
স্বার্থবাদী….
স্বার্থ সিদ্ধিতে মগ্ন মন….
সংসার হয়েছে মিথ্যে আচরণ ,
পাপ হয়েছে নিয়ম নিতি
সম্পর্ক হয়েছে সমাপ্তি!
স্বার্থ সিদ্ধিতে…মরিয়া মানব
সম্পদ হয়েছে সংসারে আপন,
কে পাবে কে খাবে…
কে নেবে ভিটেমাটি দখল..
এই নিয়ে ব্যাস্ত সকল!
আপন হয়েছে পর….
বিত্ত বেসাত হয়েছে আপন,
ভাই বোন সকলি পর?
ঘর বাড়ি বিষয় সম্পত্তি, ভাইয়ের কাছে হয়েছে আপন।
হাতে ঘোনা দিন…. কখন আসিবে মৃত্যু দোয়ারে, মরিবো আমি..কে পাবে কতো ভাগে..এই নিয়ে ব্যেস্ত সকলের .?
আমি নয়তো কারও আপন…
স্ত্রী পুত্র সকলি স্বার্থ পর..সম্পদ হয়েছে আপন..
সবাই চেয়ে আছে কখন বন্ধ হবে নিশ্বাস
কে নেবে রাজত্ব… আমি কি এতই পর!
স্বার্থ লোভে জল পেলে সবাই…..
দুদিনের মায়া,স্বার্থ সিদ্ধিতে সবি কায়া।
ঘর বাড়ি বিষয় সম্পত্তি সবি থাকিবে পরে
আমি তো থাকিব দুদিন, কি লাভ হবে আমার আমা করে…
সবি নিয়ে যাও, মিছে কেঁদনা আমারে ধরে।
সব নিয়ে যা-ও আমায় মুক্তি দিও সসম্মানে
সম্পর্ক জুড়ে রেখো মানুষ মানুষের হয়ে
সম্পর্ক করনা সম্পদের ভাগে।
কে নিয়ে যাবে বিষয় সম্পত্তি – কেউ নিয়ে যাবে না
সবি পরে রবে এ পারে!
তুমি চোখ বন্ধ করিলে সবি অন্ধ এপার ওপার দুই কূলেই তুমি শূন্য।
ভালোর পরিণাম জন্মথেকে প্রজন্ম পর্যন্ত
আর স্বার্থের পরিণাম দুদিনের আনন্দ।
১৫টি মন্তব্য
মনির হোসেন মমি
কে পাবে কে খাবে…
কে নেবে ভিটেমাটি দখল..
এই নিয়ে ব্যাস্ত সকল!
মানুষের মাঝে যদি এই বিশেষ চিন্তাটি বিরাজ না করত তবে দুনিয়াতে শান্তি বিরাজ করত।
সঞ্জয় মালাকার
হুম ঠিকই বলছে আপনি – ধন্যবাদ ভাইয়া
শুভ কামনা রই।
ছাইরাছ হেলাল
স্বার্থপরতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে।
এ থেকে মুক্তির উপায় নেই।
সঞ্জয় মালাকার
হুম একদম সত্যি বলেছেন হেলাল ভাই,
ধন্যবাদ আপনাকে সন্ধ্যা কালীন শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
নিজের টা আগে।।ভেবে ভেবে নিজের আনন্দ মাটি করে দিচ্ছি।। আনন্দ শেয়ার করলে আনন্দ বাড়ে।আমি মানুষ এটাও ভুলে যাই।
সঞ্জয় মালাকার
ঠিকই বলেছেন মুক্তা আপু আমরা অন্যের আনন্দ কখনো বুঝি না – আমরা নিজের আনন্দ নিয়ে ব্যাস্ত থাকি।
ধন্যবাদ আপু শুভ কামনা রইলো ।
সাবিনা ইয়াসমিন
পাপ যদি নিয়ম নীতিতে পরিনত হয় সেখানে সম্পর্কের সমাপ্তি ঘটবেই।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
হু ঠিকই বলেছেন আপু..আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার জন্যও শুভ কামনা 🌷🌷
সাবিনা ইয়াসমিন
ভালো থাকবেন 🌹🌹
শামীম চৌধুরী
স্বার্থপরতায় যে আনন্দ আসে সেটা কোন আনন্দই না। আনন্দ চাই নিঃস্বার্থ। খুব ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন ভাইয়া , ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
সবাই স্বার্থপর! আসলেই কি তাই? মনে হয় না। স্বার্থপর হলে আপনি আমি আমরা কি এমন সুন্দর ভাবে থাকতে পারতাম? মনে হয় না।
তবে হ্যা অনেকেই স্বার্থপর। তাদের এড়িয়ে চলাই উত্তম।
ভালো লিখেছেন ভাই।
সঞ্জয় মালাকার
হু ঠিকই বলেছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।
আপনার জন্যও শুভ কামনা 🌷🌷
জিসান শা ইকরাম
মৃত্যুর সময়ে কিছুই যাবেনা আমাদের সাথে।
তারপরেও আমরা স্বার্থপরতা ত্যাগ করতে পারিনা।
ভাল লেগেছে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা 🌹
সকাল বেলার শুভেচ্ছা রইলো ।