রাত

সাবালক ২৫ আগস্ট ২০১৪, সোমবার, ০২:০৯:৩১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

সে তো প্রকাশ্যেই আসতো সূর্যকে ঢেকে তার কালোকেশে,
ঘুম জাগাতো পৃথিবীর ক্লান্ত চোখে, জননীর অদৃশ্য মমতায়,
সুমধুর গুঞ্জনে আঁচলে বেঁধে নক্ষত্র নেমে আসতো সচতুর
ক্রমশ উচু হওয়া বিনাশী দেয়াল ডিঙ্গিয়ে,
মখমলের শয্যায় ছলকে দিতে কামনার জল
নামিয়েছিলো অঢেল বৃষ্টি।
কেউ জানতো না এই রাতের কথা, হিংসুটে বাতাস ও না,
শুধু জানতো মিটমিট করে তাকিয়ে থাকা একচোখা তারাগুলো।

কোথায় লুকিয়েছে সে, ভাসিয়েছে তার কোমল দেহ কে জানে!
নাকি সেঁজেছে গ্রন্থকীট, আনকোরা উপমায় খুঁজে পেতে অমিয়তা?
রাত, রোজকার আঁধার দেবী,
এখন আর নেমে আসে না সমুদ্রকে বানিয়ে তার পা’য়ের নূপুর,
স্রোতকে বানিয়ে অতুল ঝংকার,
নেমে আসে না সেই তীর্থের রাত চোখটিপে ধুসর গোধূলিকে।

এখন আর সেই রাত নেই, আছে শুধুই আঁধার।
হারানো রাতের কানের দুল, আঁধার।

৫২৩জন ৫২৪জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ