হয়না ফেরা

হালিমা আক্তার ২৯ আগস্ট ২০২১, রবিবার, ১১:৪৮:১৩অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

যে দ্বার দিয়েছো রুদ্ধ করে
সেথা আর আসবো না ফিরে,
অভিমান ভুলে যদি ডাকো কাছে
বাড়াবোনা দুটি হাত
প্রেমের অঞ্জলি ভরে।

আজ যে উত্তাপে জ্বলছে হৃদয়
কিছুটা না হয় ফিরিয়ে দিব
সেদিন তোমায়,
দুখের নহরে চরপরা বালি
রেখেছি উষ্ণ আলিঙ্গনে

ফিরাবোনা তোমায় আমি শূন্য হাতে
সবই দিব, যা রেখেছি
বদ্ধ কপাটের জীর্ণ কুটিরে।

 

ছবি সংগ্রহ– নেট থেকে।

৯৪০জন ৮০৬জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ