হন্ডুরাসের জনগন এত্ত ভালো!!!সত্যিই তাদের সরলতা আর অতিথেয়তায় আমি মুগ্ধ।
সারা ফেসবুক যখন আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে মক্ত। গ্রুপ,পেজ ইভেন আইডি পর্যন্ত খোলা নিয়ে ব্যাস্ত ঠিক তখন মজা করে খোলা একটি ইভেন্ট “আমরা হন্ডুরাসের পাগলা সাপোর্টার”। আর এই ইভেন্ট নেটে সার্চ দিয়ে হন্ডুরাসের জনগন বের করেছে। সবচাইতে বড় কথা হচ্ছে তারা Google translator ব্যবহার করে বাংলা ভাষায় পোষ্ট দিয়ে আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে..
এর ফলে বাংলা ভাষাটাও পৃথিবীর বুকে একটু যায়গা করে নিয়েছে । বাংলাদেশের অস্তিত্ব দূর একদেশের লোকদের জানান দিয়েছে…
আর্জেন্টিনা বা ব্রাজিল তো বোধ হয় আমাদের দেশের নামটাও জানে না আর সেখানে হন্ডুরাসের জনগন বাংলাভাষা ব্যবহার করেছে । এর চাইতে আর বেশি আর কি চাই???
হারুক জিতুক আজ থেকে হন্ডুরাসের পূর্ন সমর্থন রইলো। তবে একজন বাংলাদেশী হিসাবে চাই আমরাও একদিন নেটে সার্চ দিয়ে দেখবো বাংলাদেশের ফুটবল সাপোর্ট করছে দূর একদেশ যার নাম হয়তো আমাদের জানা নেই…
আমরাও তাদের ধন্যবাদ দিতে যাবো..
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
একজন বাংলাদেশী হিসাবে আমরা অবশ্যই এমন চাই ।
আমাদের মন্তব্যের উত্তর ও চাই ।
আমি ইপসিতা বলছি
এটা আমাদের দুইদেশের সেতুবন্ধনও বটে 🙂
জিসান শা ইকরাম
বাহ! আমাদের প্রতি সন্মান প্রদর্শনে গর্বিত হলাম। ধন্যবাদ হন্ডুরাসের জনগন।
তোমার চাওয়া এনো পুর্ন হয়।
শুন্য শুন্যালয়
৩ চিয়ার্স ফর হন্ডূরাস… এখন থেকে তোমাকে একনাম্বারে সাপোর্ট 🙂
আমি ইপসিতা বলছি
জি দাদা…আপনি যদি ইভেন্টটা দেখতেন!তারা অনেক ভালো..অনেক
আমি ইপসিতা বলছি
শুন্যালয়দা হন্ডুরাস এখন একটি ভালোবাসার দল।আমার আপনার সবার 🙂
খসড়া
চমতকার।
ফাঈলাসূফ
সত্যই অবাক করলো হন্ডুরাসের মানুষ। আজকে একজন দেখলাম পোস্ট দিয়েছে নেক্সট ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কে সাপোর্ট দিবে ওরা 🙂
মিসু
হন্ডুরাসের মানুষের সারল্য ছুঁয়ে গেছে
আমি ইপসিতা বলছি
🙂