দীর্ঘ একমাস পর,
হুম দীর্ঘ, তোমার কাছে না হোক আমার কাছে,
তবু চোখ তুলে চাওয়া গেলনা আমার দিকে,
না, এতোটা বিচ্ছিরি নই যে আমাকে এক নজর দেখতে ইচ্ছে হলনা,
আসলে ভালবাসায় কমতি ছিল…
যতটুকু ভালোবাসা হলে হাতটা বাড়িয়ে নিয়ে ধরে রাখা যায়,
অনেক যত্নে কেনা গিফটটা খুলে দ্যাখা যায়,
কিংবা একটু কাছাকাছি থাকা যায়,
অতটা ভালোবাসা নেই তোমার কাছে আমার জন্য…
যদি থাকতো, তাহলে ঠিক দেখতে_
কতটা বদলে গেছি আমি,
অথবা, ফিরে এসে দেখতে, আমি কীভাবে কাঁদতে কাঁদতে চলে গেছি…
আমরা মানুষগুলো খুব বোকা,
বেছে বেছে তাদেরকেই ভালোবাসি যারা কখনই সেটা বুঝবেনা,
কিংবা প্রয়োজন নেই বোঝার………
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
আবেগি লেখা ভালো লেগেছে —
কান্নাকাটি ভালো না
হয়ত তাঁর কোন সীমাবদ্ধতা আছে
একদিন বা কিছুদিনের অবস্থা থেকে তাঁকে বিচার করা কি উচিৎ ?
দিলরুবা মুন
ইচ্ছে করে যে হারিয়ে যায়, তাকে পরখ করার তো কিছু নেই?
আপনি জানেন সেটা…
প্রিন্স মাহমুদ
ভালো লেগেছে
দিলরুবা মুন
আমার খুব কষ্ট হয়েছিলো…
আদিব আদ্নান
বেশ গুছিয়ে লিখছেন আবেগ নিয়ে।
ভাল হয়েছে ।
দিলরুবা মুন
গুছিয়ে লিখতে পেরেছি কিনা জানিনা, যেভাবে ভেবেছি ওভাবেই লিখা…
শুন্য শুন্যালয়
আমরা এতোটাই বোকা যে বুঝেও চালাক হতে চেষ্টা করিনা … ভালো লেগেছে লেখা…
দিলরুবা মুন
হয়তো পৃথিবীর নিয়ম এটাই 🙁
খসড়া
তার কোন নাম নেই। এই কষ্টের কোন বর্ন নেই।
দিলরুবা মুন
ঠিক বলেছেন 🙁