সুন্দরী তাই!

শাহানা আফরিন স্বর্ণা ১৮ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ০১:০৮:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য

আমি সুন্দরীতমা!
সুন্দর আমার চলা সুন্দর আমার বলা।

আমি সেই দেবদাসের অভিমানী পারবতী
আমায় মমতাময়ী চন্দ্র ও বলতে পার
যত ভাবে সংগা দাও তুমি সৌন্দর্যের
আমি সেই!

বাবা কখনো হাত ছেড়ে দেয় না আমায় চলার পথে!
তোমাদের মত ঘুরে বেরানো হয় না আমার কখনো।
আমি সুন্দরী! আমি বন্দী!

কারও সাথে মিশতে আমার কড়া বাড়ন মায়ের।
বলে তুই সবাইকে বিশ্বাস করিস! তুই অবুঝ।
আমি বুঝি আমি বন্দী।

হাতে হাতে গলায় গলায় মিল
সে আমার সখী
সুখে সুখী  দুখে দুখী  জলে জল কত ছল!
সখীর জীবনে ছিল যে মহামানব,
তাদের কতই না ভালবাসাবাসি!
গেলাম একদদিন আমি তাদের সাথে হয়ে প্রণয়ের প্রত্যক্ষী,
তারপর থেকে আমায় ই নাকি ভালবাসে মহামানব দিল কাপুরুষতার সাক্ষী।
এমনি করে যত করেছি দিন পার,
এভাবেই হারিয়েছি কত সখী
আমি  জানি আমি দোষী
আমি সুন্দরী আমি দোষী।

কত বন্ধুত্ব আবার এল গেল
যাকেই দিয়েছি অধিকার
করেছে সদব্যবহার।
বিশ্বাস করেছি যাকেই বন্ধু ভেবে
ভুল সব ছল
আমার রুপের কারণেই ছিল যে বন্ধুত্ব।
এভাবে কত আপন হারিয়ে আমি আজ একা পথ চলি।
সুন্দরী!

সখী আমায় বলে তুই দুশ্চরিত্রা,
আমি নাকি ছল করে কেড়ে নেই তাদের সুখ।
দিদি বলে আমি ই নাকি বন্ধুত্বের নাম করে করেছি ছলনা সবার সাথে।

চোখে চোখে নিজের জন্যে  এত আগুন
আর সহ্য হয় না
বল না কি দোষে!?
ঐ যে সবচেয়ে ভাল মেয়েটাও আমার থেকে দূরে দূরে যে থাকে।
বলে নি কখনো তবে আমি বুঝি।
কি জন্যে এই সরে যাওয়া।
কত মানুষের সুপারিশ কত নোংরা প্রস্তাব
সবই যে তোকে সহ্য করতে হত।
তাই তুই আজ দূরে দূরে থাকিস।
কি দোষ তোর !!!
কিছুনা তাই।
কি দোষ আমার ?
আমি সুন্দরী তাই।

ওরা ভাবে আমার কি দুঃখ আর
আমি এত সুন্দর
চোখগুলো সব আমার দিকে
ভাবে, কি লাগে আর চলতে পথে
সবসময় মাথা উচু করে
পা পরে না মাটিতে আমার
অহংকারে আমার মাথা নোয় না
সুখের সাগরে ভাসি বলে আমি।
এই ভেবে কত আপন চলে গেছে আমার সরে দূরে।
বোঝ কি কত দূঃখ থাকতে পারে একটা আমার জীবনে ?

সবখানে কেন আমায় নিয়ে কবিতা থেকে গল্প থেকে  উপন্যাস হয়ে যায়।
এখানে যেও না সেখানে যেও না
যাই না তো আমি
বন্দী  থাকি
শেকল ছাড়া কড়া পরে থাকি।
তবু গল্পের নাইকা আমি
ভাল মানুষের চোখে ভিলেন আমি
খারাপের চোখে মনোরঞ্জন আমি
কি দোষ আমার
সুন্দরী আমি!!!

৯৬৬জন ৯৬৫জন
0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ