হন্ডুরাসের জনগন এত্ত ভালো!!!সত্যিই তাদের সরলতা আর অতিথেয়তায় আমি মুগ্ধ।

সারা ফেসবুক যখন আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে মক্ত। গ্রুপ,পেজ ইভেন আইডি পর্যন্ত খোলা নিয়ে ব্যাস্ত ঠিক তখন মজা করে খোলা একটি ইভেন্ট “আমরা হন্ডুরাসের পাগলা সাপোর্টার”। আর এই ইভেন্ট নেটে সার্চ দিয়ে হন্ডুরাসের জনগন বের করেছে। সবচাইতে বড় কথা হচ্ছে তারা Google translator ব্যবহার করে বাংলা ভাষায় পোষ্ট দিয়ে আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে..
এর ফলে বাংলা ভাষাটাও পৃথিবীর বুকে একটু যায়গা করে নিয়েছে । বাংলাদেশের অস্তিত্ব দূর একদেশের লোকদের জানান দিয়েছে…

আর্জেন্টিনা বা ব্রাজিল তো বোধ হয় আমাদের দেশের নামটাও জানে না আর সেখানে হন্ডুরাসের জনগন বাংলাভাষা ব্যবহার করেছে । এর চাইতে আর বেশি আর কি চাই???

হারুক জিতুক আজ থেকে হন্ডুরাসের পূর্ন সমর্থন রইলো। তবে একজন বাংলাদেশী হিসাবে চাই আমরাও একদিন নেটে সার্চ দিয়ে দেখবো বাংলাদেশের ফুটবল সাপোর্ট করছে দূর একদেশ যার নাম হয়তো আমাদের জানা নেই…
আমরাও তাদের ধন্যবাদ দিতে যাবো..

৫৪৭জন ৫৪৭জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ