হদিস

তায়েবুল জিসান ৩ ফেব্রুয়ারি ২০১৩, রবিবার, ১০:৩২:৩৯অপরাহ্ন বিবিধ ৪ মন্তব্য

ক্ষয়ে যাওয়া শরীর, ক্রমশ আঁধারে নিমজ্জিত,
গা বেয়ে উঠতে থাকে আঁধারের পরগাছা কিছু উদ্ভিদ,
ক্ষয়প্রাপ্ত শরীর থেকে রক্তকোষ শুষে উদরপূর্তির জন্যে।

রাতের আঁধার ধীরে ধীরে ম্রিয়মান হয়ে মরীচিকার মত ফাঁকি দেয় ক্ষতবিক্ষত শরীরে,
শরীর কেন্দ্র রেখে গড়ে তোলে হিংসার দেয়াল।

অবশেষে শরীরের অবশিষ্ট বলতে কিছু থাকেনা।
শুধু পড়ে থাকে মস্তিষ্কহীন করোটি এবং,
চারপাশে ছড়ানো গুটিকয়েক মজ্জাবিহীন হাঁড়।

পরগাছা এবং দেয়ালের গা বেয়ে লেপ্টে থাকা গ্লানি,
স্পষ্টই বুঝা যায় মরীচিকার ক্ষীণ আলোয়।

শুধু হদিস মেলেনা স্রষ্টার রক্ত-মাংসের সৃষ্টির।।

-তায়েবুল জিসান
০১/০২/১৩

৫৬৩জন ৫৬৩জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন