স্বার্থের সংসার,,

সঞ্জয় মালাকার ২৭ নভেম্বর ২০১৯, বুধবার, ১২:৩৮:৫৯পূর্বাহ্ন বিবিধ ১৯ মন্তব্য

জীবন তো একটা যুদ্ধ স্হান,কেউ হারে আর কেই জিতে, আমি শুধু হেরে গেলাম।

স্বার্থের সংসার,,

ভাইয়ের মমতা,
ভাই যদি না বোঝে!
তোমার আমার কি?
স্বার্থসিদ্ধিতেই ভাই হয়েছে মগ্ন
বিষয় আসয় সব নিয়েছে ঠকে,
একান্ত নিজ পরিবার পরিজন।
চেয়ে দেখবে জগৎ,
হাসবে মানুষ,
যেদিন ছেড়ে যাবার সময়টুকুই হবে!
আপন সন্তান থাকবেনা তারাই পাশে,
স্ত্রী সেদিন ধন গুটাবে,
ভাববে মরবো আমি এবার
চিন্তারোগেতেই স্বামী,
সমাজ চোখেতেই লাগবে যেন ভালো,
সরল হৃদয়ে খুঁজবে সেদিন বন্ধু!
দেখেছি শুধুই তারই মনের ভিতর কালো।
ওরে পাগল মন!
এই তো জগৎ হলো,
সমাজ সংসার?
একই জোঠরে মাত্রীস্নেহ,
ভালোবাসা,
কোথায় হারিয়ে গেলো
আপন ভাইয়ের মমতা।

সঞ্জয় মালাকার //

১জন ১জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ