স্বপ্নের রাজকন্যা

ইসিয়াক ২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৬:০২:৪২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

এ্যাঁই মেয়ে,শোন মেয়ে!
তুমি কি এসেছিলে আমার স্বপ্নে?
দিয়েছিলে কি মৃদু টোকা ,
মনের দরজায়?
একেবারে অবিকল
সেই মুখ, সেই চোখ, সেই হাসি!
এতটা মিল কি করে হয়!
যাকে দেখেছি আমি গতরাতে।
বলো না মেয়ে,
তুমি কি এসেছিলে আমার স্বপ্নে?

১০৬৭জন ৯৯৯জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ