আমি এক অস্থির প্রকৃতির মানূষ। কোন কিছুতেই মন স্থির রাখা দায়। ঘুরাফিরা, পড়াওলেখা, কাজকামে স্থিরতা নাই। সোনেলায় আমার অনেক দিন আছি ও থাকব।
আমি অস্থির এইজন্য যে, আমি কিছু করছি আবার মনের অনিচ্ছাই বাদ। পড়ছি বাদ। কমেন্ট লিখছি বাদ। হত্তরি এতো সব কি হবে করে। বাদ।
দুই একদিন ভাল লাগল পরে মনে আর জায়গা নাই। বাদ আর বাদ। আমার কোন নেশাও নাই। কি প্রেম, বা ভালবাসা। বিড়িতেও নাই নেশা। কিবা নারীতেও। এক আজব প্রকৃতির মন আল্লাই দিছে আমায়।
শাহবাগ আন্দোলন যখন দেশ থেকে দেশের বাহিরে হাওয়া দিচ্ছে। তখন এক নীতি বা দলের প্রেমে আমাকেও প্রকাশ্যেই কোন না কোন ভাবে কাজ করেছি আমি আমার ক্ষমতা মতই বড় কিছুই নাই। সে যাইওহোক সোনেলা।
শাহবাগ আন্দোলন শেষ তবে আমি ক্ষুদ্র মানুষএর মতই ছিলাম। কিন্তু যেখানে আমার ব্লগিং এর বা ব্লগে পড়া শুরু তাহা গেল বন্ধ। ঐ প্লাটফর্ম হলঃ www.bdnews24.com এর ব্লগ। ব্লগপক্ষ বলা হল কারিগরি সমস্যার জন্যই বন্ধ আছে। ডেভেলপ হলে চালু হবে। হাত সুরসুরি করেই যাচ্ছে। কি করব? অনলাইনে ঘুরি এখানে সেখানে। আমি খুব ছোট মাথার মতই চলি। একদিন খুজে পেলাম এই সাজানো গুছানো ঘর। এখন অবশ্য ঐটা চালু হয়েছে অনেক আগেই।
যাই হোক করলাম রেজিষ্ট্রেশন। নাম লিখলাম তন্দ্রা (tandra) লিখি পড়ি যাচ্ছে সময় যাচ্ছে দিন। একদিন হঠাৎ নীলকন্ঠ জয়। দিদি বলেই সম্মোধন করে বসল। জয় আমার প্রিয় একজন মানুষ। আমার আগেই জয় এখানে নোংগর ফেলেছে, বুঝে নিয়েছি। ও খুব টেলেন্ড। তখন জয় বল ল সমস্যা নেই নাম পাল্টিয়ে দেব। জয়ই নাম পাল্টিয়ে দিল কর্তৃপক্ষের মাধ্যমে।
এর পর সময় গেছে। পাঠক হয়ে আমি রয়ে গেছি।
আমার তেমন কোন সৃজনশীল বুদ্ধি আল্লাহ দেয়নাই তাই পাঠক হয়েই রয়ে যায়। হইতোবা স্বপ্নই দেহিনাই।
তবে সোনেলায় থেকে সোনেলার একজন খুদ্র পাঠক হইতো হতে পেরেছি। পাঠক হওয়া বড় ধোর্য্যের প্রয়োজন তা যখন নাই তাই ভাল পাঠকও হতেও পারিনাই।
তবে সোনেলায় থেকেই গেছি এইখানে। ২৪৩৮ দিন। মোটেও হইতো কম নই এই ব্লগিং জগতে। কত আইল আর কত গেল দেখলাম কিন্তু মুই অধম পইরা আছি প্রিয় সোনেলায়। ভালো থাক সোনেলা, যুগ যুগ জিও। সকলকে পরিপুর্ন কর।। বিধাতার কাছে এই মিনতি। কারো করোনা ছোট। হোক হীন, হোক নিকৃষ্ট। হোক ছোট।
সোনা ফলুক সোনেলায়
আসুক ঝাকে ঝাকে কাদামাটি
সৃষ্টি হোক হাজারো কবি সাহিত্যিক।
মানবের তরে গেয়ে যাক মানবতার জয়গান।
২২টি মন্তব্য
শামীম চৌধুরী
ভাই
আপনার অনুভুতি জেনে ও পড়ে আপ্লুত হলাম। কে বলে আপনার ধৈর্য্য নেই। এতদিন লেগে থাকাটা কম কিসের। আপনার লেখায় এই বাক্যটা আামকে ভীষন ভাবে নাড়া দিয়েছে। পাঠক হওয়া বড়ই কঠিন। ঠিক যেন গুরু মিলে ঘরে ঘরে। শিষ্য মিলে অন্তরে কদাচিৎ ও কঠিন। আপনি যে জাত ব্লগার সেটারও স্বাক্ষর রেখেছেন লেখনীতে।
ভাল থাকবেন।
শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
ভাইসাব থেমে থেমে সংগে আছি। আপনারা খরগোস দৌড় আমি কপ্সোপ দৌড় হা হা আ।
হ্যা ভাই সট্যিকারের পাঠক হওয়া সহজ কর্ম নয় বর্ত্মানে। ফেবু, অনলাইন, সংসার ধর্ম কইরা কখন পড়িবেন?
আলমগীর সরকার লিটন
আসলে চমৎকার অনুভূতি জানালেন প্রিয় মজিবর দা
সদা ভাল থাকেন———–
মোঃ মজিবর রহমান
ভাল লাগা ও পড়ার জন্য অশেষ ধন্যবাদ ভাই।
বন্যা লিপি
মানুষ যখন নিজেকে বিচার বিশ্লেষণ করতে পারে! তখন সে মানুষটাই প্রকৃতপক্ষে নিরপেক্ষ এবং এককেন্দ্রিক এক মনোভাবে উজ্জ্বল। আমার লেখার মাধ্যমেই আপনি প্রকাশ করেছেন আপনার ধৈর্যের শ্রেনীর তারতম্য। সোনেলা আপনার ধৈর্যের এক চেম দৃষ্টান্ত। কথা সত্য খাঁটি…. পাঠক (ব্লগীয়)হওয়া খুব কঠিন”।
আপনি সেই দুরহ কাজপা দিনের পর দিন করে গিয়ে সোনেলার সহ ব্লগারদের উৎসাহ প্রেরণা যুগিয়ে যাচ্ছেন। প্রকৃত সাচ্চা সোনেলা প্রেমিক তো আপনিই ভাই।
সব রকম শুভ কামনা।
বন্যা লিপি
আপনার লেখার মাধ্যমে হবে*
মোঃ মজিবর রহমান
বন্যাপু আপনার চুলচেরা বিশ্লেষনএ আমি আপ্লুত। আপনাকে অশেষ ধন্যবাদ।
আরজু মুক্তা
আপনার কমেন্ট পড়ে তো আমি বরাবরি মুগ্ধ। এতোদিন ব্লগে একনিষ্ঠ হয়ে থাকাও কম নয়।
শুভকামনা ভাই। আপনি ধৈর্যের পরিচয় দিয়েছেন।
মোঃ মজিবর রহমান
ধৈর্য্যের পরিচয় অতি ধিরে ধিরে সংগে আছি। একে থাকা বলে কিনা যাজিনা। ভাল থাকুন।
সুপায়ন বড়ুয়া
ধৈর্যশীল মানুষেরা উন্নতি করতে পারে।
যা আপনি করে দেখিয়েছেন।
দিন শেষে শতক গুনে
হাজারে দিলেন পা। ২৪৩৪ দিন গুনতে পারা
সহজ কথা না।
তাই তো বন্ধু রেখে গেলাম। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
আপনাদের মত গুণীদের কথা ফেলা যায়না। তআই আমিও ভালবাসিলাম আপনারে।
খাদিজাতুল কুবরা
আপনার লেখাটাতেই স্পষ্ট আপনি কতোটা সাদা মনের মানুষ। খুব ভালো লাগলো আপনার সোনেলার সাথে বন্ধনের গভীরতা জেনে।
ভালো থাকুন সবসময়।
মোঃ মজিবর রহমান
আপনাদের প্রতি রইল সোনেলাকে আরী উচ্চতায় ভ্রমণ করানোর দায়িত্ব।
খাদিজাতুল কুবরা
ইনশাআল্লাহ ভাইয়া
প্রদীপ চক্রবর্তী
স্পষ্টতা প্রকাশ লেখনীতে।
আর এ স্পষ্টতা জানান দেয় সোনেলাকে আপনি কতটুকু ভালোবাসেন।
সত্যিই তা বেশ ভালোলাগার।
সোনেলা আমাদের সকলের সোনেলা আমাদেরকে সহজে আপন করে নেয়।
শুভকামনা, দাদা।
শুভ ব্লগিং।
মোঃ মজিবর রহমান
সোনেলার বাংলার, সোনেলা বাংগালীর প্রেমগাথা। আপনাদের হাতে রইল সোনেলা ভবিষত কারিগরি দায়িত্ব।
তৌহিদ
সোনেলার প্রতি আপনার ভালোবাসা মুগ্ধ করার মত। এভাবেই পাশে থাকুন সবসময়। শুভকামনা রইলো ভাই।
ছাইরাছ হেলাল
আপ্নি আমাদের পরীক্ষিত পুরনো সুহৃদ।
চলুক এ পথ চলা।
মোঃ রাশিদুল ইসলাম
শুভকামনা রইল আপনার জন্য ❤
সাবিনা ইয়াসমিন
সোনেলায় আপনার পথ চলা আরো দীর্ঘতম হোক।
সোনেলা তার সোনালী আলোয় ঘিরে রাখুক সোনালী মনের মানুষের মন।
শুভ কামনা নিরন্তর ভাইজান 🌹🌹
জিসান শা ইকরাম
সোনেলা আপনার প্রানের উঠোন তা আপনি প্রমান করেছেন প্রথম থেকেই।
সোনেলাকে ধারণ করুণ হৃদয়ের গহীন কোনে।
শুভ কামনা, শুভ ব্লগিং।
ইঞ্জা
আপনি ব্লগার হিসাবে আমারও সিনিয়র, আপনাদের কাছেই আমি ব্লগিং শিখেছি, এ জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই।
ভালোবাসা জানবেন ভাই। ❤