১০০০ টাকার নোট

মুহম্মদ মাসুদ ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১২:৩১:৪৯অপরাহ্ন গল্প ১৫ মন্তব্য

কয়েকজন বন্ধু পাত্রী দেখে এসে বলাবলি করছিলো – কার কেমন লেগেছে?

১ম বন্ধুঃ ভালোই। তবে আরেকটু ফর্সা হলে ভালো লাগতো।
২য় বন্ধুঃ শ্যামলা বর্ণের হলেও মেয়েটি দেখতে বেশ। আমার ভালো লেগেছে।
৩য় বন্ধুঃ কেমন যেন একটু বেঁটে বেঁটে লাগলো। আর বাড়ির পরিবেশটাও ভালো না।
৪র্থ বন্ধুঃ এখানে বিয়ে করা যাবে না। যা খাওয়াদাওয়ার অবস্থা।
ইতিমধ্যে সবাই লক্ষ্য করে দেখে যার জন্য পাত্রী দেখতে এসেছে সে শুধু মিটমিট করে হাসছে।
১ম বন্ধুঃ কি রে! তুই হাসছিস কেন?
পাত্রঃ এমনিতেই হাসি পাচ্ছে। কিছু হয়নি।
১ম বন্ধুঃ না না। একটা কিছু তো হয়েছে।
পাত্রঃ তোরা এটাসেটা কতকিছু বলছিস। কিন্তু আমার তো পাত্রীই পছন্দ হয়নি।
১ম বন্ধুঃ পছন্দ হয়নি ভালো কথা। কিন্তু মিটমিট করে হাসছিস কেন?
পাত্রঃ আরে! পছন্দ হয়নি বলেই তো ১০০০ টাকার একটা জাল নোট দিয়ে এসেছি। এজন্যই শুধু হাসি পাচ্ছে।

৮৯৭জন ৮০১জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ