
১৯৯৩ এর এই দিনে আমার জন্ম হয়েছিল। যতটুকু মনেপড়ে বাবা মা কোনোদিন আমার জন্মদিন পালন করেননি। মোটকথা দুবেলা দুমুঠো ভাতের জন্য যুদ্ধ করতে করতেই যেখানে হাপিত্যেশ, সেখানে আমার জন্মদিন পালন করার মত পরিবেশ বা বিলাসিতা করে সময় নষ্ট করার মত কোনোদিন বাবা মা প্রয়োজনবোধ করেন নি।
আমিও ছোট থেকে বড় হয়েছি স্কুল, মাদ্রাসা, চাকুরী, প্রবাস জীবন সবকিছুর মধ্যে আমিও কোনোদিন আমার জন্মদিন টা পালন করার প্রয়োজনবোধ করিনি।
কত জন্মদিন চলে গেছে আমার তো মনেই ছিলনা যে আজকের এই দিনটাতে আমার জন্মদিন। আর জন্মদিন পালনের পক্ষে আমি কখনো ছিলাম না। কারন আমাদের মত গরীবের মধ্যে তিন নাম্বার লোকদের জন্মদিন পালন বিলাসিতা বৈ কিছু নয়।
আমি এখন মাশাল্লাহ দুই বাচ্চার বাবা। সোনার টুকরোর মত দুইটা ছেলে বড়টার বয়স ৪ বছরেরও একটু বেশি আর ছোটটা দেড় বছরের মত। আমি ওদেরও জন্মদিন পালন করিনা। ওদের জন্মদিন যদিও আমি অন্যভাবে পালন করি। কিন্তু আমার ফ্যামিলীর কাউকে বুজতে দেইনা কারন আমি চাইনা আমাদের মত গরীবের মধ্যে তিন নাম্বার লোকদের জন্মদিনের মত বিলাসিতা পালন করার হিড়িক লাগুক। আমার ছেলেদের জন্মদিন পালন করি আমি কিছু অসহায় অনাথ মানুষদের কাছে টানার মাধ্যমে।
আমি আজ প্রবাসী আর বিদেশে পরের কাজ করতে যে কি পরিমাণ কষ্ট বা পরিশ্রম এটা একমাত্র প্রবাসীরাই বুজে। আজকে আমার জন্মদিন সকাল থেকে কাজের চাপে মনেই ছিলনা। রাত যখন ১২টায় কাজ শেষ করে বাসায় ফিরলাম তখন বাংলাদেশে ১১/১০/২০২০ অর্থাৎ রাত প্রায় সাড়ে তিনটা। রান্না করে খেয়ে ফেসবুকে ঢুকতেই মানুষের রঙবেড়ঙের পোস্ট দেখে মনে হল আজকে আমার জন্মদিন ছিল।
ফেসবুকেও জন্মতারিখটা হাইড ছিল যারফলে কেউ জানতেই পারলনা আজকে আমার জন্মদিন নয়ত ভুল করেও হয়ত অচেনা কেউ হলেও জন্মদিনের শুভেচ্ছাটা জানাতো। আর জীবনে এমন কাউকে আজ পর্যন্ত সংগ্রহ করতে পারিনি যে আমার জন্মদিনটা সে মনে রাখবে।
যাক তারপরও আমি খুশি আল্লাহ তাআলা আমাকে সুস্থ সবল এবং কাজের মধ্যে রেখেছেন। পৃথিবীতে তো এমনও লোক আছেন আমার চেয়েও অসুখী। তাদের দিকে চাইলেই আমার প্রার্থক্যটা বুজতে পারি।
এখন বাংলাদেশ টাইম ভোর ৬টা অর্থাৎ আরো ছয়ঘন্টা আগেই আমার জন্মদিনের দিনটা শেষ হয়ে গেছে। আর সারাদিনের ক্লান্ত শরীরে খুব ঘুম পাচ্ছে তাই নিজেকেই নিজে হ্যাপিবার্থডে বলে ঘুমের রাজ্যে চলে গেলাম।
২০টি মন্তব্য
ফয়জুল মহী
শুভ কামনা ও শুভেচ্ছা । আল্লাহ আপনাকে সহী সালামতে রাখুন
1TOFAZZALHOSSAIN
ধন্যবাদ ভাইজান আপনার জন্যও শুভকামনা
কামাল উদ্দিন
আমরা এখন যেমন আমাদের সন্তানদের জন্মদিন পালন করি। অর্থনৈতিক বিষয় ছাড়াও আগেরকার বাবা মায়েরা আমাদের জন্মদিনটা অতোটা পালন করতো না। আর জন্মদিন পালন করতে অনেক অর্থের প্রয়োজন হয় এমনটা মনে করার কোন কারণ নাই। যারা অর্থ খরচ করতে চায় তারা করতে পারে। তবে যারা প্রবাসী আছেন তাদের কথা তো অবশ্যই ভিন্ন, আপনাদের প্রতি সব সময়ের জন্য রইলো শ্রদ্ধা।
1TOFAZZALHOSSAIN
ভাইজান আমি তো বলিনি যে এখানে অনেক অর্থের প্রয়োজন আমি শুধু আমাদের মতগরীবের মধ্যে তিননাম্বার লোকদের বাসপ চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আপনার জন্যও শুভকামনা।
মোঃ মজিবর রহমান
জন্মদিন আমাদের সময় পালনের কোন ইচ্ছা বা প্রয়জোন ছিলনা।
শুভ জন্মদিন। আপনারা প্রবাস জিবনে ভালোথাকুন। শুভেচ্ছা রইল সোনেলার আপনার জন্মদিনে।
1TOFAZZALHOSSAIN
ধন্যবাদ ভাইজান আপনার জন্যও শুভকামনা
আরজু মুক্তা
সুস্থ থাকাটাই বড়।
শুভকামনা
1TOFAZZALHOSSAIN
thankyou appi
রেহানা বীথি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
1TOFAZZALHOSSAIN
লাভিও আপি 💝💝💝
মুহাম্মাদ মাসুদ
শুভ জন্মদিন প্রিয় ! যেখানে থাকুন সুস্থ থাকুন করোনা থেকে মুক্ত থাকুন।
আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক।
মোঃ তোফাজ্জল হোসাইন
আমিন ভাই আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্যও দোয়া রইল
রেজওয়ানা কবির
অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন,শুভ জন্মদিন।
মোঃ তোফাজ্জল হোসাইন
ধন্যবাদ আপু লাভিও
সাবিনা ইয়াসমিন
বেশিরভাগ মানুষই নিজের জন্মদিন ভুলে যায়, কেউ না কেউ মনে রেখে মনে করিয়ে দেয়। এমন স্বজন থাকলে মন্দ হয় না।
সোনেলায় স্বাগত জানাচ্ছি আপনাকে। ব্লগ প্রোফাইলে আপনার নাম বাংলা অক্ষরে লিখুন, লেখা/কমেন্টে বাংলা অক্ষর ব্যবহার করুন। ব্লগারদের সুবিধার জন্য ব্লগের নীতিমালা স্টিকি করে রাখা হয়েছে। পড়ুন, ব্লগিং করা সহজ হবে 🙂
ভালো থাকুন প্রবাসে। শুভ কামনা 🌹🌹
মোঃ তোফাজ্জল হোসাইন
ধন্যবাদ আপনাকে পরামর্শ দিয়ে হেল্প করার জন্য আসলে প্রবাসে শত ব্যাস্ততায় থাকার কারনে নামটা বাংলা করার মনেই ছিলনা তবে এখন করে নিয়েছি।
ভালোবাসা অবিরাম আপু
সুপর্ণা ফাল্গুনী
শুভ জন্মদিন ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন। সোনেলায় আপনাকে স্বাগতম। জন্মদিন পালনের সামর্থ্য সবার থাকেনা আবার আগেকার মানুষ এগুলো নিয়ে ভাবতো না , জানতো না। জন্মদিন মনে রেখে কেউ যদি শুভেচ্ছা জানায় সেটা সত্যি অনেক আনন্দের। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মোঃ তোফাজ্জল হোসাইন
ধন্যবাদ আপু আসলে গরীবের মধ্যে তিন নাম্বার বলে অনেকের মনে থাকা সত্ত্বেও উইশ করেনা যদিও তাতে আমি দুঃখ অনুভব করিনা।
ভালোবাসা অবিরাম আপু
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগত আপনি।
জন্মদিনের শুভেচ্ছা জানবেন।
ব্লগের নীতিমালার পোষ্ট পরে নিবেন। নতুন আপনি এখানে, তাই নীতিমালাটা পড়া উচিৎ আপনার।
নিয়মিত লেখুন এবং অন্যদের লেখাও পড়ে মন্তব্য দিন। এতে সহ ব্লগারদের সাথে ব্লগীয় সম্পর্কের উন্নয়ন হবে।
সোনেলা সম্পর্কে আপনার যে কোনো সমস্যা মন্তব্যে জানাবে। ব্লগের কেউ না কেউ আপনার সমস্যায় এগিয়ে আসবে।
শুভ কামনা, শুভ ব্লগিং।
মোঃ তোফাজ্জল হোসাইন
ধন্যবাদ প্রিয় ভাইয়ু অবশ্যই নীতিমালাটা পড়ব