
১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলি দিয়ে এমন একটি জাদুবর্গ তৈরি করা হয় যার যেকোনো কলাম বা সারির সংখ্যা তিনটির যোগফল হয় ১৫। এই জাদু বর্গটি দেখেনি এমন লোক খুঁজে পাওয়া ভার। আর আমরা অনেকেই হয়তো বার বার চেষ্টা করেছি এটি মিলাতে। কেউ কেউ সফল হয়েছি, কেউ বা হইনি। যারা সফল হয়েছেন তাদের জানাই অভিনন্দন। আর যারা সফল হননি তাদের জন্য এই টপিক। একবার শুধু চোখ বুলিয়ে যান, দেখবেন আর কখনো ভুলবেননা এই নিয়ম। তাহলে নিচের ছবিগুলিতে দেখুন এবার, কি করে তৈরি করবেন ৩x৩ এর জাদুবর্গ।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
তৈরি হয়ে গেলো আপনার ৩x৩ এর জাদুবর্গ। এই একটা জাদুবর্গ ব্যবহার করে আপনি আরো আনেকগুলি জাদুবর্গ তৈরি করতে পারবেন। এবার দেখুন কিভাব তৈরি করবেন আরো জাদু বর্গ।
১২।
১৩।
একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, কলাম আর সারি চেঞ্চ করার পরে কোনাকুনি যোগফল ১৫ হয়নি। কোনাকুনি ১৫ মেলানোটাও খুব কঠিন কিছু না।
তার জন্য মাঝখানেরটা ঠিক রেখে দুইপাশের কলাম বা সারি বারবার চেঞ্চ করতে হবে।
আশাকরি ৩x৩ এর জাদুবর্গ তৈরি করতে আপনাদের আর কারো কোনো সমস্যা হবে না।
আজ এখানে দেখলেন কি করে তৈরি করতে হয় ৩x৩ এর জাদুবর্গ। আগামিতে আরো বড় জাদুবর্গ তৈরির কৌশল নিয়ে হাজির হবো। ততো দিন ভালো থাকবেন সকলে।
২২টি মন্তব্য
অরণ্য
“যারা সফল হয়েছেন তাদের জানাই অভিনন্দন। আর যারা সফল হননি তাদের জন্য এই টপিক। ” 😀
দারুন!
আরেকটা ব্যাপার আছে মনে হলো… ABC, BCA অরিয়েন্টেশন বা অর্ডার।
মাথায় নিলাম “আপ রাইট কর্নার”, ABC – BCA, যদি না হয় তাহলে বাবা তলায় যাও। 😀
দারুন।
(y) (y)
মরুভূমির জলদস্যু
শেষের অংশতো অামার মাথার উপর দিয়ে গেল!
আবু খায়ের আনিছ
প্রথম পদ্ধতিটাই জানা ছিল, বাকিগুলো না। ম্যাথ এর ম্যাজিক চলুন।
মরুভূমির জলদস্যু
চলুন
ড্রথি চৌধুরী
আমি একজন ম্যাথ টিচার খুজতেছি 😀
মরুভূমির জলদস্যু
পরীক্ষায় ভারতীয় গণিতবিদদের বিখ্যাত অাবিস্কার পেতে চাইলে অমার সাথে যোগাযোগ করেন।
তানজির খান
বাহ ভাল কিছু শিখলাম। ধন্যবাদ
মরুভূমির জলদস্যু
স্বাগতম অার অভিনন্দন অাপনাকে।
নীতেশ বড়ুয়া
অংকে বরাবরি ফেল্টুস ছাত্র আমি আর এখন এই দেখে আমার মাথা ৩x৩ নয়-ছয় হয়ে ঘুরান্টিস দিতাসে… আরো দিন এমন, ঘুরান্টিস হতে হতে এক সময় ঠিক হয়ে যাবে নিশ্চিত 😀
মরুভূমির জলদস্যু
এইটাতো গণিত না দাদা মজার গণিত। একটা ফ্রী বুদ্ধি দেই মাথা যে দিকে ঘুরা শুরু করবে অাপনি তার উলটা দিকে ঘুরা শুরু করে দিবেন। :p
নীতেশ বড়ুয়া
অ্যাঁ!! এমন জবাবে তো মাথা আবারো ঘুরান্টিস!!! :p তবে হাসতে হাসতে ঘুরান্টিস :D)
সত্যিই মজা করেই লিখেছেন এমন কঠিন বিভাগ নিয়ে… আরো চাই, আরো 😀
মরুভূমির জলদস্যু
মজার গণিতের বিশাল সংগ্রহ আছে আমার। অপেক্ষায় থাকেন।
নীতেশ বড়ুয়া
\|/ আছি অপেক্ষায় \|/
মরুভূমির জলদস্যু
এই একই জিনিস তৈরির আরো একটা কৈশল আছে। পরের পর্বে সেই কৈশল শেখাব।
লীলাবতী
দারুনতো,শিখলাম।ধন্যবাদ আপনাকে।
মরুভূমির জলদস্যু
এখন মনে থাকলেই হয় :p
অরুনি মায়া
বাপরে ;? ^:^
মরুভূমির জলদস্যু
এইটা কিন্তু খুব সহজ
অপার্থিব
ভাল লাগলো পোষ্ট। পরের পর্বের অপেক্ষায়…
মরুভূমির জলদস্যু
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আসছে পরের পর্ব।
নীলাঞ্জনা নীলা
অনেক মজা পেলাম। একসময় গণিতের ম্যাজিক করতো আমার দাদু। সেই কবেকার কথা! এখন মাথা কাজ করেনা। খালি ঘুরায় ^:^ 😀 :D)
মরুভূমির জলদস্যু
৫ নাম্বার মন্তবে এর সমাধান দেয়া আছে।