দিয়েছ খুলে দ্বার

জন্মদিনে তোমার।

মন খুলে তোমারি আকাশে

বিচরন করেছে জনে জনে।

সৃষ্টি কর্তার অসীম দয়ায়

শব্দ বুননে বরণীয় স্মরনীয়।

সোনেলায় ওড়ে মনের পাংখা খুলে

ভাব,রস, দেহতত্ত্বে , সৃষ্টি সুখানন্দে।

সোনেলা আলো জ্বলুক দিগ্বিদিক
সোনেলায় গা ভাসিয়ে চলুক দিগ্বিদিক
সোনেলা হোক সব লেখকের মিলনের দিক।

 

মোবাইলে আমি লিখতে পারিনা। খুব খুব কস্টে লিখেছি। তাছাড়া আমি লেখকও না।  সোনেলার প্রতি ভালবাসা রইল। ভুল ক্ষমা করবেন সবাই।

১৪৮১জন ১৪৭৬জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ