
মেয়ে তাঁর বড্ড রাগী জেদী আর অভিমানী।
কোনো কারণে একবার যদি বলে না তো না-ই। আর কারো বাপের সাধ্য নেই হ্যাঁ করায়, মেয়ের বাপের ও না। তাই তো তিনি সারাদিন না খেয়ে কোরবানির কাজ শেষ করে রান্না হওয়া মাত্রই খাবার প্যাকিং করে নিয়ে ছুটলেন মেয়ের কাছে। হঠাৎ বাবার আগমনে মেয়ে হতভম্ব, অশ্রুসিক্ত। কোনো রকমে অশ্রু লুকিয়ে বাবা মেয়েতে মিলে একসাথে খেয়ে নিলেন।
হ্যাঁ আমি আমার বাবার কথা বলছি। আজকে ঈদের দিনে বাবার থেকে পাওয়া স্পেশাল উপহার। বেশ কয়েকমাস যাইনি বাবার বাড়ি। কাল মা ফোন করে বললেন আসতে। আমি আসবো না বলে দিলাম। আমি জানতাম আজও ফোন দেবে তাই ফোন এয়ারপ্ল্যান মুড করে রেখে দিয়েছি কারণ বার বার না বলতে বিরক্ত লাগছিল। সকাল থেকে ফোন দিয়ে না পেয়ে মা কান্নাকাটি শুরু করেছেন। পরে ছোট ভাই ইনবক্স কল দিলো। কথা হলো, আসবো না জেনে মা বললেন ছোট ভাইয়ের হাতে খাবার পাঠাবে। আমি না করে দিলাম। তারপর নেট অফ করে ঘুমে গেলাম। রান্নাবান্না করে সবাই খেয়েছে শুধু বাবা খাননি। তাঁর একমাত্র তনয়াকে না খাইয়ে তিনি খাবেন না পণ করেছেন যে। তাই তো রান্না শেষ হওয়া মাত্রই খাবার নিয়ে ছুটে চলে এলেন জয়পুরহাটে। তারপর একসাথে বসে খেয়ে নিলাম। হয়তো পৃথিবীর সমস্ত বাবারাই তাঁদের কন্যাদের এমনি করেই ভালোবাসেন! সামলে রেখেন তাঁদের রাগী জেদী কন্যাশ্রীদের।
ছবি-নেট
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
কন্যা না থাকায় এই স্নেহ প্রদানের ইচ্ছে থাকলেও বাস্তবায়নের কোনো সুযোগ নেই আমার। তারপরেও উপলব্ধি করি আমার মধ্যে একই স্নেহ বহমান।
বাবা মেয়ের মাঝে এমন স্নেহের ঝর্না বহমান থাকুক।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কন্যা না থাকুক তবুও তো বাবা। সন্তানের জন্য এমন স্নেহ ভালোবাসা পৃথিবীর সমস্ত বাবাদেরই আছে/থাকে
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া
ভালো থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
সন্তানদের প্রতি ভালোবাসায় বাবারা একটু এগিয়ে থাকে সব সময়,
তবে জেদী কন্যা সন্তান হলে মনে হয় আর একটু এগিয়ে থাকে।
লিখুন এবং লিখুন।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন ভাইয়া
জেদি কন্যা সন্তানের প্রতি বাবাদের একটু বাড়তি কেয়ারিং থাকেই।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
বাহারাই শুধু মেয়েদের বুঝতে পারে এতোটা ভালোবাসে। আপনি লাকি আপনার বাবা আছেন। বাবা ও তার দেদি মেয়ে দুজনের জন্যই অফুরান ভালোবাসা।
রোকসানা খন্দকার রুকু
জেদি মেয়ে।
সুরাইয়া পারভীন
বুঝেছি তো♥️♥️
সুরাইয়া পারভীন
আলহামদুলিল্লাহ। আমিই সত্যিই ভীষণ লাকি। দোয়া করবেন আপু আরও অনেক অনেক দিন বাবার এমন স্নেহ ভালোবাসা যেনো পাই।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন সবসময় আপু
আরজু মুক্তা
এমন জেদ না ধরলে কিন্তু মা বাবা সহজে মেয়ের বাসা আসে না।
ভালো থাকুক সকল মা বাবা
সুরাইয়া পারভীন
তা ঠিক বলেছেন আপু। মাঝে মধ্যে একটু আধটু ঘাড় ত্যাড়া হতেই হয়
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
বাবা মানেই একটা আলাদা পৃথিবী, সেই পৃথিবীর পুরোটাতেই বসত করে প্রতিটি মেয়ে।
ভালো থাকুক সকল স্নেহপরায়ণ বাবা।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
মেয়েদের যেমন বাবার প্রতি একটু বেশিই কেয়ারিং
বাবাদেরও কন্যা সন্তানের প্রতি অনেক বেশি স্নেহ, ভালোবাসা আর কেয়ারিং থাকে।
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু
ভালো থাকুন সবসময় ❤️💖💖
নিতাই বাবু
পৃথিবীর সব বাবারা সব সন্তানের জন্য বটবৃক্ষের মতো বেঁচে থাকুক, এই কামনা করছি।
সুরাইয়া পারভীন
ভালো থাকুন পৃথিবীর সমস্ত বাবারাই
বেঁচে থাকুক যুগ যুগ ধরে বটবৃক্ষ হয়ে
অনেক অনেক কৃতজ্ঞতা জানাই দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
হালিমা আক্তার
মেয়েদের প্রতি বাবাদের আদর ভালোবাসা মনে হয় বরাবরই একটু বেশি থাকে। ভালো থাকুক বাবা-মেয়ে। অনেক অনেক শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
জেদী সন্তানদের প্রতি বাবা-মায়ের স্নেহ একটু বেশি ই থাকে। তবে বাবাদের ভালোবাসা কারো সাথে তুলনা চলেনা। বাবারা বটবৃক্ষের মতো নীরবে দাঁড়িয়ে থাকে ভালোবাসা বিলাতে। অফুরন্ত শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়