ছয় বছর এক মাস দুইদিন সোনেলায় আমার চলছে। নাই ভাষা জানা, নাই স্থিরতা, অস্থির সময়েই আমার চলা।
সোনেলায় আমার একশত ঊনপঞ্চশটি লেখা পুর্বেই শেষ হয়েছে। এইটি দিয়ে ১৫০ মারলাম। দুক্ষে সুখে সোনেলায় আছি । কার ভাল লাগলেও আছি , না লাগলেও আছি। আমার ক্ষমতা বলেই, তয় কারো কোন ক্ষতি সাধন আমি করিনা।
অনেক আনন্দের সংগেই আছি, ভালবাসার জোরেই আছি। কারো দুখে দুখি হই সুখে সুখি হই। দেশের তরে ভালবাসা রই। সবার উপর আমার দেশের মাটি।
জাতীয় কবির একটি উক্তি, ” আমি পাখি গান গাই, কারো ভাল লাগলেও গাই না লাগলেও গাই।” আমার ঠিক শব্দ গুলো মনে নাই কিন্তু বাক্য এই রকমই। তাই আমিও সে রকম কারো ভাল লাগলেও আছি না লাগলেও আছি সোনেলাতে।
সবার ভালবাসা নিতে এসেছি, পেতে এসেছি। কেউ না দিলেও কস্ট নাই। সবাই ভাল থাকুন। সোনেলায় থাকুন।
সোনেলার আলোয় আরও উজ্জলিত
হৃদয়ে বাংলা বর্ণমালা,
সোনেলার আলোয় গাই,
বাংলার প্রতিধ্বনি গৌরবের মালা।
সোনেলায় আলোকিত সোনেলার বোন-ভাইয়েরা।
২১টি মন্তব্য
কামাল উদ্দিন
বাংলা ব্লগের এখন চলছে দুর্দিন। অনেক ব্লগ বন্ধ হয়ে গেছে, কোনটা বা খুড়িয়ে চলছে, এই সময় এমন কিছু নির্ভিক ব্লগার (কারো ভাল লাগলেও আছি , না লাগলেও আছি) আছেন বলেই আমরা আশাবাদি হতে পারছি……….ছয় বছর থেকে ষাট বছর আর ১৫০ পোষ্ট থেকে ১৫০০ পোষ্ট হোক সেই কামনা সাথেই আছি, এগিয়ে যান মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সহায়। আমি পাঠক আকাশচুড়া স্বপ্ন কামাল ভাই। আপনার ভ্রন পড়ি ত্রিপ্তি পাই। লিখুন।
কামাল উদ্দিন
ধন্যবাদ মজিবর ভাই, ভালো থাকুন, সব সময়।
ছাইরাছ হেলাল
আপনি সোনেলার পরীক্ষিত সোনা।
আছেন, ছিলেন ও থাকবেন এ কামনা আমাদের সবার।
মোঃ মজিবর রহমান
আল্লাহ ভরসা ভাল থাকুন হেলাল ভাই।
সঞ্জয় কুমার
স্বাগতম ১৫০
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপনাকে।
মাহবুবুল আলম
সোনেলায় থেকে একে আরো সমৃদ্ধ করুন!
মোঃ মজিবর রহমান
আমার সমৃদ্ধ করা যোগ্যতা নাই। আমি পাঠক হতেই পারলাম। সুপাঠক। আল্লাহ সোনেলায় থাকার সৌভাগ্য দিয়েছে আছি ভাইয়া।
এস.জেড বাবু
যুগ যুগ ধরে সোনেলার উঠানে আপনার উপস্থিতি সমৃদ্ধ করুক লিখক পাঠকের মিলনমেলা।
অনেক ভাল থাকবেন
অভিনন্দন ১৫০তম পোষ্টে
মোঃ মজিবর রহমান
আল্লাহ সহায় বাবু ভাই। ভাল থাকুন।
তৌহিদ
সোনেলার ১৫০ তম পোস্টের অভিনন্দন এবং শুভকামনা ভাই। আপনি আছেন সোনেলার ছায়াসঙ্গী হয়ে, সুখে দুখে আপনাকে পাশে পেয়ে যারপরনাই সোনেলাও আনন্দিত। ব্লগে জুনিয়র হলেও আমি নিজেই দেখেছি আপনার সোনেলায় অবাধ বিচরণ। অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে।
সবসময় এভাবেই পাশে থাকবেন ভাইজান।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সহায় আছি থাবকব তৌহিদ ভাই।
সাবিনা ইয়াসমিন
হৃদয়ে বাংলা বর্ণমালা আর সোনেলার প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেই এমন করে লিখেছেন মজিবর ভাই। ১৫০ তম পোস্টের জন্যে অনেক অনেক অভিনন্দন। যদিও আপনার সোনেলা বিচরন এর সময়কাল অনুপাতে পোস্টের সংখ্যা কম। কিন্ত অন্যান্যদের পোস্টে আপনার কমেন্ট এর সংখ্যা দিয়ে পোস্টের অভাব পুষিয়ে দিয়েছেন।
সোনেলায় আসা অব্দি যাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি, আপনি তাদের মাঝে অন্যতম। খুব ভালো থাকুন, সুখে-দুঃখে আমাদের আগলিয়ে রাখুন।
শুভ কামনা অবিরত 🌹🌹
মোঃ মজিবর রহমান
আমি মুলত লেখক হয়ে নই পাঠক হয়ে আছি।
নুর হোসেন
ব্লগারেরা হলো এই প্রজন্মের সবচেয়ে বুদ্ধিমান ভাবুক শ্রেনী।
ব্লগিং হচ্ছে প্রতিভা বিকাশের অন্যতম কৌশল,
আপনি ব্লগিং করছেন পড়ছেন ইহা অবশ্যই প্রশংসার বিষয়।
সোনেলা হচ্ছে-সেই প্রতিষ্ঠান যা মানুষকে বানাচ্ছে সচেতন।
নিঃসন্দেহ সোনেলা অথিরিটি ধন্যবাদ পাওয়ার যোগ্য।
-ধন্যবাদ আপনাকেও, অসাধারণ লিখে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য।
হ্যাপি ব্লগিং।
মোঃ মজিবর রহমান
হ্যা যারা বলার জায়গা পাইনা তারা তাদের মনের কথা, অন্যায়ের প্রতিবাদের ঝড় তুলে জাগান দিতে পারি বা পারে এটা অন্যায়। আপনার প্রতি রইল একগুচ্ছ শুভেচ্ছা ভাই।
জিসান শা ইকরাম
১৫০ তম পোস্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
ভালোবাসেন সোনেলাকে, সোনেলা কৃতজ্ঞ আপনার ভালোবাসায়।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
সোনেলায় আমার একমাত্র নেশার জায়গা। সোনেলা আমার আত্বজ খুজে পাওয়া।
আপনাদের প্রতি অশিম শ্রদ্ধা সোনেলা পরিচালনার জন্য। আপনারা জন্মজন্মান্তর থেকে ভাল থাকুন, সবার হৃদয়ে ভালবাসার দ্বার খুলে যাক। আল্লাহ সবার মংগল করুন আমিন।
সুরাইয়া পারভিন
অভিনন্দন ও শুভেচ্ছা রইলো
যুগ যুগ ধরে থাকুন আমৃত্যু থাকুন সোনেলার পরিবারে
মোঃ মজিবর রহমান
দোয়া করবেন আল্লাহ যেন সেই টৈফিক দেন।