স্কুল জীবনে

প্রিন্স মাহমুদ ২৯ এপ্রিল ২০১৪, মঙ্গলবার, ০২:৪২:৪৩পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

স্কুল জীবনে তোকে নিয়ে
কতো কিছু ভাবতাম
ছুটির ঘণ্টা পড়লেই তোর
কাছে ছুটে যেতাম
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে

ফেরার পথে চাইতি তুই
এক মুঠো বাদাম
দু’টাকায় বাদাম কিনে
আমি নিতাম চুইঙ্গাম ।
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে

বৃষ্টি ঝড় তুচ্ছ করে
দুজন যেতাম স্কুলে
একই ছাতায় এক হবো তাই
মিস হতোনা ভুলে
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে

মনে পরে সেই দিন
কত ছিল রঙ্গিন
বদলে গেলো জীবন
কেন হল মলিন
ছায়া নামা বিকেলে আমরা দুজনে
মনে পরে ঘুরতাম কতো আনমনে

৫৪৫জন ৫৪৫জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ