আমি নাস্তিক !
কখনো কি কোন নাস্তিককে এই কথা বলতে শুনেছেন?
আমি চোর !
কখনো কি কোন চোরকে এই কথা বলতে শুনেছেন?
তাহলে বুঝবেন কিভাবে; কে নাস্তিক কে চোর?
তাদের কর্মকাণ্ডই বলে দিবে কে নাস্তিক কে চোর।
তবে মনে রাখবেন…
কিছু কিছু নাস্তিক আছে ছুপা “হিন্দু”
তবে কারো সম্পর্কে না জেনে শুনে কাউকে নাস্তিক বলা ঠিক না।
কাউকে নাস্তিক বলতে হলে, অবশ্যই আপনাকে তার কাজ,কথা ইত্যাদি দেখে কনফার্ম হতে হবে যে সে নাস্তিক কিনা।
যেমন ফেবুতে সনদপ্রাপ্ত দুজন নাস্তিকের নাম আমি বলে দিচ্ছিঃ
১/ আসিফ মহিউদ্দীন (Followed by 25,000 people)
২/ সাদিয়া সুমি উজ্জা (Followed by 13,070 people)
এখন আমার প্রশ্ন হল;
এই নাস্তিকদের যারা ফলো করছে তাদেরকে কি বলবেন?
আরেকটা অবাক করা বিষয়;
“আসিফ মহিউদ্দীন” এর নারী দিবসে নারীকে নিয়ে ইসলাম বিরোধী স্ট্যাটাস, যেখানে পবিত্র কোরআন শরীফ এর সরাসরি অপব্যাখ্যা করা হয়েছে, সেই স্ট্যাটাস শেয়ার করেছে ৯৮ জন, লাইক দিয়েছে ৫০৫ জন।
লিঙ্কঃ https://www.facebook.com/atheist.asif/posts/647398601974238?stream_ref=10
এখন আমার প্রশ্ন হল;
এই নাস্তিকদের স্ট্যাটাস যারা লাইক ও শেয়ার করে তাদেরকে কি বলবেন?
আপনাদের কাছে উত্তর জানতে চাই !???
১০টি মন্তব্য
মা মাটি দেশ
আস্তিকতা এবং নাস্তিক এটাকে জীবনের সাথে না জড়ানোই ভালো।কারন জীবন আমার আমি যে ভাবে চালাব সে ভাবে চলবে এখানে কারো কিছু বলার নেই আর যারা ইচ্ছাকৃত ভাবে নাস্তিক হন এবং তাদের অনুসারীরাও আমার মতে ধর্মদ্রোহী।
ব্লগার রাজু
হা ভাই, আপনি ঠিক বলেছেন 🙂
এই মেঘ এই রোদ্দুর
এই লেখাগুলো কই জানি পড়লাম
ব্লগার রাজু
আরো ৬ টা ব্লগে পড়েছেন, ফেবুর বিভিন্ন পেইজে পড়েছেন, লিখাগুলো আমার নিজের 🙂
সনেট
কারো আস্তিকতা বা নাস্তিকতা তার নিজের একান্ত ব্যক্তিগত ব্যপার।।। এ ব্যপারে কারো হস্তক্ষেপ মোটেও কাম্য নয়।। কিন্তু কেউ এই ব্যপার খারাপ ভাবে ছড়ালে সেটাই খারাপ হয়ে যায়।। আমি নাস্তিকদের অপছন্দ করিনা। করি তাদের যারা নাস্তিকতা ছড়ানোর জন্য বিভিন্ন অপপ্রচার চালায়
ব্লগার রাজু
আপনি যদি মুসলমান হন, তাহলে আপনি কখনোই নাস্তিকতাকে সাপোর্ট করতে পারবেন না। তাহলে আপনার ঈমান থাকবে না। নাস্তিকরা কোন ধর্মে বিশ্বাসী না, তারা প্রতিটি ধর্মের নামে অপব্যাখ্যা চালায়, আপনার প্রমান লাগলে ফেবুতে আসেন, আমি আপনাকে প্রমান করে দিব 🙂
খসড়া
আমি আমিই, নাস্তিকও বিশ্বাস করে ঈশ্বর নেই। তার মানেই তার না এ বিশ্বাস। 🙂
ব্লগার রাজু
আপনার মন্তব্য টা বুঝলাম না ভাই 🙂
প্রহেলিকা
কি আর বলব ভাই নাস্তিক বলবো। তবে ভাই আমি এসব নিয়ে কেন জানি কথা বলতে চাই না কারণ নাস্তিক আস্তিক যেই হোক সবার উচিত নিজর ধর্মকে অনুসরণ করা অন্য ধর্ম নিয়ে মাথা না ঘামানো এবং অন্যের ধর্ম দিনতে কোনো কটুক্তি না করার। যাইহোক আপনি একটি কবিতা পোষ্ট করবেন বলেছিলেন কিন্তু করলেন না যে ?
ব্লগার রাজু
জি ভাইয়া, আমিও কথা বলতে চাই না। কিন্তু আমার ধর্ম ইসলাম কে নিয়ে কেউ বাজে কিছু লিখলে আমি ছেড়ে কথা বলব না। করেছি ভাইয়া… (3 (y) -{@