- ঐ সবুজ শ্যামল প্রকৃতির অপরুপ লীলা,
- হে জগদীশ্বর তুমি কেমনে দিলা।
- ঐ বিটপীতে বসে বিহগ গায় গান,
- মানবের মধ্যে রয়েছে ভালোবাসা আর মান অভিমান।
- গগনে শুধু নিশিতে ভেসে বেড়ায় অজস্র তাঁরা,
- চদ্রমাতে বসন্তের দখিন হাওয়ায় আলো জ্বালে জোনাকিরা
- গ্রীষ্মের দুপুর দোয়েলের নাচানাচি মন ছুয়ে যায়,
- বসন্তকালে কোকিলের গান সকলে মুগ্ধ হয়।
- দিবসের শেষে ঐ পাটে বসে বেলা,
- কীটপতঙ্গ সদা আহার খোঁজে করা না তো হেলা।
- নীল আকাশের বুকে সদা ভেসে বেড়ায় শুভ্র মেঘের ভেলা,
- অথৈজলের মীন চক্রাকারে করে খেলা।
- রচনাকালঃ
- ০১/০৫/২০২১
৪৭৭জন
৩৯৭জন
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর কাব্যিক কথা কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল।।
আরজু মুক্তা
আল্লাহর অপার মহিমা সবখানে। বিশেষ করে প্রকৃতি একদম মায়ের মতো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা।।।
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর কত কিছু দিয়েছে প্রকৃতি রূপে। খুব সুন্দর উপস্থাপন। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
স্বপ্নীল মেঘ
প্রকৃতির প্রেমে যারা হয়েছে কাতর
ভালোবাসা খুঁজে পেয়েছে তারা-
হয়েছে নিশাচর।
খুব সুন্দর হয়েছে ছন্দের কবি। আরো লিখুন। শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।
মন্তব্য করে উৎসাহ দেবার জন্য।
রোকসানা খন্দকার রুকু
প্রকৃতি সবসময় সুন্দর। শুভ কামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল