শিশির

এজহারুল এইচ শেখ ২২ জানুয়ারি ২০১৩, মঙ্গলবার, ১০:০৫:৪৮অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

ভোরের গালে গড়িয়ে গড়িয়ে আমার ভোর বয়ে যায়,
মেঠো পথে আমি, তোমার চোখে
একবার চোখ ডুবিয়ে কচি পাতার ভাবনাগুলো সাঁতারে ছিল,কিন্তু পারিনি!
মাটি তাকিয়ে থাকে আমার ভেজা মুখ
চোখে ভেজে সারা বিকেল, ভেজে অজর চারাগাছ!
জোৎস্নার জিভে ভিজেছি আমি,ভেজে আমার পথ!

তুমি জানো! আকাশ জানে, ঝরনা জানে, বাতাসও জানে!জানে সবাই!
ভাবতে ভাবতে জলে বয়ে যায় দিন, মাস, জীবন, কাল!

@বাড়ি,
সময়-৪ঃ১৭ বিকেল
তারিখ-২২/০১/১৩

৬০২জন ৬০৩জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ