স্বপ্ন : অতন্দ্রিলা-১

অদ্ভুত শূন্যতা ২ আগস্ট ২০১৩, শুক্রবার, ১১:২৩:৪৫অপরাহ্ন বিবিধ ৫ মন্তব্য

অতন্দ্রিলা, দেখেছো, পাখিগুলো কি মন খুলে আকাশে ওড়ে!
ডানা ঝাপটিয়ে অমন উথাল পাথাল উড়াউড়ির একটা
পাখি-জীবন যদি পেতাম!
কতদিন ভাবি,অতন্দ্রিলা, প্রজাপতির রঙ নিয়ে ছবি আঁকি,
মন হারানো এক বিহবল জলছবি এঁকে তোমাকে পাঠাই,
হয় না অতন্দ্রিলা, হয় না, কিচ্ছু হয় না,কিচ্ছুটি না

১৫০১জন ১৫০২জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ