সোনেলায় এক বছর

আরজু মুক্তা ১৮ এপ্রিল ২০২০, শনিবার, ০৯:৫১:৫৩অপরাহ্ন শুভেচ্ছা ৩৫ মন্তব্য

লেখালেখি এক ধরনের থেরাপি। ব্যক্তিগত হতাশা দুঃখবোধ থেকে বের আসার পথ। আমি এই থেরাপি গ্রহণ করে মনকে সুস্থ রাখার চেষ্টা করি। হাজার মাইলেরও ভ্রমণ একটি পদক্ষেপ দিয়ে শুরু হয়।

তুমি আমায় ডেকেছিলে লিখালিখির আমন্ত্রণে। বললে, তুমি তো ভালোই লিখো! মনে মনে বলি ছাইপাশ লিখি নিঃশব্দ বর্ণমালা সাজিয়ে গুছিয়ে পাঠাই ব্লগে। মনের জানালা খুলে বকর বকর করতে গিয়ে দেখি একবছর হয়েছে। একবছরে ৬০টি পোস্ট।  মাসে ৫টি করে লিখতে পেরেছি।

লিখালিখির এ ডাকটা দিয়েছিলেন জিসান দাদা। ঝড়ের মাঝে পথ হারিয়ে, যার অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে লিখা শুরু করেছিলাম, তিনি তৌহিদ ভাই। আর সবার সুন্দর ও মনোহর মন্তব্য (পচা লিখার)  নীচে অনুপ্রেরণা যুগিয়েছে।

মানুষ বলে, আদর ভালোবাসা পাওয়া কঠিন। কিন্তু আমি সবার কাছ থেকে আদায় করে নিয়েছি।

সবার লিখাই পড়ার চেষ্টা করি। মনে করি, সবার কাছ থেকে শিখার আছে। একক ভাবে কারও নাম বলতে চাইনা বরং তাদের সবারি কমেন্ট পড়ে লিখার আগ্রহ বেড়েছে।

একটি বছর চলে যাওয়া মানে, কিছু স্মৃতি হৃদয়ের মনিকোঠায় দোলা দেয়া। প্রকৃতিতে যেমন এক একটি ঋতু আসে। সবার মনেও  তেমনি এক অনুভূতি জাগে।

পরিশেষে, স্মৃতি থেকে কিছু কথা বলতে চাই:

জনম ভর শিক্ষা নিবো

তুচ্ছ কিছু ফেলে না দিবো

নেয়া দেয়া সব ফুরাবে

থাকবে শুধু স্মৃতি

মুক্তপথে চলতে হবে

রাখবো শুধুই প্রীতি।

ব্লগে আমি একজন শিশু। আমি চাই সবার ভালোবাসা এর বদলে ফিরিয়ে দেবে অনেকখানি।

সবাই ভালে থাকবেন। হ্যাপি ব্লগিং।

১১৪১জন ৭৯০জন
0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ