আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি
প্রতিবাদের ভাষা যখন মুখে নিলাম,
বুলের আঘাতে প্রতিবাদী কবিতারা হলো ক্ষত-বিক্ষত
আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি।

আমি দেখিনি উনিশ শ একাত্তোরের যুদ্ধ
দেখিনি উনসত্তোরের গণ আন্দোলন,
দেখিছি আমি স্বৈর তন্ত্রের অবসান
করেছি লড়াই রাজাকারের বিরুদ্ধ।

আমি দেখেছি সে দিন,
ছাত্র সমাজের কি অপরিসীম ক্ষমতা
দেখিনি আমি বায়ান্ন ঊনসওত্তর,একাত্তোরের
ছাত্র আনন্দোলন,
আমি ছাত্র;
আজ গর্ব করে বলতে পারছি কি?
আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি।

আমি কান্না করেও কাদতে পারিনি
মুখ ফোটে প্রতিবাদের ভাষা বলতে পারিনি
সাম্যহীনতা আজ,
সমাজের রন্দ্রে রন্দ্রে
মধ্যবিত্ত বলে,
সব লেভেলে আমি চলতে পারিনি।

আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি
যান্ত্রিক বাহনের বাহারী মডেল ব্যাবহার
যাত্রী কেবল উচ্চবিত্ত তুমিই,
সাম্যহীনতার সামাজিক অবক্ষয়ে নিন্ম মধ্যবিত্ত যারা
বাদুর ঝুলা ঝুলে,
জ্যামে আটকে থেকেও প্রতিবাদী হতে পারিনি।

আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি
রাজনিতী করেন রাজনিতীবিদেরা
মাথা ঘামায় মোদি দোকানদার,
সাম্প্রদায়িকের দাঙ্গা লাগায়
অসাম্প্রদায়িক দেশ বলে
মুখে ফেনা তুলে ঐ যে,শাসন কর্তা
ভিক্ষারীর মতো ভোট চেয়ে বেড়ায়।

আমি প্রতিবাদ করেও প্রতিবাদী হতে পারিনি
কেউ শুনেনি কেউ শুনে না,
কেউ বলে না কেউ চায় না
প্রতিবাদ হবে,হবে না শব্দ,
শৃংখলা আইনে মুখ যে বন্ধ।

২৯৯৩জন ২৯৯২জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ