অফিসিয়াল কাজে খুলনার কয়েকটি উপজেলায় গিয়েছিলাম, কয়েকটি ইউনিয়নে মন্দিরের উঠানে উক্ত এলাকার হিন্দু – মুসলমানসহ বিভিন্ন বয়সের নারী ও পুরুষের সাথে প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা করছিলাম। প্রকল্পগত আলোচনা শেষে তাদের সাথে আমার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা  করার সুযোগ হয়েছিল —
কৌশলে হিন্দু আর মুসলমানের সম্পর্ক নিয়ে কথা বলায় তারা বলছিল যে আমরা এই এলাকার মানুষেরা মিলে মিশেই থাকি, যে কোন উৎসবে আমরা একে অপরকে নিমন্ত্রন/দাওয়াত করি– বিপদে আপদে আমরা এগিয়ে যাই–আর ঝগড়া ঝাটিতো পরিবারেও হয়, বন্ধু বান্ধবের মধ্যেও হয়, যদি কখনো ঝগড়া হয় তো আমরা মিটাইয়া নেই/মিটাইয়া দেই — একজন বললো আমরা মওসুমের ফলও সবার বাড়ি সাধ্যমত দেই — একজন হিন্দু দাদা বললেন যে শিক্ষতদের মধ্যে ভ্যাজাল, আমাদের মধ্যে কোন ভেজাল নাই – তারা ভেজাল লাগাইয়া /প্যাচ লাগাইয়া ফয়দা লুটতে চায় – কিন্তু আমরা শান্তিতেই আছি, খুবই ভাল আছি —এই দেশেই থাকতে চাই জন্ম জন্মান্তর —এক জায়গায় দেখলাম হিন্দু মুসলমান মিলে মিশে আম কেটে খাচ্ছে –গল্পের ছলে বললাম, আরে এতে জাত যায় না –তারা বললেন, জাত আবার কিসে — আমরাতো সবাই মানুষ —

আমার খুবই ভাল লাগলো — খুবই শান্তি পেলাম মনের মধ্যে — এভাবেই আমরা মিলে মিশে থাকবো—–মিলে মিশেই থাকতে চাই এই দেশের মাটিতে —এই বাংলাদেশের মাটি, পানি, হাওয়া, গাছপালা, নদ নদীসহ সব-ই সবার — এই দেশের প্রতিটি ধর্ম বর্ণ আর শ্রেণী মিলে আমরা মন ভিজাবো — আমরা পাশাপাশি কাজ করবো —-সহযোগিতার হাতটি বাড়িয়ে দিবো, যেমনটি আগেও দিয়েছি —-

নোট: যারা বলে আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশ হিন্দু শুন্য হয়ে যাবে–তাদের ভাবনা ভুল — কিভাবে সম্পর্কগুলো আরো ভাল করা যায় তার চেষ্টা করতে হবে — বাড়িতেও আমাদের ভাইবোনের মাঝে ঝগড়া হয়, সমাজেও হয়, সেখানে কেউ না কেউ তা মিটিয়ে দেয় –কিন্তু সেই ঝগড়াকে পূঁজি করে আরো বাতাস দিয়ে সেই ছোট ঘটনাকে বড় করা কোন ক্রমেই উচিত নয় — । বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান এক্য পরিষদ আছে —কিন্তু সেখানে যদি এমন হতো যে হিন্দু,মুসলাম, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ – তাহলে কত ভাল হতো, পরষ্পর হাতে হাত মিলিয়ে কাজ করা আরো সহজ হতো, এটাও একটা কৌশল সম্পর্কগুলোকে আরো জোরদার করার জন্য —

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ