ন’টার গাড়ি

শাহ আলম বাদশা ২৯ জুলাই ২০১৪, মঙ্গলবার, ০৩:১৫:২৭অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

 ন’টার গাড়ি ক’টায় ছাড়ে

দেখতে যদি চাও

ইস্টিশনে যাওনা ছুটে—

জলদি করে যাও।

টিকেট কেটে ঝিমাও বসে

দশটা হলেই পার

ন’টার গাড়ি ছাড়বে তবে

চিন্তা কেনো আর?

নয়টা এবং দশটা থেকে

দু’টাও যদি বাজে—

পৌঁছে তুমি যাবে ঠিকই

বিকেল কিবা সাঝে!!

৪৯১জন ৪৯১জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ