হৃদ পোকা!
বলল হে মানুষ!
আমি বড় সুখি একটা প্রানি
জীবন জুড়ে চাইনা কিছু আর
শুধু ছেড়ে দাও তুমি আমার নুড়িখানি।
মানুষ তখন বড়ই অবাক হলো
এতো অল্প চাওয়া কেন তার!
এই জীবনে সুখ হাঁসে না কেন?
সুখের জন্য কত কি দরকার!
এই গল্পের শেষ যেখানেই হোক
সবাই আমরা সুখি হতে চাই,
আমিও চলছি একি কিনারাতে
এমনি একটা নুড়ির আশায়
একটা ছোট নুড়ির আশায়!!
সবাই কি আসলেই তাই। সুখ সুখ করে পাগল সবাই দুঃখের খোঁজ নেই কারো? কেন? নিশ্বাসে যখন বিষ ঝরে, বিবেক যখন অন্ধকারে, তখনও মানুষ কেন সুখের ভেলায় ভাসতে চায়? দুঃখের আত্মিক উপলব্ধি কি জরুরী না? এখন শত ভাগ শিউর আমি মাথা পুরাটাই এলোমেলো হয়ে গেছে। সত্যিকারের উন্মাদে পরিনত হয়ে গেছি আমি!
বিঃদ্রঃ এই পোষ্ট পড়ার পর অনেক আপু সহব্লগারের গান মনে হতে পারে। নীলাঞ্জনা আপু গিটারিস্ট খুজতে পারেন গানটা করার জন্য। তাই উন্মাদই মোবাইলে রেকর্ড করে দিয়ে দিলাম। কারন উন্মাদও মাঝে মাঝে গীটার বাজায়।
গানটি মোবাইলে রেকর্ড করা, শুধু গীটার বাজানো সাথে, তাই শুনতে ভালো নাও লাগতে পারে। খারাপ লাগলে উন্মাদরে গালিও দিতে পারেন। কোন সমস্যা নাই। উন্মাদ জন্ম থেকেই জ্বলছে, তাই কিছু মনে করবে না।
৪০টি মন্তব্য
খেয়ালী মেয়ে
এই গল্পের শেষ যেখানেই হোক
সবাই আমরা সুখি হতে চাই———– (y)
গীটারের সাথে গানটা ভালো লেগেছে–তাই চাওয়া উন্মাদ যেভাবে জন্ম থেকে জ্বলছে সেভাবেই জ্বলতে থাকুক 🙂
সীমান্ত উন্মাদ
ভয় হয় এই জ্বলনে আবার না আশেপাশের মানুষগুলো জ্বলে যায়।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
লীলাবতী
নুড়ি পাথরের প্রাচুর্য আমার চতুর্দিকে ভাইয়া।সারাক্ষন সুখে থাকি আমি। লিংকে ক্লিক করায় কি সব লেখা আসলো। �������������������������������������������������������������������������������������������������������� এমন সিম্বল আসে।
সীমান্ত উন্মাদ
হুম জেনে ভালো লাগলো। সুখ প্রতিনিয়ত আপনার পায়ে লুটায়।
বুঝলাম না কেন লিংক কাজ করছেনা আপনার ওখানে। আমি ক্লিক করলে ডাউনলোড হচ্ছে ঠিক মত। খেয়ালী মেয়েও করেছে তার মন্তব্যে। আমিতো সোনেলার ফাইল আপলোড সিস্টেমটাই ব্যাবহার করলাম। অডিও আপলোড দিয়ে দিলাম। তারপর পোষ্টে এড করলাম।
সীমান্ত উন্মাদ
আপু আবার একটু চেষ্টা করে দেখেন।
আর শুভকামনা জানিবেন নিরন্তর।
জিসান শা ইকরাম
কি লিংক দিলা?
কাজ করেনা তো
সীমান্ত উন্মাদ
মামা বুঝলাম না কেন লিংক কাজ করছেনা আপনার ওখানে। আমি ক্লিক করলে ডাউনলোড হচ্ছে ঠিক মত। খেয়ালী মেয়েও করেছে বলল তার মন্তব্যে। আমিতো সোনেলার ফাইল আপলোড সিস্টেমটাই ব্যাবহার করলাম। অডিও আপলোড দিয়ে দিলাম। তারপর পোষ্টে এড করলাম।
খেয়ালী মেয়ে
লিংকটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়…
সীমান্ত উন্মাদ
হুম
স্বপ্ন
গিটার তো ভালোই বাজায় উম্মাদ ভাইয়া 🙂
সীমান্ত উন্মাদ
লজ্জা পাইছি। দেখছেন উন্মাদের লজ্জাও আছে। ;(
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
শুন্য শুন্যালয়
গিটার শোনানোর কথা বলে ভালোই জ্বালাইলা, তুমি নিজে জ্বলো বইলা আমাগোও দিলা ফালাইলা। আমরা কি দোষ করছি। আমি সুখ চাই, এখন থেকে ভয়ে দুঃখ খোঁজা শুরু করলাম। তাও এই প্রশ্নবোধক শব্দ সরাইয়া একটু গিটার শোনাও।
সীমান্ত উন্মাদ
শেষের উত্তর আগে দেই, কারন আমি একটূ উলটা চরিত্রের হেইডা তো জানই, গীটার শুনতে লিংকে ক্লিক মারো, শুনতে পাইবা।
আমিতো নতুন করে আর কি জ্বলব, জন্ম থেকেই তো জ্বলছি আর আশেপাশের সবাইরে জ্বালাইতেছি, ইহা নতুন কি। আর সুখের মহত্ব বুঝিতে দঃখের খোঁজ রাখা লাগেই জীবনের চলতি পথের দুলকি চালে।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবে নিরন্তর। \|/
ছাইরাছ হেলাল
আমাদের একজন গিটারিস্ট আছে জেনে আনন্দিত।
আমরা আরও শুনতে চাই।
সীমান্ত উন্মাদ
মামা আগে ঈদ সেলামী দেন, তারপর বাকি কথা কমু।
লীলাবতী
শুনেছি শুনেছি এবার।খুবই ভালো গেয়েছেন ভাইয়া।গিটারের বিটগুলো মনে গেঁথে গিয়েছে 🙂
সীমান্ত উন্মাদ
উন্মাদের আবার কণ্ঠস্বর। হায়রে। আমি খালি মিউজিক বানাইতে পারি। আর কোন রকম গানটা গেয়ে ব্যান্ডের ভোকালরে দেই, সে ভালো গায়।
গানটা তাহলে ডাউনলোড করতে পারছেন? ভালো লেগেছে জেনে ভাললাগলো আপু
অনেক অনেক শুভকামনা জানিবেন নিরন্তর।
ব্লগার সজীব
গিটারের সাথে গানটি শুনায় পোষ্ট আরও বেশী ভাল লাগলো।
সীমান্ত উন্মাদ
এই বার ফি টা দিয়া দিয়েন। :D) :D) ;( \|/
হা হা মজা করলাম। :p
শুভকামনা জানিবেন নিরন্তর সজীব ভাই।
মোঃ মজিবর রহমান
জন্মও ত্যহেকেই জ্বলছেন কেন ভাই?
একটুকুও সুখ পান্নি এধরায়।
পেলে সেটুকুর জন্য শুক্রিয়া করুন।
সীমান্ত উন্মাদ
মজিবর ভাই উন্মাদের জ্বলন একটু ভিন্ন প্রকৃতির। জাগতিক সুখ দুঃখ খুব বেশি ধরে না তারে। আর যে জগতের সুখ, দুঃখ উন্মাদ খুঁজে সেখানে নিরাশ কিংবা শুক্রিয়া আদায়ের কোন বিধান নাই।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
মিথুন
আমি অনেক সুখী, সুখের জন্য আমার একটি মন চাই আর কিছু না। গিটার শুনতে পাচ্ছিনা কেন আমি? 🙁
সীমান্ত উন্মাদ
খুঁজতে থাকেন পেয়ে যাবেন আশাকরি। গীটার কেন শুনতে পাচ্ছেন না বুঝতে পারছিনা। লিংক এ ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবার কথা। আরেকবার চেষ্টা করে দেখেন।
সীমান্ত উন্মাদ
আর অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
অরণ্য
হেই ব্রাদার! থ্যাঙ্কস আ লট। :c
আপনার পাশে সাইড ভোকাল হতে পারলে আরো ভাল হতো। আমি গাইতেই থাকতাম… একটা ছোট নুড়ির আশায়… এমনি একটা নুড়ির আশায়… একটা ছোট নুড়ির আশায়… একটা ছোট নুড়ির আশায়… একটা ছোট নুড়ির আশায়… একটা ছোট নুড়ির আশায়… 🙂
এক্সিলেন্ট! (y)
দারুন লাগল গানটা। হয়তো গেয়ে উঠব কোন আড্ডায়। সীমান্ত উন্মাদকে স্মরন করে।
একটা ছোট নুড়ির আশায়… একটা ছোট নুড়ির আশায়…
আমার মন ভাল হয়ে গেল মনে হয়। 🙂
একটা ছোট নুড়ির আশায়… একটা ছোট নুড়ির আশায়…
সীমান্ত উন্মাদ
হা হা, গেয়ে উঠেন আড্ডায় কিংবা যেখানে মন চায়। তবে সীমান্ত উন্মাদকে স্মরন করলেও মনে মনে করবেন, প্রকাশ করবেন না। বিপদ হতে পারে। সীমান্ত উন্মাদ অনেকের কাছেই বিষের মত। পাবলিক প্লেইস এ কে কোথায় কিভাবে খাপটি মেরে থাকে বুঝতে পারবও না আমরা, সমাজে দূষিত ক্ষতের তো অভাব নেই।
নিজের গান মনে করেই গেয়ে ফেলবেন সমস্যা নাই।
অনেক অনেক শুভকামনা নিরন্তর আপনার জন্য।
শুন্য শুন্যালয়
শিরোনামে আ কার কইরে উন্মাদ?
আর এইটা কি শুনাইলা? আহা সেরাম! সেরাম! গিটার, কন্ঠ, কথা, সুর, সবকিছুই আহা! তুমি এখনো পাত্রি খুঁজে পাওনাই, কি কও?
সীমান্ত উন্মাদ
আ কার পোকা খাইয়া ফালাইছে!! আমার মত উন্মাদরে কেডা বিয়া করবো, বল? তাও আবার খুঁজতাছি তোমার মত ডাক্তার। 😛
তোমারে কইলাম একজন খুইজা দাও, দেখি তোমারি খবর নাই। তোমরা দুইডা ভাল ভাল কথা না কইলে উন্মাদের উপর হবু বউ তো বিশ্বাস করবো না যে ভীতরে ভীতরে আমি মানুষ ভালো। :p :D) ;( \|/
নীলাঞ্জনা নীলা
নিজেকে আজ কি যে লাগছে! “আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো…” \|/
আর গান তো (y) :c
এতো ভালো গীটার বাজাতে পারলে আমিও গান গাবো ;(
সীমান্ত উন্মাদ
ঠিক আছে আপু, কোন একদিন আমি শিখিয়ে দিব। নিজে যতটুকু পারি।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপনার জন্য।
নীলাঞ্জনা নীলা
গীটার নিয়ে বেশ কিছু স্বপ্ন। এখন ভাবলেই হাসি পায়। তবে গীটার দিয়ে গান খুব প্রিয় আমার।
অপেক্ষায় রইলাম কবে শিখতে পারবো গীটার।
সীমান্ত উন্মাদ
একটা চেষ্টা করে দেখুন আপু, পেরে যাবেন।
নীলাঞ্জনা নীলা
ভাইয়া গীটার শিখবো না। আপনি শোনাবেন। আমার প্রিয় প্রিয় গান তুলে। ঠিক আছে?
সীমান্ত উন্মাদ
ঠিক আছে আপু, শোনাবো, তবে কিছুদিন পর, আমার ছোট একটা এক্সিডেন্ট হয়েছে, ভোকাল কর্ডে একটু আঘাত লেগেছে, ডাক্তার গান গাইতে কিংবা জোরে কয়দিন কথা বলতে নিষেদ করেছেন। সুস্থ হলেই শুনাবো। আর অবাক হচ্ছি, আমার হেঁড়ে গলার গান আপনার ভাললেগেছে দেখে। 😀
নীলাঞ্জনা নীলা
ওমা কি হয়েছে? নিজের যত্ন নিন। খেয়াল রেখে চলুন। ঠিক আছে?
সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি। -{@
সীমান্ত উন্মাদ
তেমন কিছু না আপু। গলায় একটু চোট পেয়েছি, ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি।
মেহেরী তাজ
আমি গানটা শুানতে পচ্ছিনা। 🙁
সীমান্ত উন্মাদ
হুম, কিন্তু গানটাতে ক্লিক করলেই ডাউনলোড হবার কথা। আর একবার চেষ্টা করে দেখুন না। শুভকামনা জানিবেন নিরন্তর।
অরুনি মায়া
সুখ সে তো সোনার হরিণ। তার চেয়ে ভাল একটু শান্তির আশায় জীবন টাকে বদলে ফেলি,,,,,
সীমান্ত উন্মাদ
সেটাই, তবে খেয়াল রাখতে হবে যে আমরা যাতে আশার জায়গায় প্রত্যাশা করে না বসি। কারন আশা ভঙ্গ হলে নতুন আশায় বুক বাঁধা যায় কিন্তু প্রত্যাশা ভঙ্গ হলে জীবন থেমে যায়, হারিয়ে যায় কালের গর্ভে।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।