
বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে!
মনে পড়ে কোন এক বৃষ্টি মুখর সন্ধ্যায়…
মধুর আলাপনে ভুলে গেছিলুম আপনারে!
শুনিয়েছিলে টেলিফোনে “জল পড়ে পাতা নড়ে”….
প্রকৃতির নিয়মে আজও মেঘ করে বৃষ্টি পড়ে!
জানো, শূন্য দৃষ্টিতে বৃষ্টি দেখি গ্রীলের ওপারে,
আমার ভিজতে ইচ্ছে করেনা ছুতো ধরে,
হার রোজ কতোনা বৃষ্টি আমার চোখে ঝরে!
বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে!
মনে পড়ে একছুটে ফোনে বলতুম! বৃষ্টি হচ্ছে ঝুম!
তুমি বলতে তবেতো ভালোই!বলে দাও বৃষ্টিকে,
সে যেন মন ভুলে না ছুঁয়ে দেয় তোমাকে!
এতো ঈর্ষা! ভালোবাসলে কবিতা শোনাতে হবে!
বলতে আবার বায়না!এই মেয়ে চুপ করে শোন তবে…
ফোনের এপারে আমি ওপারে তুমি নিরব।
বৃষ্টি আবৃত্তি করতো টুপটাপ কবিতার কলোরব!
বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে…!
মনে পড়ে, তুমি আর আমার নও আমিও অন্য সুত্রে!
বাহিরে বৃষ্টি ঝরে ঝরুক আমার মনে খাঁ খাঁ রোদ্দুর!
ভুলে গেলে কতো সহজে সব বন্ধন বিনি সুতোর।
স্মৃতিগুলো ঘর বেঁধেছে এখন আতসী কাঁচে।
বৃষ্টিতে না ভেজালে ও পোড়ায় ঠিকই সূর্যের আঁচে।।আকাশে কালো মেঘের বাড়ি,বৃষ্টি তোমাতে যাচে!
বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে!!!
২৭টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অপূর্ব কবিতা। মুগ্ধতায় আচ্ছন্ন। আহা , — বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে!!!
শুভ কামনা ।
খাদিজাতুল কুবরা
আপনার ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো।
আশা করছি আমরা পরস্পরের কলমের উৎসাহ হবো।
ভালো থাকুন শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
দারুণ লিখেছেন
বৃষ্টি না ছুঁয়েও তীব্র রোদ্দুর কিন্তু পোড়ায় রোজ
কবিতায় ভালোলাগা রইল
খাদিজাতুল কুবরা
আপু অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
আপনার ভালো লেগেছে এটাই প্রাপ্তি।
শুভেচ্ছা অবিরাম।
ইঞ্জা
বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে!
মনে পড়ে একছুটে ফোনে বলতুম! বৃষ্টি হচ্ছে ঝুম!
চমৎকার বৃষ্টি বিলাশ।
খাদিজাতুল কুবরা
আমার কবিতাটি অনুভব করে পড়েছেন।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভালো থাকবেন।
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা
ফয়জুল মহী
নিপুণ উপস্থাপন , ভীষণ ভালো লাগলো ।
খাদিজাতুল কুবরা
অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি অনুপ্রেরণা দেয়ার জন্য।
ভালো থাকুন শুভকামনা অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার। বৃষ্টি নিয়ে স্মৃতি , প্রেমের পরশ যেন ছুঁয়ে গেল বৃষ্টি কাব্যে। ভালো থাকুন সুস্থ থাকুন
খাদিজাতুল কুবরা
সুন্দর বিশ্লেষনের জন্য ধন্যবাদ আপু।
আপনি ও খুব ভালো থাকুন।
শুভকামনা নিরন্তর ।
সুপায়ন বড়ুয়া
বৃষ্টি হলেই তোমাকে মনে পড়ে!
মনে পড়ে একছুটে ফোনে বলতুম!
বৃষ্টি হচ্ছে ঝুম!
চলো সবাই নৃত্য করি
টাক ডুমা ডুম ডুম
ভাল লাগলো। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ এবং অফুরান শুভেচ্ছা রইলো সুহৃদ ।
আপনার জন্য ও নিরন্তর শুভেচ্ছা ।
তৌহিদ
প্রেমের খুনসুটি বেশ ভালোই তুলে এনেছেন লেখায়। অথচ যখন সম্পর্কে ভাটা পড়ে তখন মনে হয় এসবই কি মিথ্যে ছিলো?
আপনি কিন্তু দারুণ কবিতা লেখেন আপু। ভালো থাকুন সবসময়।
খাদিজাতুল কুবরা
প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হলাম।
আসলে আমার মনে হয় পৃথিবীতে সব কিছুই নশ্বর,
তাই সম্পর্ক ও তেমনই শেষ হয়ে যায়।
কিন্তু অনুভূতিগুলো মিথ্যে নয়।
ভালো থাকুন শুভকামনা থাকলো।
কামাল উদ্দিন
প্রকৃতির নিয়মে বৃষ্টি ঝড়ে পৃথিবী শীতল হয়, হয়ে উঠে সবুজ। কিন্তু সবার মন সেই বৃষ্টিতে শীতল হয় না। বরঞ্চ এই সময়ে কিছু স্মৃতি মনটাকে নষ্ট্যালজিক করে তোলে। আমার মনে হয় বৃষ্টি সব সময়ই মানুষের মনটাকে স্মৃতি কাতরতায় ভোগায়। সুন্দর কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
খাদিজাতুল কুবরা
কবিতার অন্তরাত্মা স্পর্শ করেছেন আপনি।
খুব সুন্দর ব্যাখাও করেছেন।
ভীষণ অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলোো।
প্রদীপ চক্রবর্তী
দারুণ কাব্যকথন।
ভালো লাগলো অনেক।
খাদিজাতুল কুবরা
আপনার ভালো লাগায় আমার ক্ষুদ্র প্রয়াস স্বার্থক হয়েছে।
অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
বৃষ্টি মানেই রোমান্টিকতা।
ভালো লাগলো
খাদিজাতুল কুবরা
আপু ভালোবাসা রইলো একরাশ।
উৎসাহ পেলাম।
শুভেচ্ছা অফুরান।
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক
সত্যই বৃষ্টি হলেই জানি
কেমন করে ভাবনাগুলো
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
আশা করছি সাথে থাকবেন।
ধন্যবাদএবং শুভেচ্ছা রইলো।
জিসান শা ইকরাম
স্মৃতিময় কবিতা,
বৃস্টির দিনেই আসলে এসব মনে পড়ে।
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
স্মৃতি বৃষ্টির সাথে একাত্মতা প্রকাশের জন্য অশেষ ধন্যবাদ।
বৃষ্টি আমাদেরকে একটি বিশুদ্ধ প্রকৃতি উপহার দেয়, সেই সাথে মনের জরা ধুয়ে মধুর স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়।
আপনার ভালো লেগেছে এটা আমার কলমের প্রাপ্তি।
নিরন্তর শুভেচ্ছা রইলো।
হালিম নজরুল
বৃষ্টি আসুক, ঝুম বৃষ্টি, কবিতার বৃষ্টি
খাদিজাতুল কুবরা
বাহ্ চমৎকার আহ্বান
কবিতার বৃষ্টি নামুক।
তবে নামুক!
অনেক ধন্যবাদ আপনাকে