উপহার

মিথুন ২৮ জুলাই ২০১৪, সোমবার, ০১:৪৯:৩০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

আমি যেন চলে এসেছি স্বপ্নঘরে……………
শান্তসবুজ হয়ে একটিবার বসবে তুমি? দেখো চোখে পড়েছি নীল একটি লেন্স।
আমার চতুরতায় তুমি এক আধ হাত দূরে গিয়ে বলবে কি?
ধ্যাত তুমি খুব অচেনা হয়ে গেছো।
আমার বাচালতায়, তুমি অস্থিরতায় থামিয়ে দেবার কৌশলে। উহু, আর নয় বলাবলি।
সারা ঘর জুরে মরিচবাতি জ্বালিয়েছো যেগুলো
আমার অদ্ভুতুরে চিন্তাগুলো
অইখানেই টিপ টিপ জ্বলছে।
তাই বলে হা করে বাতি দেখোনা সারাক্ষন।
চোখ বন্ধ, বেছে নাও। এই দেখো তোমার জন্য কি এনেছি, লাল টুকটুকে লাটিম। তোমার ঈদ উপহার।
হাসছো তুমি? ঘুরতে ঘুরতে একদিন ঠিক তোমার হাতের তালুতে পৌঁছে যাব।

ঈদ মোবারক স্বপ্ন।
ঈদ মোবারক প্রিয় সোনেলা।।

৬৮৫জন ৬৮৫জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ