নাজিফাহ তুমি চাইলেই বন্ধ হয়ে যাবে
এই দু’চোখের নিঃসঙ্গ বেগুনি জলপ্রপাত
সাত রঙের কষ্ট আমার মুছে গেলে
তুলনাহীন জোছনায় রাঙ্গাবো নিঝুম রাত ।
রাতের আকাশ তোমারই তুলনা
মনে করো রাঙা নবান্নের স্বপ্নসাজ
মিশে আছো তুমি দৃষ্টির সীমানাজুড়ে
নিয়ে লুব্ধক নক্ষত্রের কারুকাজ ।
তুমি চাইলেই তোমার চলার পথগুলো
জোছনায় মুড়ে দেবো – প্রিয় শব্দের তীরে
তুমি আমার চোখ দিয়ে মহাকাশ দেখো
অনন্ত নক্ষত্রবীথি জ্বলছে তোমাকে ঘিরে
তোমার অধরে দূর পরবাসে বৃষ্টি উৎসব
তোমার হাসিতে ক্লিওপেট্রা বাজায় আধারি নূপুর
তোমার অভিমানে নিভে যায় জোনাক তারা
রাতগুলোর তিমির ক্রন্দনে হয় উদাসী দুপুর ।
আমি একটা মেয়েকে চিনি । সেদিন বৃষ্টি হচ্ছে , আমি বেল্কনিতে দাঁড়িয়ে আছি , বারান্দায় ছাদ নেই , উপরে বজ্রপাত হচ্ছে , বৃষ্টি পড়ছে গায়ে । আমি ভয়হীন রাস্তার দিকে তাকিয়ে আছি । পরের দিন একটি মেয়েকে দেখলাম , আমার হাত পা বুক কেঁপে কেঁপে জমে গেলো । বজ্রপাতে ভয় পাইনি , একটা মেয়ে আমাকে ভয়ের আলোড়ন তুলে গেলো । ব্যাপারটার ব্যাখ্যা কি কেউ দিতে পারবে ? আমার ক্ষণিকের জন্য মনে হল – ঐতো নাজিফাহ্ গোধূলি বেলায় হাঁটছে প্রতিমার মতো শরীর নিয়ে ঝিরিঝিরি বৃষ্টিতে , অগোছালো দৃষ্টিতে । তখনই মাথায় কবিতার লাইন ঘুরতে শুরু করলো । কবিতাটা আগামীকাল পোস্ট দেবো । এখন অন্যকিছু দেই –
Under the wide and starry sky
dig my Grave and let me lie
glad did I live and gladly die
And I laid me down with a will.
প্রিন্স মাহমুদ
১০/২৩/২০১৩
১৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
কবি কবিতার মধ্যে বন্দী হয়ে যাচ্ছে 🙂 এতো সুন্দর করে কেমন করে লেখেন প্রিন্স ভাই ?
প্রিন্স মাহমুদ
প্রথমে চাই সুন্দর একটি কীবোর্ড । তারপর টাইপ করা শুরু করুন 😀
শুন্য শুন্যালয়
হা হা হা… কীবোর্ডে আমার হাতের লেখা ভালো হয়না… 🙂
আদিব আদ্নান
নাজিফাহ ভালই আছড় করেছে বলে মনে হচ্ছে ।
পরেরটির অপেক্ষায় আছি ।
প্রিন্স মাহমুদ
শুভেচ্ছা
জিসান শা ইকরাম
খুব আকাঙ্ক্ষিত স্বপ্নের কাউকে দেখলে এমন বোধ হতে পারে
কল্পনার কাউকে বাস্তবে দেখলেও ভয় পেতে পারে মানুষ ।
নাজিফাহকে নিয়ে স্বপ্ন রচিত হোক আরো ।
প্রিন্স মাহমুদ
🙂 শুভেচ্ছা
স্বপ্ন
নাজিফাহ ওহ! অসাধারণ ।
প্রিন্স মাহমুদ
🙂 কিছু বলার নেই
নীহারিকা
দারুন!!
প্রিন্স মাহমুদ
আপনাকে ধন্যবাদ ।
লীলাবতী
নাজিয়াহ এর তো অনেক পাউয়ার 🙂 , মুগ্ধ হলাম ভাইয়া ।
প্রিন্স মাহমুদ
ধুর ! এখন থেকে তোমার নামে লিখুম
খসড়া
নি:সঙ্গ বেগুনী, সাত রঙ কষ্ট, রঙ্গিন জোৎস্না,রাঙ্গা নবান্ন,লুদ্ধক নক্ষত্র দারুন 🙂 উপমা। ভাল থাকুন।