জৈষ্ঠ্যের প্রবল উত্তাপে প্রখর রশ্মির তেজে ঘামে সিক্ত মন, মন যেন প্রেমিক চাতক!-
শীতল প্রেমের জল পানের জন্য অস্থির,
হঠাৎ কেউ যেন হাত ধরে উত্তেজনার শীতল বরফের হিমঘরে ডুবিয়ে দিল–,
মনে হল শীতল বৃষ্টি আমাকে ঘিরে ধরল,—
অশ্লিলতার মধ্যে শালীনতার ভাস্কর্য দেখতে পেলাম–,
টাইটানিক জাহাজটা আবার ভেসে উঠল প্রেমপর্বের সুস্ঠু পুনরাবৃত্তি করতে,-
দেবদাস ও পারু আজ ও কোন অচিন
স্বপ্নের দেশে হাসি ,আবেগের রঙ্গীন খেলাতে ব্যস্ত-
হায় এ কেমন নিরাশার জীবন!
প্রেমবৃস্টির ঝরঝর ধারায় সারাদিন ভিজলেও মনের পিপাসা মেটে না!-
রামধনু রঙ্গের ফোয়ারাতে চারিদিক ভরে গেল!-
==========
কোলকাতা
২ আগস্ট, ২০১৫
১১টি মন্তব্য
ব্লগার সজীব
‘প্রেমবৃস্টির ঝরঝর ধারায় সারাদিন ভিজলেও মনের পিপাসা মেটে না!-‘ -{@ প্রেমের কবিতা অনেক সুন্দর হয়েছে অরুদিদি (y)
ছাইরাছ হেলাল
ভাই, সব ই ঠিক আছে, তবে আপনি আবার কোন রামধেনুর!! কথা বললেন!! (জাস্ট কিডিং)
নীতেশ বড়ুয়া
“প্রেমবৃস্টির ঝরঝর ধারায় সারাদিন ভিজলেও মনের পিপাসা মেটে না!-” এই লাইনটি দারুণ, তবে মনে যদি রামধনু থাকে তবে পিপাসা মিটে কিসে? ;?
মেহেরী তাজ
বুঝেছি বুঝেছি প্রেমের কবিতা। ভাল্লাগছে। 🙂
শুন্য শুন্যালয়
ভালোবাসায় অশ্লীলতা নেই।
হঠাৎ বৃষ্টিতে রামধনু রং ছড়িয়ে পড়েছে কবিতায়। সুন্দর হয়েছে আপু।
জিসান শা ইকরাম
ভালোবাসার একটি সুন্দর কবিতা পড়লাম
ভালো লেগেছে খুব।
অরুনি মায়া
সব ই ইচ্ছে শক্তির উপর নির্ভর করে। আমারাই পারি ভালবাসা কে পবিত্র রাখতে। আবার আমরাই পারি একটি নষ্ট ভাকবাসার জন্ম দিতে,,,,,,
লীলাবতী
ভালোবাসায় অশালীন কিছু নেই,অশ্লিল কিছু নেই।আপনার কবিতায় শেখার আছে অনেক কিছু।
নীলাঞ্জনা নীলা
ইস ভিঁজে গেলাম। আর যারা “রঙ” এর কথা বলে দিদি, আমার তো সন্দেহ হচ্ছে… :p
ভালোবাসা শ্লীল-অশ্লীল নয়। কিন্তু আমরা ভালোবাসাকে কলুষিত করি।
আপনার লেখা নিয়ে কি বলবো? নিদারুণতা কেটে যায় আপনার দারুণ লিখনী পড়ে। -{@
অরণ্য
খুব ভাল লাগলো লেখাটি। (y)
“প্রেমবৃস্টির ঝরঝর ধারায় সারাদিন ভিজলেও মনের পিপাসা মেটে না!
রামধনু রঙ্গের ফোয়ারাতে চারিদিক ভরে গেল!” – বেশ এঁকেছেন। (y)
শুভেচ্ছা। -{@
অরুণিমা
মোবাইল দিয়ে সোনেলা সাইট ভিজিট করি বলে সবার মন্তব্যের জবাব আলাদা আলাদা ভাবে দিতে পারছি না বলে আন্তরিক ভাবে দুঃখিত।মন্তব্য দিয়ে উৎসাহ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি -{@