
লেখালেখি এক ধরনের থেরাপি। ব্যক্তিগত হতাশা দুঃখবোধ থেকে বের আসার পথ। আমি এই থেরাপি গ্রহণ করে মনকে সুস্থ রাখার চেষ্টা করি। হাজার মাইলেরও ভ্রমণ একটি পদক্ষেপ দিয়ে শুরু হয়।
তুমি আমায় ডেকেছিলে লিখালিখির আমন্ত্রণে। বললে, তুমি তো ভালোই লিখো! মনে মনে বলি ছাইপাশ লিখি নিঃশব্দ বর্ণমালা সাজিয়ে গুছিয়ে পাঠাই ব্লগে। মনের জানালা খুলে বকর বকর করতে গিয়ে দেখি একবছর হয়েছে। একবছরে ৬০টি পোস্ট। মাসে ৫টি করে লিখতে পেরেছি।
লিখালিখির এ ডাকটা দিয়েছিলেন জিসান দাদা। ঝড়ের মাঝে পথ হারিয়ে, যার অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে লিখা শুরু করেছিলাম, তিনি তৌহিদ ভাই। আর সবার সুন্দর ও মনোহর মন্তব্য (পচা লিখার) নীচে অনুপ্রেরণা যুগিয়েছে।
মানুষ বলে, আদর ভালোবাসা পাওয়া কঠিন। কিন্তু আমি সবার কাছ থেকে আদায় করে নিয়েছি।
সবার লিখাই পড়ার চেষ্টা করি। মনে করি, সবার কাছ থেকে শিখার আছে। একক ভাবে কারও নাম বলতে চাইনা বরং তাদের সবারি কমেন্ট পড়ে লিখার আগ্রহ বেড়েছে।
একটি বছর চলে যাওয়া মানে, কিছু স্মৃতি হৃদয়ের মনিকোঠায় দোলা দেয়া। প্রকৃতিতে যেমন এক একটি ঋতু আসে। সবার মনেও তেমনি এক অনুভূতি জাগে।
পরিশেষে, স্মৃতি থেকে কিছু কথা বলতে চাই:
জনম ভর শিক্ষা নিবো
তুচ্ছ কিছু ফেলে না দিবো
নেয়া দেয়া সব ফুরাবে
থাকবে শুধু স্মৃতি
মুক্তপথে চলতে হবে
রাখবো শুধুই প্রীতি।
ব্লগে আমি একজন শিশু। আমি চাই সবার ভালোবাসা এর বদলে ফিরিয়ে দেবে অনেকখানি।
সবাই ভালে থাকবেন। হ্যাপি ব্লগিং।
৩৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
শুভ জন্মদিন সোনেলাতে। আরো আরো লেখা চাই, মন্তব্য চাই। আগামীর পথ চলা হোক আরো সুখময়, সুন্দর। ভালো থাকুন সুস্থ থাকুন, ঘরেই থাকুন সবাইকে নিয়ে আনন্দে।
আরজু মুক্তা
ধন্যবাদ আপা
সুপায়ন বড়ুয়া
সোনেলায় বছর পূর্ণ
করলেন আমার আপু
প্রমান তিনি করেই ছাড়েন
লেখায় অনেক পটু।
অভিনন্দন আপু। অগ্রযাত্রা অব্যাহত থাকুক
হ্যাপী ব্লগিং।
আরজু মুক্তা
ধন্যবাদ ছড়াকার দাদা
প্রদীপ চক্রবর্তী
অভিনন্দন দিদি।
শুভ ব্লগিং..
আরজু মুক্তা
শুভকামনা,দাদা
জিসান শা ইকরাম
একবছর হয়ে গেলো তোমার সোনেলায়!
বছর কত দ্রুত চলে যায়। মনে হয় এইত সেদিন এলে সোনেলায়।
সোনেলায় বর্ষপুর্তীতে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
নতুন লেখা পাইনা অনেক দিন হলো, নতুন লেখা চাই।
শুভ ব্লগিং,
আরজু মুক্তা
শুভকামনা,দাদা
নতুন লেখা দিবো
সুরাইয়া পারভীন
অনেক অনেক অভিনন্দন আপু।
ভালো থাকবেন সুস্থ থাকবেন
সোনেলার সাথেই থাকবেন সবসময়
আরজু মুক্তা
শুভকামনা আপা
ফয়জুল মহী
Congrats ♥️♥️♥️♥️
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
সাবিনা ইয়াসমিন
সোনেলায় বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
আগামীর পথচলা আরও সুন্দর, স্মরণীয় হোক।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
ধন্যবাদ আপি
কামাল উদ্দিন
সবে তো শুরু, এই পথ আরো দীর্ঘ ও মসৃণ হোক সেই কামনা করছি…..শুভ কামনা সব সময়।
আরজু মুক্তা
জি ভাই। দোয়া করবেন।
ধন্যবাদ আপনাকে
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা বছরান্তের, যাক মনে রেখেছেন সোনেলাকে, অন্য! দিকের ব্যস্ততায় প্রায়
ভুলে বসার জোগার। আপনি শিশু!
নিয়মিত হবেন এ আশায় আপনার নিরাপদ জীবন কামনা করি।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
সামশুল মাওলা হৃদয়
সোনেলা কে খুব সুন্দর ভাবে লিখলেন।তুমি আমায় ডেকেছিলে লিখালিখির আমণ্ত্রণে।বানানগুলো একটু দেখে নেন।আমন্ত্রণে বানান টা এভাবে হবে।
শুভেচ্ছা ও ভালোবাসা রইল🌹🌹
আরজু মুক্তা
শুভকামনা ভাই
রিমি রুম্মান
অভিনন্দন। শুভ হোক সোনেলায় পথ চলার আগামী দিনগুলো।
আরজু মুক্তা
ধন্যবাদ আপু।
ইসিয়াক
শুভকামনা রইলো আপু। ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
ইঞ্জা
প্রথমেই জানাই অভিনন্দন, এক বছর পূর্তি হলো, নিশ্চয় আগামীতে মাসে পাঁচটির জায়গায় ১০/১৫টি লেখা পাওয়া যাবে, খারাপ না আপু, চালিয়ে যান, সাথে আমার মতো ভক্তদের ভালোবাসা কুড়ান।
শুভেচ্ছা ও শুভকামনা সতত।
আরজু মুক্তা
অবশ্যই ভাই।
ইঞ্জা
ইনশা আল্লাহ।
নৃ মাসুদ রানা
অভিনন্দন
আরজু মুক্তা
ধন্যবাদ
হালিম নজরুল
শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা রইল।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
সুরাইয়া নার্গিস
অভিনন্দন ও শুভেচ্ছা রইল আপু।
সোনেলার সাথে আপনার এই পথচলা আরো দ্বীর্ঘায়িত হোক এই কামনা রইল।
ভালো থাকুন, সাবধানে থাকবেন।
আরজু মুক্তা
জি, আপু দোয়া করবেনন।
আপনিও নিরাপদে থাকুন
তৌহিদ
বাপড়ে এক বছর হয়ে গেলো!! অভিনন্দন আপু। এভাবেই থাকুন সোনেলার পাশে। সোনেলা আপনাকে পেয়ে গর্বিত।
শুভকামনা সবসময়।
আরজু মুক্তা
জি, ভাইয়া।
দোয়া করবেন, সবসময় যেনো পাশে থাকতে পারি।