তে শান্ত শান্ত প্রান অশান্ত হয়ে যায়…..

-{@মাঝ রাতে চাদঁ যদি আলো না বিলায়………….

-{@ রূপ দেখে বলবো কি ভাষা খুজেঁ পাই না………

-{@জেগে আছি আমরা…….দেবো না খেতে ধান কোন বর্গীকে এই সবুজ বাংলায়…….আমি এক পাহাড়াদার…..

-{@কি রূপো দেখি আমি বাংলা মায়ের, ভরে যায় নয়ন রূপে  চৈত্রের দুপুরে……

-{@সোনা সোনা সোনা নয়তো খাটি তার চেয়ে খাটি ও ভাই বাংলাদেশের মাটি……..

-{@হও হুসিয়ার যত সব রাজাকার………………..মাগো ভাবনা কেনো….

আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ছবি নিয়ে…………………….

উৎসর্গ:সোনেলা ব্লগের সম্মানীত ব্লগার বন্ধুদের।

 

১৬৬১জন ১৬৬১জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ