স্বাধীনতা সে কি ইতিহাস, নাকি পতাকার মাঝে জ্বলজ্বলে রক্ত পিন্ড
ভুলে গেছো কি সেইসব দিন রাত, পথে ঘাটে হতো রক্তপাত
খাবলে খাবলে খেতো শকুনে বক্ষ পিঞ্জর, ঠা ঠা করে হাসতো হায়েনার দল
ভুলে গেছো কি মা বোনদের রক্তাক্ত ধর্ষিত যত্রতত্র পড়ে থাকা লাশ, রাজাকার পাক হায়েনাদের রক্ত উল্লাস, স্বাধীনতা সে কি ইতিহাস
তোমরাই ছিলে, তোমাদের পিতা মাতাই ছিলো সেই যোদ্ধা, যারা রে রে রে রে করে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো
হায়েনারা ঠা ঠা ঠা করে মেসিন গান চালাতো,
ওরা বুক পেতে স্ব উল্লাসে ওদের ঠেকাতো
তোমরা কি করে ভুলে গেলে সেই রক্তঝরা দিন গুলি, কিভাবে ভুলে থাকলে মা বাবা ভাই বোনের আত্মচিৎকার
ভুলে গেলে চলবেনা স্বাধীনতা সে ইতিহাস নয়
ভুলে গেলে চলবেনা ঐ রক্ত পিন্ড তোমার নয়
ভুলে গেলে তুমি তোমার দেশ হারাবে, হারাবে তোমার অস্তিত্ব
তখন আবার রাজাকার বাহিনী খুবলে খাবে ঐ পতাকা, যা হতে দিওনা দিওনা দিওনা।।
১২টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভুলে গেলে তুমি তোমার দেশ হারাবে, হারাবে তোমার অস্তিত্ব
তখন আবার রাজাকার বাহিনী খুবলে খাবে ঐ পতাকা, যা হতে দিওনা দিওনা দিওনা।
চমৎকার (y)
কবিতা পাঠ করালে ঝাঝালো হত।
সাবিনা ইয়াসমিন
আগুন ঝরানো এক কবিতা লিখেছেন ইঞ্জা ভাইজান।
আপনার ভ্রমন কাহিনীর মতো কবিতাও অস্বাধারন হয়েছে,,,,
ভালো থাকুন,, শুভ কামনা রইলো। -{@
ইঞ্জা
অপরিসীম ধন্যবাদ প্রিয় আপু
জিসান শা ইকরাম
নতুন প্রজন্ম প্রায় ভুলেই গিয়েছে স্বাধীনতা যুদ্ধের কথা।
৭১ এর যুদ্ধটা অত্যন্ত স্বল্প মেয়াদী ছিলো, এটি কমপক্ষে ১০ বছর ব্যাপী হওয়া উচিৎ ছিলো, তাহলে বুঝতো সবাই স্বাধীনতার মর্ম কি।
শুভ কামনা ভাই।
ইঞ্জা
আপনার সাথে শতভাগ সহমত ভাইজান।
রিতু জাহান
সবকিছু নষ্টদের দখলে চলে গেলে আর নিজেদের অস্তিত্ব থাকবে না। তবে কি নস্ট শুধু রাজাকারের দলই!! যারা প্রতিনিয়ত দূর্ণিতি করছে তারা কি?
নষ্টদের আসলে কোনো দল নেই। এরা নষ্ট।
দারুন লিখেছেন ভাইজু।
ইঞ্জা
আপু, উপরে দেখুন জিসান ভাই কি বলেছেন, উনার কথাটিই সত্য, ফলশ্রুতিতে দেশের প্রতি আমাদের মায়া মমতা তেমন নেই।
মোঃ মজিবর রহমান
সুন্দর বলেছেন ভাইজান।
আসলে বাস্তব কি জানেন??? স্বাধীনতার পর ন্যায় বিচার, সততা, উঠে যাওয়া বড় কারণ।
বাংলার নায়ক, রাজু আহমেদের নাম জানেন। এক বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু দুর্ভাগ্য স্বাধীনতার কয়েক বছরের মাথায় ঢাকায় খুন হন েই নায়ক। তাঁর ভাই সাংবাদিক মরহুম আমিনুর হক বাদশা তলহন বংগবন্ধুর ব্যাক্তিগত সহকারী ছিলেন। ভাইয়ের বিচার চেয়ে না পেয়ে তিনি দেশ্ত্যাগ করে সুদুর যুক্তরাজ্যে পাড়ি জমান। বংগবন্ধুও সেই বিচার করেনি।
ঠীক সুরকার, গীতিকার বীর মুক্তিযোদ্ধা গতকাল ইহকাল ত্যাগ করলেন, সেও বঙ্গবন্ধু কন্যার কাছে ভাই হত্যার বিচার চেয়ে গৃহবন্দি হয়েছিলেন।
েই ব্যাক্তিদ্বয় যদি কিচ্ছু জোর গলায় বলেন তাঁদের কি বলবেন। হয়তো লেখার সাথে বেমানান। কিন্তু অনেক বীর মুক্তিযোদ্ধা বিচার পাইনি পেয়ে ছে রাজাকার।
আজ দেশ যদি স্বাধীনতার পর সত্য ও ন্যায় বিচারে চলত তাহলে মুক্তিযোদ্ধাদের মাঝে এতো বিভেদ হতো না।
তবে এবার আশায় বুক বাধি সত্য ও ন্যায়ে থাকুক বর্তমান প্রধানমন্ত্রী। (3 -{@
ইঞ্জা
শতভাগ সহমত ভাই, দেশটা নষ্টদের দখলে চলে গেছে।
তৌহিদ
আমরা আসলেই ভুলে যেতে বসেছি স্বাধীনতাকে। এ যুগের তরুন সমাজ জানেনা এর মাহাত্ম্য। লজ্জায় নাথা নত হয়ে আসে।
নৃ মাসুদ রানা
আহা! সেকি মর্মকথা।
ইঞ্জা
ধন্যবাদ ভাই