
কয়েকজন বন্ধু পাত্রী দেখে এসে বলাবলি করছিলো – কার কেমন লেগেছে?
১ম বন্ধুঃ ভালোই। তবে আরেকটু ফর্সা হলে ভালো লাগতো।
২য় বন্ধুঃ শ্যামলা বর্ণের হলেও মেয়েটি দেখতে বেশ। আমার ভালো লেগেছে।
৩য় বন্ধুঃ কেমন যেন একটু বেঁটে বেঁটে লাগলো। আর বাড়ির পরিবেশটাও ভালো না।
৪র্থ বন্ধুঃ এখানে বিয়ে করা যাবে না। যা খাওয়াদাওয়ার অবস্থা।
ইতিমধ্যে সবাই লক্ষ্য করে দেখে যার জন্য পাত্রী দেখতে এসেছে সে শুধু মিটমিট করে হাসছে।
১ম বন্ধুঃ কি রে! তুই হাসছিস কেন?
পাত্রঃ এমনিতেই হাসি পাচ্ছে। কিছু হয়নি।
১ম বন্ধুঃ না না। একটা কিছু তো হয়েছে।
পাত্রঃ তোরা এটাসেটা কতকিছু বলছিস। কিন্তু আমার তো পাত্রীই পছন্দ হয়নি।
১ম বন্ধুঃ পছন্দ হয়নি ভালো কথা। কিন্তু মিটমিট করে হাসছিস কেন?
পাত্রঃ আরে! পছন্দ হয়নি বলেই তো ১০০০ টাকার একটা জাল নোট দিয়ে এসেছি। এজন্যই শুধু হাসি পাচ্ছে।
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
হা হা হা , মজা পেলাম ভাই।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর
সুপর্ণা ফাল্গুনী
হুম মজা লেগেছে
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
জাল নোট এভাবেও চালান যায়!
নৃ মাসুদ রানা
অনেক ভাবেই চলে
অনন্য অর্ণব
যাক বাবা বাঁচা গেল…
জাল টাকার কারবারির সাথে বিয়ে হইলে মেয়েটা আজীবন দুঃখের সাগরে ভাসতো😜😜
নৃ মাসুদ রানা
হুমম, হয়তো হতো তেমনই
নিতাই বাবু
নে এলা, ঠেলা সামলাও! এই জাল নোট লইয়ানি আবার কোন বেজাল অয়, কে জানে! ভগবান, তুই রাক্ষা করিছ!
নৃ মাসুদ রানা
ঠিকই বলেছেন, হয়তো সেরকম কোন গল্প লিখবো।
কামাল উদ্দিন
ছেলে কি জাল টাকার কারবারি নাকি?
নৃ মাসুদ রানা
না, তেমন নয়।
কামাল উদ্দিন
হুমম, ভালো ছেলে 😀
এস.জেড বাবু
ভিষন মজা পাইলাম।
দারুন ছিলো
নৃ মাসুদ রানা
ধন্যবাদ ভাই