
বৈচিত্র ময় রাতে কবিতার ক্রন্দন নেই
আর্তনাদ শুধু মেঘের দোসর জল বয়;
দেখো- চোখের ভিতর বালুচর- আর
থৈ-থৈ জল ঢেউ খেলা বুকের কিরা নায়;
ডুবে যাচ্ছে- যাচ্ছে সব প্রণয়ের ভাবনা-
তবু সান্ত্বনা হও কবিতা! এই ফাল্গুন কিংবা
চৈত্রের পোড়া অনল কোন কবির মনে!
অতঃপর উন্মোচন হলো কবিতার যত সব স্বপ্ন।
১৩ ফাল্গুন ১৪২৮ ২৬ ফেব্রুয়ারি ২২
পাঠের লিং- https://youtu.be/_V2pdte1p7Q
৮টি মন্তব্য
ফয়জুল মহী
এই স্বপ্নই কবিতাকে সুন্দর ও সৌন্দর্য করবে
আলমগীর সরকার লিটন
জি কবি মহী দা তাহলে কবিতার ক্রন্দন গেলো কথায়
ভাল ও সুস্থ থাকবেন—–
হালিমা আক্তার
কবিতার ক্রন্দন চাইনা। কবিতার হাসিতে ভরে উঠুক খাতার পাতা। শুভ রাত্রি।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু সুন্দর বলেছেন কিন্ত সত্যই কবিতা ক্রন্দন নেই
ভাল ও সুস্থ থাকবেন—–
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপলব্ধির ব্যক্ততা কবি দা!
শুভ কামনা জানবেন সতত!
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
পাঠে সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মোঃ মজিবর রহমান
খুব ভাল উপ[অলদ্ধির কাব্য স্বপ্নময় কবিতা চাই কবি লিটন ভাই।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
পাঠে সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–