জীবন তো একটা যুদ্ধ স্হান,কেউ হারে আর কেই জিতে, আমি শুধু হেরে গেলাম।
স্বার্থের সংসার,,
ভাইয়ের মমতা,
ভাই যদি না বোঝে!
তোমার আমার কি?
স্বার্থসিদ্ধিতেই ভাই হয়েছে মগ্ন
বিষয় আসয় সব নিয়েছে ঠকে,
একান্ত নিজ পরিবার পরিজন।
চেয়ে দেখবে জগৎ,
হাসবে মানুষ,
যেদিন ছেড়ে যাবার সময়টুকুই হবে!
আপন সন্তান থাকবেনা তারাই পাশে,
স্ত্রী সেদিন ধন গুটাবে,
ভাববে মরবো আমি এবার
চিন্তারোগেতেই স্বামী,
সমাজ চোখেতেই লাগবে যেন ভালো,
সরল হৃদয়ে খুঁজবে সেদিন বন্ধু!
দেখেছি শুধুই তারই মনের ভিতর কালো।
ওরে পাগল মন!
এই তো জগৎ হলো,
সমাজ সংসার?
একই জোঠরে মাত্রীস্নেহ,
ভালোবাসা,
কোথায় হারিয়ে গেলো
আপন ভাইয়ের মমতা।
সঞ্জয় মালাকার //
১৯টি মন্তব্য
কামাল উদ্দিন
পরাজয়ে ডরে না বীর। জীবনটা সত্যিই একটা বড় যুদ্ধক্ষেত্র, মৃত্যুর আগ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনও বিকল্প নাই।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন ভাইজানা, জীবন একটা যুদ্ধক্ষেত্র যা কখনো শেষ হয়না, চলতেই থাকে মৃত্যুর আগপর্যন্ত।
ধন্যবাদ শ্রদ্ধে ভাই জান।
কামাল উদ্দিন
যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গিকারে আছি সাথে, সব সময়।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, পাশে আছেন থাকবেন সব সময় এই পত্যাশা।
নুর হোসেন
আমরা পরাজিত নানা ভাবে বিভিন্ন কৌশলে,
শ্রেষ্ট নয় আমরা জগতের পরাজিত জীব।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, শুভেচ্ছা রইলো।
জিসান শা ইকরাম
জগতটাই এমন দাদা, কেউ কারো নয়।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান।
সুরাইয়া পারভিন
স্বার্থের দুনিয়াতে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।
নিজেকে ছাড়া চোখে আর পড়ে না কিছুই। সুন্দর লিখেছেন
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, ঠিক বলেছেন, কিন্তু আমি এ-থেকে বিরতি।
নিতাই বাবু
সমাজের প্রতিটি সংসারেই কারোর-না-কারো সংসারে এমন স্বার্থবুদ্ধির ব্যক্তির অভাব নেই। সবাই নিজের আখের গোছানোর ধান্ধাই বেশি রত থাকে।
ভালো লিখেছেন। শুভকামনা সবসময়।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন, আপনারা জন্য রইলো শুভ কামনা।
এস.জেড বাবু
স্বার্থের চোখ অন্ধ-
স্বার্থপরতার ঘুন পোকা তুই চোখে কালো চশমা পড়িয়ে দেয়।
আর কিচ্ছু বলার নেই।
সবার মঙ্গল কামনা করছি।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে বাবু ভাই,
স্বার্থপরতার ঘুন পোকা তুই চোখে কালো চশমা পড়িয়ে দেয়, আমারা সম্পর্ক আনন্দের সম্পর্কে থাকতে চাই।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
জ্বী
সম্পর্কের মাধ্যমে সুসম্পর্ক ধরে রাখতে চাই।
শুভেচ্ছা আপনাকে
অনন্য অর্ণব
ভাই হয়েছে যেদিন ভাগ হয়েছে সেদিন। তবুও ভাই কিন্তু খুবই মূল্যবান একটা সম্পর্ক।
সঞ্জয় মালাকার
তা অবশ্যই ঠিক, তবুও সম্পর্কের মাঝে কুট তৈরি করে স্বার্থ।
অসংখ্য ধন্যবাদ অর্ণব দাদা, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
সত্যি স্বার্থের জালে আমরা সবাই জড়িয়ে আছি।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দিদি, কিন্তু বেরিয়ে আশাটা খুব প্রয়োজন।
ধন্যবাদ শ্রদ্ধে দিদি শুভেচ্ছা রইলো।