হঠাৎ বৃষ্টি—–

অরুণিমা মন্ডল দাস ২৫ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ০৬:৪২:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১১ মন্তব্য

l.php [640x480]1
জৈষ্ঠ্যের প্রবল উত্তাপে প্রখর রশ্মির তেজে ঘামে সিক্ত মন, মন যেন প্রেমিক চাতক!-
শীতল প্রেমের জল পানের জন্য অস্থির,

হঠাৎ কেউ যেন হাত ধরে উত্তেজনার শীতল বরফের হিমঘরে ডুবিয়ে দিল–,
মনে হল শীতল বৃষ্টি আমাকে ঘিরে ধরল,—
অশ্লিলতার মধ্যে শালীনতার ভাস্কর্য দেখতে পেলাম–,
টাইটানিক জাহাজটা আবার ভেসে উঠল প্রেমপর্বের সুস্ঠু পুনরাবৃত্তি করতে,-
দেবদাস ও পারু আজ ও কোন অচিন
স্বপ্নের দেশে হাসি ,আবেগের রঙ্গীন খেলাতে ব্যস্ত-
হায় এ কেমন নিরাশার জীবন!
প্রেমবৃস্টির ঝরঝর ধারায় সারাদিন ভিজলেও মনের পিপাসা মেটে না!-
রামধনু রঙ্গের ফোয়ারাতে চারিদিক ভরে গেল!-

==========
কোলকাতা
২ আগস্ট, ২০১৫

৪৭১জন ৪৭১জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ