নতুন কদম ফেলি

ফুলে যায় অতীত দুঃখ ।

কুড়িয়ে নিই নতুন বার্তা

একঝাক ফুলের শুভেচ্ছা।

লইবনা কাহার হদমে

চলিব নিজ কদমে।

সৎ সঙ্গে চলিব যখন

ফুলের গন্ধ মাখিব তখন।

 

৪৭১জন ৪৭১জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ