সোনেলায় আমার প্রথম পোস্ট

সুহাসিনী ২ ডিসেম্বর ২০১৩, সোমবার, ০২:৪৯:৩১অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

প্রায় ২ বছর হতে চলল নানাবিধ কারণে ফেসবুক থেকে দূরে আছি। যদিও আমি লেখক নই শুধুমাত্র পাঠক তাই সামুর লেখাগুলি নিয়মিত পড়তাম,কেমন যেনো একঘেয়েমি লাগছিল ।
সোনেলা ব্লগের কথা জানতাম না, একদিন আমার একজন কাছের বন্ধু ফোন করে সোনেলা ব্লগের কথা জানালো। আমি ঐ দিনই সোনেলায় ঢুকলাম। অন্যরকম অনুভতিতে মনটা ভরে উঠল, মনে হলো যা খুঁজছিলাম তা পেয়েছি। ২ দিন পর নিবন্ধনও করে ফেললাম । নিজের মধ্যে একধরনের তাগিদ অনুভব করছি ভাল লেখাগুলি পড়বার জন্য।
যারা আমার ফেসবুক বন্ধু ছিল তাদের অনেককেই আমি এখানে দেখতে পেয়েছি। তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ সোনেলা এবং আমার সেই বন্ধুকে।

৪৯৭জন ৪৯৭জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ