
তোমার কথা পড়লে মনে,
আকস্মিক স্নায়ুচাপ যায় বেড়ে।
মস্তিষ্ক থেকে সৃষ্ট হয়ে দেহের-
বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা
অত্যন্ত সুক্ষ্ম তারের মতো স্নায়ুজাল হয় ক্ষতিগ্রস্ত।
তীব্র চাপের মুখে পড়ে স্নায়ুগুলো যায় কুঁকড়ে।
দুমড়ে মুচড়ে সংকোচিত প্রসারিত হয়।
ফলে-
বিপর্যয় ঘটে স্মৃতির
বিকলাঙ্গ হয় বুদ্ধির
অকেজো হয় অঙ্গ-প্রতঙ্গ
অকারণে হই ধৈর্যচ্যুত
মূর্ছা যাই যখন তখন
দীর্ঘদিন তোমায় ভেবে ভেবে,
তোমায় পাবার ইচ্ছে মনে চেপে,
অসংখ্য রাত্রি জাগরণের ফলে,
ক্রমাগত দুর্বল হয়ে গেছে স্নায়ুতন্ত্র,
কার্যক্ষমতা হারিয়ে হয়েছে বিকারগ্রস্থ
ক্ষুধা তৃষ্ণা কাম ক্রোধ জ্বালা-যন্ত্রণা
অনুভূতি গুলো হয়েছে বিনষ্ট।
২৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
স্নায়ুরোগের যথাযথ উপসর্গ দেখতে পেলাম।
সমস্য হলো এই রোগ যতদিনে ছড়িয়ে পড়ে, রোগী নিজেই বুঝে নেয় সবকিছু, তখন খুব দেরি হয়ে যায়। রোগের চিকিৎসা থাকলেও চিকিৎসা নিতে অপরাগ হয় রোগীরা।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আর তখন দৃষ্টি হয় স্থির
নির্বোধ নিরব নিস্তব্ধ হয়ে
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে-
থাকতে হয় অসীমে
কৃতজ্ঞতা অশেষ আপু
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় 💜 💜
সাবিনা ইয়াসমিন
হ্যা ঠিক তাই হয়। নির্বাক স্থির হওয়া দৃষ্টি দিয়ে আদতে কিছুই দেখা হয় না।
সুরাইয়া পারভীন
একদম এই ফিচার ছবিটার মতো হয়ে যায়
তাই অনায়াসে বলায় যায়
ভালোবাসার আরেক নাম স্নায়ুরোগ
প্রেমিকার আরেক নাম স্নায়ুরোগী
সাবিনা ইয়াসমিন
সহমত ❤❤❤❤
পার্থ সারথি পোদ্দার
স্নায়ুরোগীর স্নায়ুচাপ,স্নায়ুজাল,স্নায়ুতন্ত্র নিয়ে সুন্দর উপস্থাপনা।ভালো লাগল,আপু
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
এভাবে প্রতিনিয়ত স্নায়ুর উপর চাপ পড়লে শরীরের অনেকটা অকেজো হয়ে যায়, বিকলাঙ্গ হয়। ছবিটার সাথে লেখা পুরোপুরি মিলে গেছে। আপু আপনি ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
ছবিটা অনেক আগের দিদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
স্নায়ুর চাপ, স্নায়ুতে থাকুক, লেখার মুন্সিয়ানায় না।
কড়া কথা কিন্তু।
স্নায়ু এবার তুমি পালিয়ে বাঁচ, আমরা একটু লেখায় থাকি।
সুরাইয়া পারভীন
আপনার আদেশ শিরোধার্য্
স্নায়ুচাপকে দুপায়ে দলিয়ে
মস্তিষ্ক ফ্রেশ রাখতে পুরোপুরি লেখালেখিতে
মস্তিষ্ক ব্যয় করবো ইনশাআল্লাহ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
বিপর্যয় ঘটে স্মৃতির
বিকলাঙ্গ হয় বুদ্ধির
অকেজো হয় অঙ্গ-প্রতঙ্গ
অকারণে হই ধৈর্যচ্যুত
মূর্ছা যাই যখন তখন।
বিপর্যয়ে এমনি হয়।.
শুভকামনা দিদি
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না!
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
দেখা হলেও যন্ত্রনা আবার না হলেও মনে কষ্ট। এ দেখছি শাখের করাত। খুব ভাল লাগলো আপু।
সুরাইয়া পারভীন
একদম তাই
মেতে আসতে কাটে
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
হালিম নজরুল
শুভকামনা রইল।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“দীর্ঘদিন তোমায় ভেবে ভেবে,
তোমায় পাবার ইচ্ছে মনে চেপে,
অসংখ্য রাত্রি জাগরণের ফলে,
ক্রমাগত দুর্বল হয়ে গেছে স্নায়ুতন্ত্র,”
এই রোগটা বড় বিপজ্জনক।
যত তাড়াতাড়ি ভুলা যায় ততই ভাল।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আদৌও কী ভোলা যায় দাদা!!
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন আপু
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
যে কোনো কিছুতে স্নায়ুর চাপ থাকে বৈকি। ভালোবাসা একটি জটিল বিষয়, জটিল বিষয়ের স্নায়ুর চাপ তো আরো জটিল হবে।
ভালো লিখেছেন,
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়