
যে দ্বার দিয়েছো রুদ্ধ করে
সেথা আর আসবো না ফিরে,
অভিমান ভুলে যদি ডাকো কাছে
বাড়াবোনা দুটি হাত
প্রেমের অঞ্জলি ভরে।
আজ যে উত্তাপে জ্বলছে হৃদয়
কিছুটা না হয় ফিরিয়ে দিব
সেদিন তোমায়,
দুখের নহরে চরপরা বালি
রেখেছি উষ্ণ আলিঙ্গনে
ফিরাবোনা তোমায় আমি শূন্য হাতে
সবই দিব, যা রেখেছি
বদ্ধ কপাটের জীর্ণ কুটিরে।
ছবি সংগ্রহ– নেট থেকে।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ আপু। সত্যিতো খালি হাতে তাকে ফেরানো যাবে না, কিছু না কিছু তো তাকে দিতেই হবে। অফুরন্ত শুভকামনা রইলো। শুভ রাত্রি
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
বাহ্ সুন্দর। এতোকিছুর পরেও তাকে ফেরাবো না খালি হাতে। অভিমান আছে তাতে কি?
হালিমা আক্তার
প্রিয় মানুষকে কখনো ফেরানো যায় না। কিছু একটা দিতে হয়। অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সৌবর্ণ বাঁধন
বেশ সুন্দর। অভিমানী হৃদয় অভিমানে পুড়ে গেলেও প্রেমকে সহজে ভোলেনা কখনো।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। অভিমানে পুড়ে গেলেও প্রেমকে ভোলা যায় না। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অভিমানের অপূর্ব প্রকাশ — অভিমান ভুলে যদি ডাকো কাছে
বাড়াবোনা দুটি হাত
প্রেমের অঞ্জলি ভরে।
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইলো আপা।
ছাইরাছ হেলাল
চরের ঠিকানা পেলে হিসেব নিতে সুবিধে হতো।
হালিমা আক্তার
নদীর বুকে জেগে উঠা চর পায়না সমুদ্রের ঠিকানা। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আরজু মুক্তা
বাহ্। যদি অভিমান ভাঙ্গে।
তবুও ভোলা যায় না প্রেমকে।
শুভ কামনা
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপা।
উর্বশী
অভিমানী মন টা তো এমনই। ভুলে যেতে চাই বলেই কিন্তু ভুলিনা।মনে রাখতে চাইনা বলেই আবার মনেই রাখি বা থেকে যায়।মান- অভিমানের দোলাচলের সুন্দর অনুভূতির সাবলীল প্রকাশ। আন্তরিক শুভ কামনা অবিরাম।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
অভিমানের প্রতি পরতে-পরতে অনুরাগ লুকিয়ে থাকে, অভিমান আসে অধিকার থেকে। যার উপর অধিকার নেই, তার সাথে কোন লেনাদেনা নেই।
জানি না কি বুঝলাম!
ছোট কবিতায় ভালো লাগা রইলো।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
একদম সত্যি। অধিকার না থাকলে অভিমান হয় না।আর প্রিয়জনের সাথেই অভিমান করা যায়।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।