যাপিত জীবনের করিডোরে যখন ক্ষয়ে যাওয়া শুকতলি ধূলো সরিয়ে নিজের জন্য একটুখানি পথ
করবার আপ্রাণ প্রয়াসে মগ্ন,তখন এক দমকা বাতাস উল্টো ধূলিঝড়ে অন্ধ করে দেয়।
ফুসফুসে সতেজ বাতাস, পূর্ণ দৃষ্টিতে যখন পাহাড়ের কোল ঘেষা নিঃশব্দ বাড়িগুলো দেখি,নীলিম
আকাশে ধোব সাদা মেঘেদের বিশ্রাম চলে তখন….
এক অদ্ভুত পথচলাকালীন সময়ে ইথারের প্রতি কৃতজ্ঞ, পরাবাস্তবে কিছু বাস্তবতার রেশ..বিগত বছরের
হিসেব কষতে গিয়ে দেখলাম- ঋণের দায় বেড়েছে!!যতটুকু সময় প্রয়োজন নিজেকে চেনানোতে,
তার পুরোটাই ব্যবহার করতে যেয়ে বড্ড বেশি প্রকাশিত করে ফেলেছি, সচেতনভাবেই…হয়তো তাই,
ব্যর্থতার দায়ভারও নিজস্ব..
অনেক বছর ধরে পুষে রাখা অপরাধবোধ আর নেই, নিজেকে প্রবোধ দেয়া যায় – চেষ্টা করেছি..
দখলদারিত্ব নিয়ে আবেগের কেনা বেচা চলে না— তাই বর্ষপূর্তিতে হালখাতা বন্ধ করে দিলাম-
“এখন আমার রোদ কুড়োনো একলা বিকেল-
মৌন ভীষণ!! ”
১৮টি মন্তব্য
মৌনতা রিতু
দারুন লেখার হাত। বেশ লাগলো পড়ে। লিখুন এমনি করে আরো আরো।
শুভেচ্ছা রইলো।
নায়িমা জাহান
কৃতজ্ঞতা জানবেন, ধন্যবাদ
জিসান শা ইকরাম
জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবের খাতা বন্ধ করা কি ঠিক?
বিষাদের লেখা গুলো অবশ্য ভাল হয়,
এটিও তেমন বিষাদের একটি চিত্রকল্প।
ভাল লেখেন আপনি, নিয়মিত লেখুন এখানে।
সোনেলায় স্বাগতম -{@
নায়িমা জাহান
বিষাদ আমাকে মনের কথা এভাবে বলার সুযোগ দেয়, লেখালেখি হয় কি না জানি না, চেষ্টা করি আর কী… অনেক কৃতজ্ঞতা, সাহস দিবেন!
ইঞ্জা
সোনেলার উঠোনে আপনাকে সু-স্বাগতম আপু, আপনাকে পেয়ে আমরা সবাই আনন্দিত বোধ করছি, নিয়মিত লিখুন, আমরা আছি আপনার পাশে।
লেখাটি আমার বেশ পছন্দ হয়েছে, বুঝতে পারছি আপনার লেখার হাত ভালো, লিখে যান নিয়মিত আমি পারসোনালি আপনার ভক্ত হতে চাই, এই ভাইকে পাশে রাখবেন আপু।
-{@
নায়িমা জাহান
আপনাদের পেয়েও আমি আনন্দিত, দারুণ সব লেখা পড়ার সুযোগ হচ্ছে, অনেক ধন্যবাদ
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা
মোঃ মজিবর রহমান
জীবন গাড়ি চলমান ঐ যে মেঘের
চলন্ত পথ কি বন্ধ হয়ে যায় ধরায়
দায়িত্ব নিয়ে চলতে, দায়শোধ করতে,
পারা যায়কি বিরক্ত বা দেনাপাওনাতে।
মানুষ হয়ে ঐ চলে যাওয়া মানুষের জন্যে।
শুভকামনা রইল আপনার প্রতি আরো আরো লেখা পড়তে চাই, যদি নসিবে থাকে।
নায়িমা জাহান
বাহ, দারুণ বললেন.. এজন্যই হালখাতা বন্ধ করে দিয়েছি, হিসেব নিকেশ বাদ… চেষ্টা করবো কিছু বলার, আপনাদের এই প্ল্যাটফরম এ
মোঃ মজিবর রহমান
শুনার অপেক্ষায় আছি, পড়ার অপেক্ষায় থাকলাম।
নিতাই বাবু
লেখায় জীবন নিয়ে দারুণ অনুভূতি প্রকাশ করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
নায়িমা জাহান
অনেক অনেক ধন্যবাদ, জীবনের ক্ষুদ্র দুঃখবোধ একসময় তীব্রতা ধারণ করে, তাই চেষ্টা করি সহজাত শব্দের মিশেলে উপস্থাপনের জন্য
নীলাঞ্জনা নীলা
এতোদিন কোথায় ছিলেন?
সু স্বাগতম সোনেলার ভুবনে।
আপনি চমৎকার লেখেন। আপনার লেখার ভেতর এমন এক চৌম্বকীয় আকর্ষণ আছে যা টেনে নিয়ে আসে সেইসব মানুষদের, যারা বিশুদ্ধ লেখার সন্ধান করে।
আরোও লিখুন।
নায়িমা জাহান
এত সুন্দর আহ্বানের জন্য আমি ভীষণ কৃতজ্ঞ, আপনার মিষ্টি ভাষায় আমি অনুপ্রাণিত.. ভালোবাসা জানবেন
নীলাঞ্জনা নীলা
মন্তব্যেও আপনি দারুণ। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
লেখায় ভাল লাগা জানিয়ে স্বাগতম -{@
নায়িমা জাহান
আপনাদের মতামত আমার জন্য অনুপ্রেরণা, ধন্যবাদ অনেক
তৌহিদ ইসলাম
বাহ খুব সুন্দর লেখা আপু। আরো আরো লেখা চাই। শুভেচ্ছা রইলো।