সেদিন হঠাৎ ই দেখা হয়েছিলো,
যদিও সেদিনই প্রথম দেখা ছিলো না।
আধো আলো ছায়ায় সন্ধ্যাটা ছিলো অন্যরকম,
অন্যরকম এক শিহরণ ছুঁয়েছিলো সেদিন।
লজ্জাবতী লতার ন্যায় গুটিয়ে নিয়েছিলাম নিজেকে।

লাজুক লাজুক অনুুুুভবে আঁচল তুলেছিলাম মাথায়।
প্রায় হাত দশেক দূরত্বে থেকেও কেঁপেছিলাম খুব।
বুঝছে পারছিলাম না কেনো এই পরিবর্তন?
তারপর প্রায় সারারাত ধরে কথা হতে লাগলো,
ভীষণ ভালোলাগায় কাটছিলো রাত দিন গুলো।
একটু সময় কথা না হলে প্রচন্ড মন খারাপ লাগতো,
এমনি এমনি অভিমানে গাল ফুলে যেতে।
নিজেকে যেনো অাবিষ্কার করলাম নতুন রূপে,
অনুভব করলাম দ্বিতীয় প্রেমের পর প্রথম-
প্রেম এসেছে জীবনে।
তার পর থেকে প্রতিটি দিন, প্রতিটি মূহুর্ত
মনে হতে লাগলো যেনো বসন্ত।

#ছবি_গুগল_থেকে

৫৩২জন ৪০৪জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ