স্বাধীনতাকে কি ভুলে গেছো?

ইঞ্জা ২১ জানুয়ারি ২০১৯, সোমবার, ১০:৪৩:৪০পূর্বাহ্ন মুক্তিযুদ্ধ ১২ মন্তব্য

 

স্বাধীনতা সে কি ইতিহাস, নাকি পতাকার মাঝে জ্বলজ্বলে রক্ত পিন্ড
ভুলে গেছো কি সেইসব দিন রাত, পথে ঘাটে হতো রক্তপাত
খাবলে খাবলে খেতো শকুনে বক্ষ পিঞ্জর, ঠা ঠা করে হাসতো হায়েনার দল
ভুলে গেছো কি মা বোনদের রক্তাক্ত ধর্ষিত যত্রতত্র পড়ে থাকা লাশ, রাজাকার পাক হায়েনাদের রক্ত উল্লাস, স্বাধীনতা সে কি ইতিহাস
তোমরাই ছিলে, তোমাদের পিতা মাতাই ছিলো সেই যোদ্ধা, যারা রে রে রে রে করে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো
হায়েনারা ঠা ঠা ঠা করে মেসিন গান চালাতো,
ওরা বুক পেতে স্ব উল্লাসে ওদের ঠেকাতো
তোমরা কি করে ভুলে গেলে সেই রক্তঝরা দিন গুলি, কিভাবে ভুলে থাকলে মা বাবা ভাই বোনের আত্মচিৎকার
ভুলে গেলে চলবেনা স্বাধীনতা সে ইতিহাস নয়
ভুলে গেলে চলবেনা ঐ রক্ত পিন্ড তোমার নয়
ভুলে গেলে তুমি তোমার দেশ হারাবে, হারাবে তোমার অস্তিত্ব
তখন আবার রাজাকার বাহিনী খুবলে খাবে ঐ পতাকা, যা হতে দিওনা দিওনা দিওনা।।

 

১২৯০জন ১২৯০জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ