
স্বরূপ বন্ধুরে আমি এতো ভালোবাসি
কক্খনো নয় তা জলে জলধির তুল,
যদি ভাবো অবারিত ফসলের হাসি
জেনো তা কিঞ্চিত নয় পূরো হবে ভুল।
বলছি না আন্দাজে তা এমনই জবান
বিস্তর বিশ্বাসে জাগা নীলিমার মতো,
কিংবা আস্থায় আছে সামান্য লোবান
দানিছে পুষ্পিত বাগ হেসে রোজ যতো।
অটুট বন্ধনে জাগে প্রকৃতির সারি
জানি সেথা ঋতু করে পালাক্রম খেলা,
অম্বুদও সর্বদা গায় আষাঢ়েই জারি
গগনের বক্ষে বেঁধে মমতায় ভেলা।
তবু যদি ভাঙে চাপে হীরকের মন,
ক্ষনিকও থাকে কি তার শুদ্ধ বিচ্ছুরণ!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাহ সুন্দর এক অনুভূতির ছোয়া কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সৈকত দে
সনেট নামটা শুনলেই যে কবি মাইকেল মধুসূদন দত্ত এর কথা মনে পড়ে।এই কবিতা গুলো অনেক কৌতুহল নিয়ে পড়ি।অসাধারণ লিখেছেন অনেক সুন্দর।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
সনেট শুনলেই মনে পড়ে ” কপোতাক্ষ নদে” এর কথা।সতবক মিলিয়ে সনেট লেখা খুব কঠিন। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
জী আপু!
সনেট লেখা সত্যিই খুব কঠিন।
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।