স্বৈরাচারীর মিলনমেলা

শায়লা খান ২২ জুলাই ২০২০, বুধবার, ১২:৩১:০৬অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

স্বৈরাচার হটাও, দেশটাকে বাঁচাও বলে
যে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়েছিল
সারা বাংলা
গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঢেলেছিল বুকের রক্ত,
কৃষক, শ্রমিক, দিনমজুর আপামর জনতা
কাঁধে কাঁধ মিলিয়ে পাহারা দিয়েছিল বাংলা মাকে
শত বুলেটের আঘাতেও ছাড়েনি রাজপথ।

সেই রাজপথ আজ কলুষিত চলছে অবিরত
দুর্নীতিতে নাম্বার ওয়ান করে পুকুরচুরি
সাহেব সেজে ঘুরে বেড়ায় করে সিনা জুড়ি,
মাগো তোমায় মুক্ত করতে তোমার সন্তানেরা শক্ত হাতে অস্ত্র ধরে উৎখাত করলো রাজাকার
তোমার বুকেই জন্ম নিল অত্যাচারী স্বৈরাচার।

হারিয়ে গেছে শিক্ষার মান নেমেছে ধ্বস
যত্রতত্র কু শিক্ষার বেড়েছে অনেক যস,
অবিচার আর খুনখারাপির নাই যে কোন শেষ
কেমন করে কালি মুক্ত হবে আমার দেশ,
কত উত্থান আর পতন হলো
কত সরকার এলো গেল স্বৈরাচার রয়েই গেলো।

তারিখ – ২২.৭.২০১৯

৪৯০জন ৪০২জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ