শেষ সৈনিক

আগুন রঙের শিমুল ৩ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ০২:৩৪:২৮পূর্বাহ্ন গল্প ৩২ মন্তব্য

শেষ সৈনিক টি তৃষ্ণায় খাখা বুক নিয়ে ক্যান্টিনটি উচুঁ করে ধরে।
খটখটে ক্যান্টিন এক ফোটা …. দুফোটা জলবিন্দু গড়িয়ে দিয়ে নীরব হয়ে যায়।

এম্বুশার রা এগিয়ে আসছে……. সংখ্যায় সাতের বেশী, খট করে বাড়ি খায় শুন্য চেম্বারে ফায়ারিং পিন।

কোমড় থেকে টেনে নেয়া রিভলবারের চেম্বার থেকে একটা কার্তুজ খুলে নিয়ে, মুঠোয় পুরে পাশে পরে থাকা সদ্য সাবেক কোম্পানি কমান্ডারের দিকে একবার তাকিয়ে বাকি পাচটি গুলিতে তিনজন এম্বুশার কে সাবেক সৈনিক বানিয়ে দেয় শেষ সৈনিকটি।

মুঠোয় ধরা কার্তুজের দিকে তাকিয়ে মনে করে জি, আইয়ের শিখানো সেই অমোঘ উচ্চার ” every bullet have a name on it….. Son ; always keep the last one written own name “
– এবং ফেলে আসা জীবনের দিকে একবার ফিরে তাকিয়ে চোখ টিপে দিয়ে সেও সাবেক সৈনিক হয়ে যায়।

৫৫৩জন ৫৫৩জন

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ