সে তো প্রকাশ্যেই আসতো সূর্যকে ঢেকে তার কালোকেশে,
ঘুম জাগাতো পৃথিবীর ক্লান্ত চোখে, জননীর অদৃশ্য মমতায়,
সুমধুর গুঞ্জনে আঁচলে বেঁধে নক্ষত্র নেমে আসতো সচতুর
ক্রমশ উচু হওয়া বিনাশী দেয়াল ডিঙ্গিয়ে,
মখমলের শয্যায় ছলকে দিতে কামনার জল
নামিয়েছিলো অঢেল বৃষ্টি।
কেউ জানতো না এই রাতের কথা, হিংসুটে বাতাস ও না,
শুধু জানতো মিটমিট করে তাকিয়ে থাকা একচোখা তারাগুলো।
কোথায় লুকিয়েছে সে, ভাসিয়েছে তার কোমল দেহ কে জানে!
নাকি সেঁজেছে গ্রন্থকীট, আনকোরা উপমায় খুঁজে পেতে অমিয়তা?
রাত, রোজকার আঁধার দেবী,
এখন আর নেমে আসে না সমুদ্রকে বানিয়ে তার পা’য়ের নূপুর,
স্রোতকে বানিয়ে অতুল ঝংকার,
নেমে আসে না সেই তীর্থের রাত চোখটিপে ধুসর গোধূলিকে।
এখন আর সেই রাত নেই, আছে শুধুই আঁধার।
হারানো রাতের কানের দুল, আঁধার।
২৮টি মন্তব্য
আদিব আদ্নান
রাত দেবীর দেখা পেয়েছেন মনে হচ্ছে । কবিতার মানুষ নই । তাও পড়ার চেষ্টা করি ।
সাবালক
কবিতার মানুষ সে আমিও নই, কিছু লিখতে ইচ্ছে হলে লিখে ফেলি, রাতের দেবী নয়, আঁধারের দেবী, যাকে আমি রাত বলি। দেখা পেয়েছিলাম হয়তো বারকয়েক। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
স্বপ্ন
রাতকে খুঁজে পাওয়া যায়?
সাবালক
কেন তাকে কি খুঁজে পাওয়া যায় না? এখন তো ভয় লাগছে, যদি আর খুঁজে না পাই?
শাদমান সাকিব
রাতের সাথে প্রেম মন্দ নয় । চালিয়ে যাওয়া কঠিন । আগের লেখা থেকে এটিকে ভালই মনে হচ্ছে ।
সাবালক
কঠিনেরে বাসি বড় ভাল। সেটি ছিলো এক যুগ আগের লেখা। ভালো হয়েছে শুনে খুশি হলাম, ভাল থাকুন।
শুন্য শুন্যালয়
বাহ হুট করে শামুকের ভেতর দেখিয়ে দিয়ে আবার ঝুপ করে খোলসে ঢুকে গেলেন? বেশ শক্ত। আগেরটার সাথে মেলাতে পারছিনা আসলে। যদিও ওটা এক যুগ আগের ছিলো।
ভালো লেগেছে অনেক অনেক।
সাবালক
আপনাদের আন্তরিকতায় আমি সত্যি মুগ্ধ হলাম। আগের লেখাটি আমার হাসির খোঁড়াক দেয়, অনেক ধন্যবাদ আপনাকে।
বনলতা সেন
স্বরূপে পাচ্ছি যেন । ঠিক আছে । চালু থাকুক ।
সাবালক
লেখালেখি অনেক কঠিন তাই সবসময় চালানো সম্ভব হয়ে উঠে না, তবে আপনাদের লেখা পড়বো নিয়মিত। ধন্যবাদ।
স্বপ্ন নীলা
অসম্ভব সুন্দরের ছড়াছড়ি কবিতায় — দরুন লেগেছে
সাবালক
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। একটু অনুপ্রেরণা একজন মানুষকে উচ্ছাসিত হতে শেখায়, এই সোনেলা সকল ব্লগারদের মাঝে যে আন্তরিকতার বহিঃপ্রকাশ দেখা যায় তা আর অন্য কোন ব্লগে নেই, আমি গর্বিত এই পরিবারের একজন সদস্য হতে পেরে। অনেক অনেক ভাল থাকুন।
শিশির কনা
কবির হাটে আমি বেমানান, কি মন্তব্য করবো বুঝতে পারছি না। তা ভাই আপনি সাবালক হলেন কবে, মানে কবে বুঝলেন যে আপনি সাবালক ? ঝাতি জানতে চায় 🙂
সাবালক
জাতি দেখি বড়ই বেরসিক, প্রকশ্যে জানতে চায় সব। তবে এখন বলা যাবে না উপরের অনুমতি নিতে হবে, তবে উপরে কে আছেন তা কিন্তু প্রশ্ন করা যাবে না এখন আগেই বলে দিলাম।
ব্লগার সজীব
ঝাতি জানতে চায়, জানাতেই হবে \|/
সাবালক
এভাবে ঝাড়ি দিলে কিন্তু জানিয়ে ফেলবো। এই ব্লগে অনেক মজার মানুষ আছে। খুব সুন্দর।
মিসু
আমিও ঝাতির অংশ। ঝাতি জানতে চায় 🙂
সাবালক
বলে দিব ঠিকই একদিন, কোন একদিন। তবে এই ঝাতির সদস্যদের আগে চিনে নেই!
জিসান শা ইকরাম
কিছুটা হাহাকার কেন ?
শুভ কামনা ।
সাবালক
জানি না দাদা, এ রাত হারাবার আক্ষেপ হতে পারে।
ছাইরাছ হেলাল
খুব সুন্দর । কিন্তু আপনার লেখা আমার চেনা মনে হচ্ছে কেন ?
আর কোথায় লেখেন ?
সাবালক
অনেক ধন্যবাদ দাদা। চেনা মনে হবারতো কথা নয় কারণ আমি আর কোথাও লিখি না এবং লেখা অন্য কোথাও প্রকাশিত হয়েছে বলেও মনে হয় না। যদি মাঝে মাঝে লিখি এখানেই লিখবো, আপনি কিন্তু পড়বেন।
ছাইরাছ হেলাল
হ্যাঁ ,আমিতো পড়ছি ই ।
কিছু শব্দ আমার চেনে , বড়ই চেনা মনে হচ্ছিল তাই এমন বলা ।
সাবালক
শব্দগুলোকে খুব ভালবাসি আমি নিজে, কখনো প্রকাশ করা হয়নি, অন্যকোথাও লিখছি না এবং লিখবো না, কিছুদিন পূর্বে অন্য একটি ব্লগে আমার প্রথম লেখাটি প্রকাশ করার পর মন্তব্য এসেছিল যে আমাকে একটি লেখার পূর্বে অন্তত এক’শ টি লেখা পড়ার প্রয়োজন, শ্রদ্ধাভরে তা কাঁধে নিয়েই আপাতত চলছি, আশা করি আপনাদের সহযোগিতায় এখানে মাঝে মাঝে নিজের কিছু লেখা প্রকাশ করতে পারব।
মিসু
ভালো লিখেছেন ভাইয়া ।
সাবালক
আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য।
ওয়ালিনা চৌধুরী অভি
সাবালকের লেখা তো বেশ ভালোই (y)
সাবালক
আপনার মন্তব্য কিন্তু লেখার চেয়েও অনেক ভাল, ধন্যবাদ দিদি।