না দিয়ে পারি বল
কানে বাজে আজও
তোমার শেষ কথাটা,
ছোট গল্পের মত
হইয়াও যেন হইল না শেষ
তোমার আমার প্রেম পর্বটা।
আমাদের সম্পর্কটা, শেষ করতে চেয়ে
বলা তোমার শেষ বাক্যটা —- আমায় মুক্তি দাও।
দিলে আঘাত নিয়ে, আহত অভিমানে
অবাক চোখে দেখছিলাম
তোমার পানে চেয়ে চেয়ে।
সত্যি না মিথ্যে বলে
আমায় দিচ্ছ তোমাকে হারানোর
ভয়ে ভিত করে।
আশ্চর্য হয়ে
যখন আমায় আমি খুজলাম
তোমার গভির দু চোখে,
দেখলাম অন্য এক কায়া
এত দিন যা ছিল আমারই ছায়া।
তাই তখন,
কষ্ট চেপে হাসি মুখে
প্রেমিক অধিকার দিলাম
আমি ছেড়ে।
এই—— ছোট্ট
শেষ একটা চাওয়া
চেয়েছ তুমি আমারই কাছে,
আমি কি তোমায় ফেরাতে পারি
বল খালি হাতে।
২টি মন্তব্য
স্বপ্ন নীলা
ভাল লিখেছেন ——– আরো লিখুন দুহাত খুলে——–
শুভকামনা সব সময়
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন।