এড়িয়ে যাবেন না…..
দোকানে যখন কাপড় কিনতে যান, তখন কোনটা কেনেন?
দেশী নাকি পাকিস্তানী?
যুদ্ধাপরাধী নিয়ে অনেক কিছুই লেখা হলো, ফেসবুকেও ঝড় উঠলো… এখন সেটা সমাধানের দিকেই এগুচ্ছে বলেই আশাকরি।
কিন্তু আপনারা কি জানেন পাকিস্তান ও পাকিস্তানের দালালরা এখনো আমাদেরকে ধ্বংসই করে যাচ্ছে ?
বাজার পাকিস্তানী লোন কাপড়ে ছয়লাপ… তাঁতীদের মাথায় হাত।
দেশীয় পোশাক বুটিকের কারখানা গুলো মুখ থুবড়ে পড়েছে। আড়ং সহ কিছু বড় বড় প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলোর অবস্থা মোটেও ভালো না।
আমরা কি আর একবার গর্জে উঠতে পারি না ?
******************************
মুক্তিযুদ্ধের কাহিনী ভুলে গেছেন সবাই ? তখন ইন্ডিয়া / চায়না এসে আমাদের মা বোনের ইজ্জত হরন করেনি, ৩০ লক্ষ শহীদের রক্তের ইতিহাসের জন্য দায়ী পাকিস্তান। ইন্ডিয়া/চায়না না। তাই আমি ব্যক্তিগত ভাবে ঘোর পাকিস্তান বিরোধী।
অন্যদেশের সাথে বানিজ্যিক সম্পর্কের বিরুদ্ধে নই আমি। কারন আমাদের দেশীয় পন্যও বাইরের দেশে রপ্তানি হয়। বোঝাতে পেরেছি?
******************************
আসুন পাকিস্তানী কাপড় সহ সকল পন্যকে না বলি ।
বাঁচলে তাঁতী বাঁচবে বাঙ্গালি ।
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শুধু তাঁত নয় এমন অনেক শিল্প বাঁচাতে আমাদের যে সচেতনতা দরকার
তা আমরা দেখাতে পারিনি । পারব এমন লক্ষণ ও দেখতে পাচ্ছি না ।
ওয়ালিনা চৌধুরী অভি
এটি আসলেই অত্যন্ত হতাশাজনক । আমরা আমাদের দেশের প্রতি দায়িত্বশীল নই ।
ব্লগার সজীব
দেশপ্রেম আছে শুধু কথায় , কাগজে । বাস্তবে নেই । পাকিস্থানি পন্যকে না বলি ।
ওয়ালিনা চৌধুরী অভি
পাকিস্থানি পন্যকে না বলি (y)
সাতকাহন
সহমত
ওয়ালিনা চৌধুরী অভি
সহমত হতেই হবে ।
শুন্য শুন্যালয়
সম্পুর্ন একমত। যেখানে আমাদের দেশিয় কাপড় সারা পৃথিবীতে সুনাম কুড়ায় সেখানে আমরা খুজি পাকিস্তানি পন্য। খুবই দুক্ষজনক। দায়িত্বশীল কি আদৌ হতে পারবো আমরা? মনে হয়না। পাকিস্তানি পন্যকে না আজীবন।
ওয়ালিনা চৌধুরী অভি
পাকিস্তানি পন্যকে না আজীবন (y)
মিথুন
আমাদের কাপড় কিন্তু অনেক উন্নত মানের তবু কেনো পাকিস্তানি খোজে কে জানে? পাকিস্তানি সব পণ্য অবশ্যই বন্ধ করা উচিত।
ওয়ালিনা চৌধুরী অভি
পাকিস্তানি সব পণ্য অবশ্যই বন্ধ করা উচিত (y)
বনলতা সেন
দেশকে মনে প্রাণে ভালো না বাসলে কিছুতেই কিছু হবে না ।
লিখতে থাকুন নিয়মিত ।
ওয়ালিনা চৌধুরী অভি
দেশ প্রেম জাগে না পাব্লিকের , লিখেই যাচ্ছি ।
আদিব আদ্নান
পাকিস্তানী কাপড় সহ সকল পন্যকে না , অবশ্যই না বলতে হবে ।
এর সাথে আরও অনেক না বলতে হবে ।
ওয়ালিনা চৌধুরী অভি
পাকিস্তানী কাপড় সহ সকল পন্যকে না , অবশ্যই না বলতে হবে (y)
সঞ্জয় কুমার
পাকিস্তান কে সব সময় ঘৃণা করি মৃত্যুর আগের দিন পর্যন্ত করব
ওয়ালিনা চৌধুরী অভি
সেটাই করতে হবে ।
জিসান শা ইকরাম
” বাঁচলে তাঁতী বাঁচবে বাঙ্গালি । পাকিস্তানী কাপড় সহ সকল পন্যকে না বলি ”
এরা আমাদের জাত শত্রু
এদের কোন পন্য ক্রয় করিনা আমি ।
সচেতন হতে হবে এদের সম্পর্কে ।
ওয়ালিনা চৌধুরী অভি
বাংগালীর পাকি প্রেম খুব বৃদ্ধি পেয়েছে আব্বা । ক্রিকেটে দেখা যায় ।
আগুন রঙের শিমুল
অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানকার ম্যাক্সিমাম বড় বড় মল গুলোতে যেমন এইচ এন্ড এম , কয়েন, কালারস অফ বেনেটন বেশীরভাগ পন্য মেড ইন বাংলাদেশ এবং দামও বেশ চড়া। আর বাংলাদেশ সয়লাব পাকিস্তানি থ্রীপিস আর পাঞ্জাবী লেহেঙ্গায় ,সো স্যাড।
সচেতনতা আসলে রুট লেভেল থেকে না আসলে এর সমাধান হবেনা।
আমি বা আমার ফ্যামিলির কেউ জেনেশুনে পাকি প্রোডাক্ট কিনবে না।
ওয়ালিনা চৌধুরী অভি
আমাদের দেশের প্রডাক্ট গুনে মানে অনেক ভালো । কিছু কাজ করি আমি জামা কাপড়ের । অভিজ্ঞতা থেকেই বুঝেছি এটা । অথচ আমাদের একপাল পাকি প্রেমি পাকি কাপড় কিনবেই ।
কৃন্তনিকা
সম্পূর্ণ সহমত আপনার সঙ্গে… (y) (y) (y)
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ আপনাকে ।
সিনথিয়া খোন্দকার
মনের কথাগুলো বলেছেন। পাকিস্তানী লন বলে যে কাপড়গুলো বিক্রি হয়, পরিচিত অনেককে পড়তে দেখেছি।
এতো নিন্মমানের কাপড় আর সস্তার তিন অবস্থা টাইপের পণ্য আদৌ পাকি রা নিজেরাই ব্যাবহার করে কিনা সন্দেহ।
ওখানে হয়তো আমাদের দেশের হাভাতে পাকিপ্রেমীদের জন্যই এই নিকৃষ্ট জাতের জিনিস তৈরি হয় ( দশ বারো হাজার টাকা দামের ভারী কাজ করা কিছু আছে সেগুলো বাদে) আর দেদারছে বিক্রয় হয় এখানে।
পাকিস্তানি কাপড়গুলো পড়া বাঙ্গালী মেয়েদের দেখলেই চোখে ভেসে উঠে সিনেমায় দেখা পাক হায়নার মুখ। আর লন ব্যাবসায়ী পাকিস্তানী লোকের তেলতেলে বিদ্রুপের হাসি। পাকিস্তানীদের দেয়া “ভুখা নাঙ্গা বাঙ্গাল” খেতাবটা মনে করেই সেই গা গুলিয়ে আসা হাসি হাসে তারা।
ওয়ালিনা চৌধুরী অভি
‘ পাকিস্তানি কাপড়গুলো পড়া বাঙ্গালী মেয়েদের দেখলেই চোখে ভেসে উঠে সিনেমায় দেখা পাক হায়নার মুখ। আর লন ব্যাবসায়ী পাকিস্তানী লোকের তেলতেলে বিদ্রুপের হাসি। পাকিস্তানীদের দেয়া “ভুখা নাঙ্গা বাঙ্গাল” খেতাবটা মনে করেই সেই গা গুলিয়ে আসা হাসি হাসে তারা। ‘ ……….. ঠিক বলেছেন আপু (y) (y) কষ্ট লাগে এমন পাক প্রেম দেখলে ।