—- হৃদয়ের সুর —-

মুন্নি রুনা ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ০৯:২৮:৩৯অপরাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

listen_to_your_heart_by_screamst [640x480]
একটু একটু করে আমি তোমার দিকে ,
তোমার
মাঝে হারিয়ে যাচ্ছি ,অজান্তে …
কোন্ মায়ার জালে তুমি নীরবে ,
আমার হৃদয় মন্দিরে ঝড় তোল ,
সেই ঝড়ের তোড়ে নিজেকে …
হারিয়ে ফেলি স্বপ্ন সজল নয়নে !
তোমার বিহন জ্বালা আমার
একাকীত্বকে –
দগ্ধ করে ,তুষের আগুন জ্বলে ;
চিত্তে ,খুঁজে দেখি এই আমার মন
প্রাণে –
শুধু তুমি আছো জুড়ে ।
যে সুর বাজে হৃদয়ের গহনে ,
তা অনুভব করো ..
কাছে এসো সখা ,
নিবিড় ভাবে অনুধাবন করো ,
নাও না টেনে ,
তোমার একান্ত সান্নিধ্যে !!

৯৯৬জন ৯৯৬জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ