অফিসিয়াল কাজে খুলনার কয়েকটি উপজেলায় গিয়েছিলাম, কয়েকটি ইউনিয়নে মন্দিরের উঠানে উক্ত এলাকার হিন্দু – মুসলমানসহ বিভিন্ন বয়সের নারী ও পুরুষের সাথে প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা করছিলাম। প্রকল্পগত আলোচনা শেষে তাদের সাথে আমার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছিল —
কৌশলে হিন্দু আর মুসলমানের সম্পর্ক নিয়ে কথা বলায় তারা বলছিল যে আমরা এই এলাকার মানুষেরা মিলে মিশেই থাকি, যে কোন উৎসবে আমরা একে অপরকে নিমন্ত্রন/দাওয়াত করি– বিপদে আপদে আমরা এগিয়ে যাই–আর ঝগড়া ঝাটিতো পরিবারেও হয়, বন্ধু বান্ধবের মধ্যেও হয়, যদি কখনো ঝগড়া হয় তো আমরা মিটাইয়া নেই/মিটাইয়া দেই — একজন বললো আমরা মওসুমের ফলও সবার বাড়ি সাধ্যমত দেই — একজন হিন্দু দাদা বললেন যে শিক্ষতদের মধ্যে ভ্যাজাল, আমাদের মধ্যে কোন ভেজাল নাই – তারা ভেজাল লাগাইয়া /প্যাচ লাগাইয়া ফয়দা লুটতে চায় – কিন্তু আমরা শান্তিতেই আছি, খুবই ভাল আছি —এই দেশেই থাকতে চাই জন্ম জন্মান্তর —এক জায়গায় দেখলাম হিন্দু মুসলমান মিলে মিশে আম কেটে খাচ্ছে –গল্পের ছলে বললাম, আরে এতে জাত যায় না –তারা বললেন, জাত আবার কিসে — আমরাতো সবাই মানুষ —
আমার খুবই ভাল লাগলো — খুবই শান্তি পেলাম মনের মধ্যে — এভাবেই আমরা মিলে মিশে থাকবো—–মিলে মিশেই থাকতে চাই এই দেশের মাটিতে —এই বাংলাদেশের মাটি, পানি, হাওয়া, গাছপালা, নদ নদীসহ সব-ই সবার — এই দেশের প্রতিটি ধর্ম বর্ণ আর শ্রেণী মিলে আমরা মন ভিজাবো — আমরা পাশাপাশি কাজ করবো —-সহযোগিতার হাতটি বাড়িয়ে দিবো, যেমনটি আগেও দিয়েছি —-
নোট: যারা বলে আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশ হিন্দু শুন্য হয়ে যাবে–তাদের ভাবনা ভুল — কিভাবে সম্পর্কগুলো আরো ভাল করা যায় তার চেষ্টা করতে হবে — বাড়িতেও আমাদের ভাইবোনের মাঝে ঝগড়া হয়, সমাজেও হয়, সেখানে কেউ না কেউ তা মিটিয়ে দেয় –কিন্তু সেই ঝগড়াকে পূঁজি করে আরো বাতাস দিয়ে সেই ছোট ঘটনাকে বড় করা কোন ক্রমেই উচিত নয় — । বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান এক্য পরিষদ আছে —কিন্তু সেখানে যদি এমন হতো যে হিন্দু,মুসলাম, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ – তাহলে কত ভাল হতো, পরষ্পর হাতে হাত মিলিয়ে কাজ করা আরো সহজ হতো, এটাও একটা কৌশল সম্পর্কগুলোকে আরো জোরদার করার জন্য —
২০টি মন্তব্য
কৃন্তনিকা
জেনে ভালো লাগলো… দুরাশার মেঘের মাঝে হয়ত আলো আছে… কি জানি?
স্বপ্ন নীলা
বেশির ভাগ মানুষই মিলেমিশে থাকতে চায়, শান্তি চায় —
শুভকামনা রইল
প্রজন্ম ৭১
আপু আপনাকে ধন্যবাদ এমন এক পোষ্টের জন্য।আমরা সাধারন বাঙ্গালী যারা তারা কিন্তু এমনই।আমরা হিন্দু মুসলমান একসাথেই থাকি,থাকতে চাই।কিছু হিংস্র প্রকৃতির লোকের কারনে আমাদের মাঝের সম্প্রীতি নষ্ট হচ্ছে।আপনার এই পোষ্ট এই সম্প্রীতির একটি উদহারন হতে পারে।
স্বপ্ন নীলা
আমরা যদি একটু আন্তরিক হই তাহলে আমাদের মাঝে সম্প্রীতির বন্ধন আরো অটুট হবে — সবাই আমরা ভাল থাকতে চাই এই বাংলাদেশে — অনেক অনেক ভাল থাকবেন
অলিভার
“শিক্ষতদের মধ্যে ভ্যাজাল, আমাদের মধ্যে কোন ভেজাল নাই – তারা ভেজাল লাগাইয়া /প্যাচ লাগাইয়া ফয়দা লুটতে চায়”
কথা সত্যি বলেছেন উনি। আমরা নিজেদের প্রয়োজনের উপর ভিত্তি করেই সমস্যা তৈরি করি। আর সেই সব ক্ষেত্রে হাতিয়ার হিসেবে বেছে নেই ধর্মকে।
স্বপ্ন নীলা
ঠিকই বলেছেন, আমরা আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সমস্যা তৈরি করি, আর সেই সমস্যায় ক্ষতিগ্রস্থ্য হয় অতি দরিদ্র পরিবার
শুভকামনা রইল
শুন্য শুন্যালয়
কেউই সম্প্রীতি বাড়ানোর জন্য এগিয়ে আসছেনা। সবাই একজন আরেকজনকে আঘাত দিয়ে যাচ্ছে, এতে পরিস্থিতি খারাপই হচ্ছে দিনে দিনে। যদিও শিক্ষিতদের মধ্যে শুধু ভেজাল এইটা মানিনা। ভেজালের বীজ সবার রন্ধ্রে রন্ধ্রে, আর ধর্মের তো আরো।
আপনার লেখাটা পড়ে ভালো লাগলো। আশার আলো এখনো আছে কিছুটা। এমন লিখুন আপু আরো।
স্বপ্ন নীলা
আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে সম্প্রীতি রক্ষার জন্য — আপু, যে লোকটি এই কথা বলেছেন তার কথার মমার্থ হলো কিছু শিক্ষিত মানুষ স্বার্থ উদ্ধারের জন্য এই সব সমস্যা তৈরি করছে আর সমস্যার জন্য ক্ষতিগ্রস্থ্য হচ্ছে সাধারণ জনগন —-
সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরে উঠুক বাংলাদেশ
শুভকামনা রইল
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধর্ম যার যার
এ দেশ তোমার আমার…এই হোক অঙ্গীকার।
লেখাটি পড়ে মনে শান্তি এলো
এ দেশের বাস্তবতা এটাই।
স্বপ্ন নীলা
আমরা সবাই ভাবি হায় হায় সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু না এখনো শেষ হয়ে যায় নাইরে ভাই, আমাদেরকে এখন হতেই চেষ্টা করতে হবে, সবাই আমরা সুখে দুখে এক সাথে থাকবো মিলেমিশে —
ভাল থাকুন, সুস্থ্য থাকুন
জিসান শা ইকরাম
এমনই তো ছিল আমাদের আবহমান বাংলা
শকুনেরা নষ্ট করে দিচ্ছে সব।
নিরাশার মাঝে তারপরেও আমরা আশা খুজি
যারা সাধারন তারা।
স্বপ্ন নীলা
ঠিক বলেছেন ভাই, আগে দেখেছি হিন্দু আর মুসলমানেরা মিলে মিশে থাকতো, একে অপরের পাশে থাকতো, আমাদেরকে এখন হতেই চেষ্টা করতে হবে সেই হারনো গৌরব ফিরিয়ে আনতে হবে —
আমরা সকলেই মিলেমিশে থাকতে চাই —
অনেক অনেক দোয়া রইল
আশা জাগানিয়া
আমরা এমন ভাবেই মিলে মিশে থাকতে চাই।
স্বপ্ন নীলা
ঠিকই বলেছেন, আমরা এমন ভাবেই মিলে মিশে থাকতে চাই — তাই সুন্দর একটি পরিবেশ সবাই মিলেই আমাদেরকে তৈরি করতে হবে
শুভকামনা রইল
ব্লগার সজীব
এমন সমাজ এর উপরই তো আমরা প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম।কিন্তু পারলাম কই আপু?
স্বপ্ন নীলা
আমাদেরকেই নিতে হবে উদ্যোগ, সমাজে সমস্যা আছে আবার সমস্যা সমাধানের উপায়ও আছে —
শুভকামনা রইল ভাই
নীলাঞ্জনা নীলা
পিছনে ফেলে আসা এমন দিনের কথা ভাবি আর কাঁদি।
স্বপ্ন নীলা
আপু, সমাজে যারা দরিদ্র মানুষ ! তারা শুধু জানে মিলেমিশে একত্রে বাস করতে–
ভাল থাকবেন আপু
মেহেরী তাজ
যেদেশে হিন্দুদের সংখ্যালঘু বলে সেই দেশেই আবার জাত,ধর্ম ভুলে গিয়ে একসাথে খাচ্ছে শুনে খুব ভালোলো।
ইশশ আমাদের দেশের সবার মাঝেই যদি এমন ইচ্ছা থাকতো তা হলে কতই না ভালো হতো।।।।
স্বপ্ন নীলা
সেটাই আপু, আমি সংখ্যালুঘুতে বিশ্বাস করি না, সবাই এই দেশের নাগরিক —
সবাই মিলেমিশে থাকুক —এতে শুধু প্রাপ্তিই আছে, শান্তি আছে —-