ভাবছি আর ভাবছি ……
ভাব্বনা আর কিছুতেই– এমনই ভাবছি ;
তবুও ভাবছি – ঘুমাব আরও – ঘুমঘোরে বা ঘোরঘুমে
জেগে উঠব না – উঠলেও জেগে জেগেই ঘুমাব,
তবুও ঘুমাব সকাল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা থেকে সকাল অবধি ।
হঠাৎ ই পায়ে মোক্ষম সুড়সুড়ি
সকাল বলে – ‘সুপ্রভাত তোমাকে’
কী আর করা , বিদায় – হে আমার সুখ সুখ ঘুম–
দেখা হবে আবারও কোন মধুক্ষনে ।
১১টি মন্তব্য
লীলাবতী
কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি আরেকটা নতুন সকাল দেখবার সুযোগ করে দেয়ার জন্য।
শুভসকাল।
আদিব আদ্নান
অবশ্যই কৃতজ্ঞতা ঘুম ভাঙ্গা এমন সকালের জন্য ।
প্রভাত শুভেচ্ছা আপনাকেও ।
জিসান শা ইকরাম
বেশি ঘুম ভালো না
কত আর ঘুমাবো ?
ঘুমাতে ঘুমাতে ক্লান্ত
শুভ সকাল …
আদিব আদ্নান
হা হা ……কিন্তু ঘুমই চুড়ান্ত সত্য ।
শিশির কনা
শুভ সকাল 🙂
আদিব আদ্নান
আপনাকেও শভ সকাল ।
প্রজন্ম ৭১
আমিও তো ঊঠে জেগেজেগে ঘুমাই 😛 শুভ সকাল ।
আদিব আদ্নান
জেগে জেগে ঘুমানো ও একটি ঘুম , অতএব এটাও চালু রাখা যেতে পারে ।
যাযাবর
আপনার এমন লেখা মিস করি আজকাল ।
আদিব আদ্নান
এখন থেকে আর যেন মিস না হয় ।
সুরাইয়া পারভীন
আর একটি নতুন সকাল সবার কপালে জোটে না
ঘুমঘোর/ঘোরঘুম উঠুন