বঙ্গ ললনার সাজ

মনির হোসেন মমি ১৮ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ১০:২৬:০৭অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

সুন্দর!খুব মিষ্টি লাগছে তোমায়

সদ্য স্নানে সব রমণীকে সতেজ দেখায়

মুখ গোমড়া করে অন্য দিকে দৃষ্টি প্রিয়ার

কেনো মাতিনি শুধু তাহার প্রশংসায়।

আমার জানের তুমি আমার প্রান

মিথ্যে ভালবেসে লাভ কি তোমার

এতটা বছরে একি!তোমার বিস্বাস

আমিতো দিয়েছিলাম সপে আমার প্রান।

কপাল বেয়ে নুয়ে পড়া চুলের লাউয়ের ডগাটি

মাঝ গালে কাজল কালো তিলক টি

হাসলে গালে টোল পড়ে,বাতাসে কালো লতাটি নড়ে

তখনই আমার শুষ্ক মরু হৃদয়ে জাগে প্রেমের চরটি।

যখনি তুমি সাজবে বলে ড্রেসিং টেবিলে

কত রকম ভঙ্গিতে বার বার আয়নায় দেখো নিজেকে

একলা আমি নিশ্চুপে দাড়িয়ে দেখি সাজবার পদ্ধতি

রূপচ্চার এমন উদাহরন বঙ্গ রমণীর সাজে।

কি দেখছো অমন করে

তোমাকে,সাজহীন তুমি কতটা স্নিগ্ধ অথচ

সাজের বেলায় মাতাল তুমি,একাগ্র চিত্ত্বে

শুরু করো নিজে শেষ করো অন্যের ইচ্ছেতে।

পায়ে আলতায় নুপুরের ঝনঝনানি

পুরুষের হৃদয়ে জাগে প্রেমের কাম-কামিনী

নাকে নাক ফুল পরের ঘরণী হলে

সিথিতে সিদুর টিকলি তোমায় পেলাম বলে।

তুমি অনেক বদলে গেছো

আগে,অফিস যাবার সময় কপালে চুমো দেয়া

হয়তো এখন ভূলে গেছো

ভূলিনি কিছুই,শুধু মেকাপে চুমোতে অনুভূতির মৃত্যু ঘটেছে।

ছবি:

-{@ পোষ্টকৃত সোনেলায় এক জনপ্রিয় ব্লগার বোন হতে চুরি করা

৬৪৩জন ৬৪২জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ