স্কুল জীবনে তোকে নিয়ে
কতো কিছু ভাবতাম
ছুটির ঘণ্টা পড়লেই তোর
কাছে ছুটে যেতাম
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে
ফেরার পথে চাইতি তুই
এক মুঠো বাদাম
দু’টাকায় বাদাম কিনে
আমি নিতাম চুইঙ্গাম ।
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে
বৃষ্টি ঝড় তুচ্ছ করে
দুজন যেতাম স্কুলে
একই ছাতায় এক হবো তাই
মিস হতোনা ভুলে
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে
মনে পরে সেই দিন
কত ছিল রঙ্গিন
বদলে গেলো জীবন
কেন হল মলিন
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে
১৪টি মন্তব্য
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
(y) (y) (y) -{@
প্রিন্স মাহমুদ
হু
মশাই
শুভেচ্ছা কবিকে। ভাল থাকুন নিরন্তর।
প্রিন্স মাহমুদ
আপনাকেও
মোঃ মজিবর রহমান
হুম!
মনে পরে সেই দিন
কত ছিল রঙ্গিন
বদলে গেলো জীবন
কেন হল মলিন
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে
শুধুই স্রিতি
প্রিন্স মাহমুদ
যাক লেখা ভাল হয়েছে তবে , কি বলেন !
পুষ্পবতী
আপনার কবিতা পড়ে মনে পরে গেলো স্কুল জীবনের কথা।শুভ কামনা রইলো আপনার প্রতি।ভাল থাকবেন।
প্রিন্স মাহমুদ
আমার কবিতা পড়ে এত প্রভাব পড়ে ! কি বলেন
লীলাবতী
সেই সব দিন আর ফিরে আসবে না 🙁
প্রিন্স মাহমুদ
হু বতী বতী
খসড়া
সেই স্কুল প্রেম। অমর হোক।
প্রিন্স মাহমুদ
অমর করে দিলাম
শুন্য শুন্যালয়
স্কুল জীবন যে স্কুল শেষে কলেজ জীবন হয়ে গেছে রে ভাই.
প্রিন্স মাহমুদ
আপনি আমারে ভাই বললেন ;(