স্বপ্নঃ অতন্দ্রিলা – ৩

অদ্ভুত শূন্যতা ১২ আগস্ট ২০১৩, সোমবার, ০৮:৪৯:০৬অপরাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

কাল রাতে জোৎস্না ছিল ছাদে, আকাশ জুড়ে থৈ থৈ চাঁদের আলো।
এক শীতল বিষন্নতায় বুকের গহীনে অদ্ভুত মগ্নতা জেগে ওঠে,
আর সারারাত আমি যেন রাতপ্রহরী হয়ে জেগে থাকি।
অতন্দ্রিলা, আত্মমগ্নতায় আমি কুড়িয়ে যাই বিষন্নতার চন্দ্রালোক….

৪৮৯জন ৪৮৯জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ